আসসালামুয়ালাইকুম,
এই টিউনটি শুধু মাত্র আমার কিছু কৌতুহলের জবাব দিবে হয়তবা, হয়তবা আপনারাও কিছু ব্যাপার জানতে পারবেন।
চলুন ৪ জন সিনিয়র বা টপ টিউনারের তথ্য দেখি যেটা আমি টেক্টিউন্স থেকে সংগ্রহ করেছি।
"প্রতিটি মানুষেরই একটি নিজস্ব সপ্নের পৃথিবী থাকে , সেখানে প্রতিটি মুহুর্তেই থাকে তার বিচরন । তার পৃথিবীর অস্তিত্বই শুধুমাত্র তার সপ্নের জিনিষটির জন্য । প্র্রতিটি মানুষরেই উচিত তার পরিবারকে সন্মান এবং ভালবাসা ।কারন যেকোন বিপদে একমাত্র পরিবারই সামনে এগিয়ে আসে । যা কখনও বন্ধুবান্ধব দ্বারা আশা করা যায় না ।"
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার অনেক বড় বড় পাওয়া ও আছে ....টেকটিউনস ফ্যামিলির একজন হওয়া সেই বড় পাওয়ার একটি। স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন আবার সত্যি হলে হুশ জ্ঞান থাকেনা। যেমনটি হয়েছিল ছেলেবেলায় চিত্রাঙ্কন প্রোতিজোগীতায় জাতীয় পুরস্কার পাওয়ার পর। ভালো লাগে আড্ডা দিতে, হোক না সেটা অনলাইন অথবা রিয়েল লাইফ! সবসময় অপেক্ষায় থাকি সম্ভাবনাময় আগামীর [email protected]
উপরে আমরা দেখলাম ৪ জন টপ টিউনারের পরিসংখ্যান।
আশা করি উত্তর পাব
তার আগে আমি একটু প্রাশঙ্গিক আলাপ করি। আমার এক পরিচিত টিউনার ছোট ভাই যার টিউনিং স্টাইল ছিল তার মত। শট খেলত নিজের স্টাইলে......হতাত করে ঝড় এল, কি হল? যেন সে হারিয়ে গেল, তারপরও ভিন্নভাবে ফেরার চেষ্টা করল।আপনার যারা রেগুলার তার নিশ্চই বুঝেছেন আমি আর কথা বলছি...
>যাক এবার নিজের চিত্রটি দেখুন
সাবটাইটেল মামুন ভাইয়ের কাছে আমার প্রশ্ন
প্রশ্নঃ কি হয়েছিল যার কারনে আপনি এই স্ট্যাটাস দিয়চছিলেন (এটা শুধু এখানেই নয় কিছু টিউনারকে প্রভাবিত করেছিল) ??
আশা করি টিউন আকারে আমরা সবাই এর জবাব পাব
সেই পর্যন্ত
-আল্লাহ হাফেজ
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Amar 1st tunes ta galo koy?Ama tunes delete korar karon ami buzhte parsi….