আমরা তো কম বেশি সবাই Windows XP সহ বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি এবং এর জন্য আমরা সবাই বিভিন্ন User name এবং Password ব্যবহার করি। কিন্তু User name এবং Password দিয়ে কিভাবে Windows XP তে লগিন করা হয় ?
আজ আমি আমার এই টিউনে সেটি তুলে ধরব।
আমরা যখন কম্পিউটারে লগিন করতে যায় তখন আমাদেরকে User name এবং Password দিতে হয়। যদি এই User name এবং Password না মিলে তাহলে আমরা কম্পিউটারে লগিন করতে পারি না। User name এবং Password ভুলের কারণে কম্পিউটারে লগিন করতে না পারার অন্যতম কারণ হল, আমরা যখন User name এবং Password টাইপ করে এন্টার কি প্রেস করি তখন কম্পিউটার নিজের কাছে থাকা Security Database এর সাথে ঐ User name এবং Password মিলিয়ে দেখে। সে যদি ঐ User name এবং Password এর সাথে নিজের কাছে থাকা Security Database এর মিল খুজে পায় তখন কম্পিউটারে লগিন করার অনুমতি দেয়। বিষয়টি নিচের ছবির সাহায্যে পরিষ্কার করে দেয়া যাক
প্রথমে ব্যবহারকারি যখন User name এবং Password দিয়ে কম্পিউটারে প্রবেশ করার চেষ্টা(১) করে তখন কম্পিউটার ব্যবহারকারির তথ্য নিয়ে সে Local security database এর কাছে যায়(২) এরপর Local security database চেক করে দেখে ঐ User name এবং Password ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সে একটি Access token/প্রবেশ করার অনুমতি(৩) ব্যবহারকারির(১) কাছে পাঠিয়ে দেয় কম্পিউটারে প্রবেশ করার জন্য।
এটি আমার ইংরেজী ব্লগ Windows XP Professional user Authentication Process এর বাংলা অনুবাদ
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
বেশ ভাল টিউন। ধন্যবাদ আপনাকে,,