নাক ডাকা সমস্যার কিছু জটিল সমাধান

এখুনি নিয়ে নিন আপনার নাক ডাকা সমস্যার সমাধান। অনেকেই ঘুমের মধ্যে নাক ডাকেন। আর তাতে ত্যাক্ত ও বিরক্ত এমন কি অসহ্য হয়ে ওঠেন তার সঙ্গেই ঘুমিয়ে থাকা পাশের মানুষটি। হতে পারে সে আপনার পরম বন্ধু অথবা আপনার জানের জান।  তবে আপনার জানের জান এর চাইতেও নাক ডাকা বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে যিনি নাক ডাকছেন তার জন্যই। তাই জানা থাকা প্রয়োজন নাক ডাকা রোধের উপায়। সাধারণ কতগুলো নিয়ম মেনে চললে নাক ডাকার এই সমস্যা থেকে রেহাই পাওয়া যেতেই পারে।

ওজন কমানো : স্থূলতার কারণে শুধু ডায়াবেটিস নয়, বিভিন্ন সমস্যায় ভোগেন একজন মানুষ। স্থূলতার কারণেও অনেকে নাক ডাকতে পারেন। বেশি ওজনের কারণে গলার পথ সরু হয়ে যায়। এর ফলে শ্বাস নেওয়ার সময় টিস্যুগুলোতে ঘর্ষণ লাগে। এতে করে শ্বাস নেওয়ার সময় শব্দ হয়।

নেশাজাতীয় দ্রব্য ও ঘুমের ওষুধ পরিহার : অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য নেওয়ার পরে অনেকে নাক ডাকেন। বিশেষ করে ঘুমাতে যাওয়ার সময় যাঁরা অ্যালকোহল পান করেন, তাঁরা বেশি নাক ডাকেন।

চিত  হয়ে  না ঘুমানো : যারা নাক ডাকেন, তাঁরা চিত্ হয়ে না ঘুমিয়ে কাত হয়ে ঘুমাতে পারেন। চিত্ হয়ে ঘুমালে গলার পেশি শিথিল থাকে। ফলে নাক বেশি ডাকার আশঙ্কা থাকে।

মাথার নিচে দুটি বালিশ নেওয়া : মাথার নিচে কয়েকটি বালিশ দিয়েও নাক ডাকা কমানো যেতে পারে। মাথার নিচে বালিশ দিলে বুকের চেয়ে মাথা বেশি উঁচুতে থাকে। এতে করে নাক ডাকার আশঙ্কা কিছুটা কমে যায়। কিভাবে মাথার নিচে দুটি বালিশ ব্যবহার করবেন দেখতে এখানে Taking More Pillow যান।

ধূমপান ছেড়ে দেওয়া : ধূমপান করলে শরীরের অক্সিজেন ব্যবহারের ক্ষমতা কমে যায়। এর ফলে বাতাস বের হওয়ার পথ সংকুচিত হয়ে পড়ে। এ কারণেও নাক বেশি ডাকতে পারেন অনেকে। তাই ধূমপানের অভ্যাস ত্যাগ করাই ভালো।

নির্দিষ্ট সময়ে ঘুম : প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করা উচিত। এতে করে ঘুমের সঙ্গে শরীরের একধরনের সামঞ্জস্য তৈরি হয়। ফলে অভ্যাসেরও পরিবর্তন হয়।

শরীরচর্চা : শরীরচর্চা করলে পেশি, রক্তের চলাচল ও হূিপণ্ডের স্পন্দন বাড়ে। শরীরচর্চা করলে ঘুমও ভালো হয়। এ কারণে নাক ডাকা কমাতে হলে প্রতিদিন ৩০ মিনিট শরীরচর্চার অভ্যাস করা জরুরি।

তবে এসব উপায় অবলম্বন করার পরও যদি নাক ডাকা বন্ধ না হয়, তাহলে অবশ্যই একজন চিকিত্সকের শরণাপন্ন হওয়া উচিত। আরও বিস্তারিত জানতে চাইলে এটা ও পড়তে পারেন, Guidelines to Prevent Snore

টিউনটি যদি আপনার ভাল লাগে তাহলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।

তথ্যসুত্র ঃ infozone

ফেসবুকে আমি ঃ সুমন ভাইয়া

Level 2

আমি মুহাম্মাদ ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় ভাইয়ারা, আমি \\\"falshgames\\\"। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আপনারা সময় পেলে অবশ্যই আমার http://infozone24.com সাইটে একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks

Level 2

আপনাকে ও

ভাল জিনিশ জানলাম। যদি ও আমার এই অভ্যাস নাই তবে সেদিন এক আত্মীয় এর সাথে ঘুমাইছিলাম। আল্লাহ্‌ ভাল জানে নাক ডাক শুনতে শুনতে ঘুমাইছি।

Level 0

আসলে নাক ডাকতে পারাটা কেউ ইচ্ছা করলেও পারবে না। তবে হ্যাঁ, নাক ডাকার শব্দটি হয়তো কারো কারো কাছে শব্দ দৃষণের মতো মনে হতে পারে। কিন্তু নাক ডাকার বিষয়টি একদিকে মানসিক ও শারীরিক সুস্থতার লক্ষণ।
আপনারা জেনে খুশি হবেন যে, নাক ডাকাটা হচ্ছে পবিত্র সুন্নত উনার অন্তর্ভুক্ত। আমাদের নূরনবীজী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঘুমের মধ্যে নাক ডাকার বিষয় পবিত্র হাদীছ শরীফে পাওয়া যায়। কাজেই এ বিষয়টিকে অপ্রিয় বলে উড়িয়ে দেবার কিছু নেই।
আমাদের দেশের কিছু ডাক্তাররা যারা এর প্রোপ্রাগান্ডায় জড়িত তারা যদি বিষয়টি নিয়ে গবেষণা করে তবে এর পজেটিভ বিষয়টিই পাবেন এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।

    Level 2

    @hariskhan: ধন্যবাদ, আল্লাহই জানেন এর মধ্যে কি খায়ের আছে । যেহেতু আল্লাহর রাসুলের ছিল সেহেতু এটা ভাল ও হতে পারে আবার আল্লাহ পাকের অন্য কোন রহস্য ও থাকতে পারে যা আমরা জানি না । একটা কথা মনে রাখতে হবে যে, আল্লাহর রাসুল ও মানুষ ছিলেন, তার ও রোগ বালাই হত । রোগ বালাই আল্লাহর পক্ষ থেকে এক প্রকার পরীক্ষা । সুতরাং এটা ভাবার অবকাশ নেই যে আল্লাহর রাসুল কখনো ঘুমে নাক ডেকেছেন তাতে শুধু মঙ্গলই নিহিত, বরং তা তাঁর কোন একটা রোগের কারনেও কখনও কখনও হতে পারে। আশা করি বুঝাতে পেরেছি ।

amr bea korar por je ki hobe ke jane ….. gf janena ekhono. majhe moddhe hashi thatta kore bolle dekhi shaper moton fosh mere uthe bole amk mejhete ghumote dibe tahle…. god save me 🙁

    Level 0

    @SHAHREAR RAHMAN: 😆 আপনার খবর আছে 😆