যারা ইমেজ নিয়ে মজা করতে চান তাদের জন্য একটি প্রয়জনীয় সফটোয়ার হল এই EximiousSoft GIF Creator।
এটির মধ্যে ৪০ টির ও বেশি ইফেক্ট রয়েছে যার মাধ্যমে আপনি ছবি দিয়ে এনিম্যেশন অথবা ব্যনার তৈরি করতে পারবেন। এর মধ্যে সকল পেইন্টিং টুলস ও পাবেন। পাবেন সুন্দর টেক্সট যোগ করার সুবিধা। সাইজ ও ছোট মাত্র ৩.২৫ মেগাবাইট। ছোট হলে কি হবে দাম কিন্তু কম না, 39.95 ডলার। কিন্তু এখনি সিরিয়াল সহ সহ 5.70 ফুল ভার্সন টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?gznx8emgnpnyb19
ডাউনলোড করে ইন্সটোল করে নিন। এবার Help মেনু থেকে Registration এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন ভিতরে দেওয়া সিরিয়াল দিয়ে। ধন্যবাদ সবাইকে। কোন সমস্যা হলে যানাবেন।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
হমমমমম !!!