চলমান ছবি তৈরী করুন EximiousSoft GIF Creator.v5.70 দিয়ে

যারা ইমেজ নিয়ে মজা করতে চান তাদের জন্য একটি প্রয়জনীয় সফটোয়ার হল এই EximiousSoft GIF Creator।

এটির মধ্যে ৪০ টির ও বেশি ইফেক্ট রয়েছে যার মাধ্যমে আপনি ছবি দিয়ে এনিম্যেশন অথবা ব্যনার তৈরি করতে পারবেন। এর মধ্যে সকল পেইন্টিং টুলস ও পাবেন। পাবেন সুন্দর টেক্সট যোগ করার সুবিধা। সাইজ ও ছোট মাত্র ৩.২৫  মেগাবাইট।  ছোট হলে কি হবে দাম কিন্তু কম না, 39.95 ডলার। কিন্তু এখনি সিরিয়াল সহ সহ 5.70  ফুল ভার্সন টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?gznx8emgnpnyb19

ডাউনলোড করে ইন্সটোল করে নিন। এবার Help মেনু থেকে Registration এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন ভিতরে দেওয়া সিরিয়াল দিয়ে। ধন্যবাদ সবাইকে। কোন সমস্যা হলে যানাবেন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হমমমমম !!!

ভালো তথ্য।

    Level 0

    নোরমাল

Level 3

জানতাম না। তথ্যটা জেনে ভাল লাগল।

ছোট বেলায় শুনে ছিলাম।

ভাল ভাল

তথ্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

vhaloi

অনেক ছোট বেলায় শিখেছিলাম।

হুম এটা কারেন্ট ওয়াল্ড এ পড়েছিলাম মনে হয় !! যাই হোক আপনার তর্থের জন্য ধন্যবাদ!!

Level 0

তথ্যটা জেনে ভাল লাগল।

ভালই!!!

Level 2

হুম জানি। ধন্যবাদ!!

হুম এই কারনেইতো সাউদীতে সবাই সাদা তোপ ব্যবহার করে 😀 😀

class nine এ পড়েছিলাম সিতের দিনে গরমের জন্য রঙিন কাপড় আর গরমের দিনে সাদা কাপড় কথা , ব্যাপারটা সেরকমই।

Level 0

nice…

আপনাদের সবাইকে ধন্যবাদ, কমেন্টস করার জন্য।

ভাই, হেলিকপ্টার এর রং তো সাদা না। তাহলে তাপের হাত হতে রেহাই পেতে তারা কি ব্যবহার করে জানাবেন কি?

    হেলিকপ্টার সাধারনত অল্প দূরত্বে যাওয়ার জন্য ব্যবহার করে। এর মধ্যে বায়ু চলাচলের জন্য পথ থাকে। তাই যতটুকু গরম হয় ততটুকু ঠান্ডা হয়ে যায়।

Level 0

সাদা রং এর ব্যাপারে জানা ছিলো, ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

Level 0

আসলে আমরা অনেকে অনেক কিছু জানি, কিন্তু কারো সাথে শেয়ার করতে চাই না। সবাই জানে তো বলে নি কেন আগে? কি নিয়ে টিউন করতে হবে ওইটা মাথায় আসাটাই ট্রিকস। এক কথায় , বুদ্ধি যার টিউন তার। ধন্যবাদ

    yes. তাই। আর কেউ টিউন করলে তার পর বলে “আগে জানা ছিল”

তবে বিমান কিন্তু সাদা ছাড়াও, কালো, রূপালী নীল সহ আরো অনেক রংয়ের হয়। এমন নয় যে সাদা না হলে খারাপ হয়ে যাবেই। রং অনেকগুলোর মাঝে একটা বিষয়। আসল হচ্ছে পরেরটা, তাপ নিষ্কাশন, মানে তাপকে বডি থেকে ভেতরে ঢুকতে না দেয়া। এই মেকানিজম যত ভাল হবে তত তাপ সহ্য করতে পারবে। তবে সুবিধার জন্য অধিকাংশ ক্ষেত্রে সাদা রং ব্যবহার করে কারন এটা সবচেয়ে সস্তা ও নির্ভরযোগ্য তাপ নিরোধক। ধন্যবাদ

ভালো টিউন।