Old is Gold; New is Diamond ( TT নিয়ে কিছু চাওয়া + একটি জিজ্ঞাসা) by LuckyFM

আসসালামুয়ালাইকুম,

এই টিউনটি শুধু মাত্র আমার কিছু কৌতুহলের জবাব দিবে হয়তবা, হয়তবা আপনারাও কিছু ব্যাপার জানতে পারবেন।

চলুন ৪ জন সিনিয়র বা টপ টিউনারের তথ্য দেখি যেটা আমি টেক্টিউন্স থেকে সংগ্রহ করেছি।

১. হাসিব

hasib
  • যোগাযোগঃ [email protected]
  • টিউনার আইডিঃ https://www.techtunes.io/tuner/lotus/
  • জন্ম তারিখঃ 15.06.1989
  • টিউন সংখ্যাঃ 197
  • কমেন্ট সংখ্যাঃ 1011
  • লাস্ট কমেন্টঃ 2010-05-01  10:19:02
  • লাস্ট টিউনঃ ২২ মার্চ, ২০১০
  • লাস্ট টিউন দেখা হয়েছেঃ 1,243 বার

"প্রতিটি মানুষেরই একটি নিজস্ব সপ্নের পৃথিবী থাকে , সেখানে প্রতিটি মুহুর্তেই থাকে তার বিচরন । তার পৃথিবীর অস্তিত্বই শুধুমাত্র তার সপ্নের জিনিষটির জন্য । প্র্রতিটি মানুষরেই উচিত তার পরিবারকে সন্মান এবং ভালবাসা ।কারন যেকোন বিপদে একমাত্র পরিবারই সামনে এগিয়ে আসে । যা কখনও বন্ধুবান্ধব দ্বারা আশা করা যায় না ।"

২. দুঃসাহসী টিনটিন

dussahosi tintin
  • [email protected]
  • http://technochamber.blogspot.com/
  • জন্ম-তারিখঃ ২৩/১০/১৯৮৭
  • টিউন সংখ্যাঃ  197 টিউন
  • কমেন্ট সংখ্যাঃ 1292
  • লাস্ট কমেন্টঃ 2010-06-15  00:11:46
  • লাস্ট টিউনঃ ১৯ মে, ২০১০
  • লাস্ট টিউন দেখা হয়েছেঃ 285

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার অনেক বড় বড় পাওয়া ও আছে ....টেকটিউনস ফ্যামিলির একজন হওয়া সেই বড় পাওয়ার একটি। স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন আবার সত্যি হলে হুশ জ্ঞান থাকেনা। যেমনটি হয়েছিল ছেলেবেলায় চিত্রাঙ্কন প্রোতিজোগীতায় জাতীয় পুরস্কার পাওয়ার পর। ভালো লাগে আড্ডা দিতে, হোক না সেটা অনলাইন অথবা রিয়েল লাইফ! সবসময় অপেক্ষায় থাকি সম্ভাবনাময় আগামীর [email protected]

৩. ক্যাপ্টেন হ্যাডিক

capten hadik
  • capten hadik
  • [email protected]
  • https://www.techtunes.io/tuner/moinulhaq/
  • জন্ম-তারখঃ ২১/৬/১৯ . .
  • টিউন সংখ্যাঃ ১৫৫
  • কমেন্ট সংখ্যাঃ ২৯৭
  • লাস্ট কমেন্টঃ 2010-03-29 01:05:26
  • লাস্ট টিউনঃ ৫ এপ্রিল, ২০১০
  • লাস্ট টিউন দেখা হয়েছেঃ 780 বার
  • সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........

৪. সাবটাইটেল মামুন

subtitle mamun

উপরে আমরা দেখলাম ৪ জন টপ টিউনারের পরিসংখ্যান।

আমার কিছু প্রশ্ন সবার কাছে বিশেষ করে তাদেরই কাছে

  • ১. আপনার টপ টিউনার হয়ে ও আপনাদের টিউন এখন আর কেন পাওয়া যায়না ???
  • ২. যদি ধরি সময় স্বল্পতা তাহলে কমেন্টে কেন আপনাদের পাওয়া যায় না ???

আশা করি উত্তর পাব

এবার আসি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে

তার আগে আমি একটু প্রাশঙ্গিক আলাপ করি। আমার এক পরিচিত টিউনার ছোট ভাই যার টিউনিং স্টাইল ছিল তার মত। শট খেলত নিজের স্টাইলে......হতাত করে ঝড় এল, কি হল? যেন সে হারিয়ে গেল, তারপরও ভিন্নভাবে ফেরার চেষ্টা করল।আপনার যারা রেগুলার তার নিশ্চই বুঝেছেন আমি আর কথা বলছি...

>যাক এবার নিজের চিত্রটি দেখুন

we want to know what happened???

সাবটাইটেল মামুন ভাইয়ের কাছে আমার প্রশ্ন

প্রশ্নঃ কি হয়েছিল যার কারনে আপনি এই স্ট্যাটাস দিয়চছিলেন (এটা শুধু এখানেই নয় কিছু টিউনারকে প্রভাবিত করেছিল) ??

আশা করি টিউন আকারে আমরা সবাই এর জবাব পাব

সেই পর্যন্ত

-আল্লাহ হাফেজ

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Amar 1st tunes ta galo koy?Ama tunes delete korar karon ami buzhte parsi….

    Level 0

    কি কারন ??????????

    Amar tunes ta ke kharap silo?

    Level 0

    দেখুন টেক্টুনসের নীতিমালার পরিপন্থি টিউন এডমিন কি করবে ডেলিট নাকি পেন্ডিং তা তারি ভালো জানেন
    তাই আপনি নতুন উদ্দমে শুরু করুন, আমরা ত আছিই।

কিছুদিন পর হারিয়ে যাচ্ছি নিজেও………..

    আলমাস ভাই মন ভাল নেই মনে হচ্ছে। আপনাকে সবসময় চাই। হাড়িয়ে গেলে খবর আছে মোবাইল নম্বর তো আছেই।

    মাইক্রোহ্যাকার_আলমাস …………………….তোমাকে হারাতে চাই না………………………আমার দৃষ্টিতে তুমিই টিউনারদের সেরা………………..

    Level 0

    আপনারা সবাই হারায় গেলে টেকটিউনসের কি হবে? এখনই তো দেখছি গালি গালাজ এর ছরা ছরি.

    Level 0

    আমি বুঝতে পারছিলাম something might b wrong, আর এখন মানে কাল টিউন করার আগে ক্লিয়ার হলাম
    আমি ফোন চালু করে পরবর্তিতে বিস্তারিত আলাপ হবে

    যেতে চাইলেই কি যাওয়া এত সোজা ????
    এসেছ নিজের ইচ্ছায় আর যেতে হবে …অউটা সমইয়ই বলে দেবে

টেকটিউনস এ মোস্তাফা জব্বরের ছবি হ্যাক করুন বিজয়ে এই রকম একটা টিউনসহ আরও কিছু হ্যাকিং বিষয়ক টিউন দেখে বিশিষ্ট জ্ঞানি এবং কাগুর আত্নীয় আবদুর নুর তুষার টেকটিউনসকে হ্যাকিং এর উৎসাহদাতা বলেছিলো একটা লেখায় তখন আমি এই স্টাটাস দিয়েছিলাম তবে এই ব্যাপারে একটা টিউন আজ বা কালকের মাঝেই পাবলিশ করবো আশা করি ।

Level 0

ভাই আপনারা সবাই যদি হারিয়ে যান , তাহলে আমরা………………….

luckyfm ভাইয়ের সাথে আমিও একমত।তবে টিউন ডিলিট করে দেয়া হয় জেনে ভয় পাচ্ছি।কারন আমি খুবই সাধারন মানের টিউন করি।তাই বলে আকস্মিক টিউন ডিলিট করে দিলে সেটা হবে খুবই কষ্টের ব্যাপার আমার জন্য।

    Level 0

    আমার মনে হয় টিউন ডিলিট খুব কম হয়
    আর বেশি হয় টিউন পেন্ডিং

Kon admin a amar tunes delete korese.Or ****** lohar gorom shik ***** ****** dibo…**** those admin who delete my tunes.

this Coment is Edited by ADMIN/ Tuner

    এই ধরনের কমেন্টের পর LuckyFM ভাইয়েরও উচিৎ ছিল কমেন্টা ডিলেট করে দেয়া।
    আর Zamil Hossain Sezan ভাই আপনার এখন উচিৎ হবে প্রযুক্তি বিষয়ক ভাল টিউন করে এডমিনদের সঠিক জবাব দেয়া এই রকম বাজে কমেন্ট করে কোন ফল পাবেন্না।

    Level 0

    আমার মনে হয় এটা রেখেছিলাম যেন উনি উনার কর্মটা সংশোধন করেন এই জন্য, কারন আমি ডিলিট করলে উনি আবার লিখতে
    পারত তবে অউটা এডিট করে ****** আমিই দিয়েছি

ভয় পাচ্ছি মাত্র ১ টা টিউন করলাম আর করবো কিনা?????????????????????????/

    আপত্তিকর টিউন ডিলেট করা ভাল তাই নয় কি?
    আমি যতদুর জানি ভাল টিউন ডিলেট করা হয় না কখনই।

    Level 0

    ভয় পাওয়ার কিছু নাই
    লাইনে চললে কোন সমস্যা নাই

ভয় পাচ্ছি মাত্র ১ টা টিউন করলাম আর করবো কিনা?????????????????????????

    Level 0

    অবশ্যই করবেন
    আসলে কাটা ভয়ে যদি সবাই ফুল থেকে দূরে থাকত তাহলে কি ফুলের শুভ্রতা উপভোগ করার সুযোগ থাকত??

যথা সময়ে আপনার টিউনটি পেলাম সত্যি উনাদের টিউন খুব মিস করছি,আজ কাল অনেক নতুন টিউনার টেকটিউন্সে এসেছে এর মধ্যে বেশীর ভাগ টিউনই মনে হয় ভাল মান সম্মত নয়,ওয়েব সাইট,বিশ্বকাপ ফুটবল আর যেই টিউন আগে কমপক্ষে আরো নয়/দশ বার হয়েছে তারই পুনরায় পরিবেশনা হচ্ছে বেশীর ভাগ সময়।এর মাঝেও অনেকে অনেক ভাল ভাল টিউন করছে তবে সংখ্যায় কম।আশা করছি নতুন টিউনার উনাদের মতন ভাল ও উন্নত মানের টিউন করে টেকটিউন্সকে আরো সমৃদ্ধ করবেন।আমার কমেনটে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি।
টিউনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    Level 0

    আতাউর ভাই আমি মনে সব কিছু সমর্থন করলেও “আমার কমেনটে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি আন্তরিক ভাবে ক্ষমা চাচ্ছি” এটা কেমন যেন লাগে। কারন কেউ ভুল করলে তাকে তা ধরিয়ে দেওয়াটা দ্বায়িত্ব। তো যেটা সত্য সেটা বলতে আমার অন্তত দ্বিধা নাই।
    আর হা উনাদের মত সিনিয়র টিউনারদের খুব মিস করছি বলেই টিউনটি করা

আমার কিছু প্রশ্ন সবার কাছে বিশেষ করে তাদেরই কাছে

* ১. আপনার টপ টিউনার হয়ে ও আপনাদের টিউন এখন আর কেন পাওয়া যায়না ???
* ২. যদি ধরি সময় স্বল্পতা তাহলে কমেন্টে কেন আপনাদের পাওয়া যায় না ???

    Level 0

    আমার জানামতে উল্লেখ্য টিউনারদের বাইরে কয়েক জন টিউনার গাডাকা দিয়েছে জব্বরদের (বিজয় কিবোডের জব্বরের মত) উৎপাতে।

    Level 0

    তাই নাকি নুরজাহান আপু ????
    তাহলেত ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে, তো আপনি যতদুর জানেন আমাদের সাথে তা শেয়ার করুন

Vabsilam 1 tunes dia tunes ar jatra start kobo ar na…

Sub Admin amar tt id ta delete kora hok..

Level 0

আমি টেকটিউনসে নতুন। মাত্র ২ মাস বোধহয় হল, ১৫-২০ দিন আগেও টেকটিউনসে মানসম্মত টিউন দেখেছি নিজেও করেছি। কিন্তু এখন কি যে হচ্ছে এই টেকটিউনসে?

    Level 0

    আপনি যদি কিছু উদ্দেশ্য করে বলেন তা খোলাসা করে বলবেন আশা করি
    কারন মন্তব্যটা এখানে করেছেন আপনি টিউন সম্পর্কিত কিছু বলতে চাইলে বলুন

Ataur vai akhane shakil arefin,apni,probasi vai,luckfm sara aktaw valo manus dakhte paina….Amar 1st tunes ta ke apni poresilen…Jodi porten tahole,apni ai galitake kisu mone korten na….Otiter kisu vhul buzhabozhir jonno..Ai kaj ta korese…Amar tunes ta ke silo luckyfm ke ask koren…Tahole ans paben…Valo thakben..

    Level 0

    যাক আপনি নতুন উদ্দমে শুরু করুন
    আরে মানুষ এর চেয়ে আরো বড় কিছু হারায় আর আপনি একটা টিউন
    ভুলে যান
    মনে করেন এটা আপনি করে ছিলেন কিন্তু পোষ্ট করার আগেই কারেন্ট চলে গেছে

    Sakil ar sathe akto jogajog korian…

টেকটিউনে শুধু ভাল টিউনই নয়, টিউনের সংখ্যাই কমেগেছে। কি যে হল !
যা মনে হচ্ছে বিজয় ট্রোজান হর্সের রূপে আক্রমন করছে………

    Level 0

    ঠিক আছে ট্রোজান কিলার নিয়ে আসছি , অপেক্ষায় থাকেন