এবার এর বিশ্বকাপ কে জিতবে?

এবার এর বিশ্বকাপ কে জিতবে ?এটা নিয়া বিতর্ক অনেকের । এখন ই শুরু হয়ে গেছে জলপনা কলপনা। কেউ বলছেন আর্জেটিনা আবার কেউ স্পেন, কেউ আবার জার্মানি। চলুন আমরা ও একটু শেয়ার করি কে এবার এর বিশ্বকাপ জিতবে?

যদি আমার কথা আসে তবে বলব আর্জেনটিনা জিতবে।

Level 0

আমি মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর একটা কথা কেউ যদি live football দেখতে চান তবে এই সাইট এ গিয়া Live খেলা দেখুন।
http://24livefootball.blogspot.com

italy-italy-italy-italyyyyyyyyyyyyyyyyyyyyyyy

আরে ভাই এটা একটা কথা হল সবাই জানে ব্রাজিল জিতবে। কিন্তু আপনি দলগুলোর মধ্যে ব্রাজিলের নাম উল্লেখ না করায় বুঝতে পারছি আপনি ব্রাজিলের অন্ধ বিরোধি(অন্ধ সমর্থকের বিপরীত)।

    ব্রাজিল কাল কি খেলল দেখছেন তো? তারপর এই কথা কেমনে বলেন?

    তবে আপনি যদি ব্রাজিল এর খেলা পছন্দ করেন তবে http://24livefootball.blogspot.com এ যান live খেলা দেখতে পারবেন।

    আমার কিন্তু মনে হয় তেমন খারাপ খেলা হয়নি কাল। অবশই কোরিয়া ভাল খেলেছে। এর মানে এই না যে ব্রাজিল খারাপ খেলেছে। গোল দুইটা দেখেছেন? আর এক ম্যাচ দিয়া কোন কিছু বিবেচনা করা ঠিক না। সব শেষে বলতে চাই আপনার অ্যাড একটু কমান। দিনে ৫০ বার দেখতে হয় (http://24livefootball.blogspot.com এ যান live খেলা দেখতে পারবেন।)। আরে এই ডায়লগ তো মুখস্ত হয়ে গেছে।

মামুন says:
এবার এর বিশ্বকাপ কে জিতবে ?এটা নিয়া বিতর্ক অনেকের । এখন ই শুরু হয়ে গেছে জলপনা কলপনা। কেউ বলছেন আর্জেটিনা আবার কেউ স্পেন, কেউ আবার জার্মানি। চলুন আমরা ও একটু শেয়ার করি কে এবার এর বিশ্বকাপ জিতবে?

ভাই আমি নোকেয়া মোবাইল পছন্দ করি না, কিন্তু মোবাইললের উদহরন দিলে যদি নোকেয়ার নাম বাদ দেই তাহলে মানুষ বুঝবে আমি মোবাইল সম্পর্কে কম জানি তাই না।
তাই মনে হচ্ছে ফুলবল সম্পর্কে আপানার…।
টিউনটিতে আপনাকে সচ্ছ রাখা উচিৎ ছিল, পরে কমেন্টে এসে আপনার মতামত প্রকাশ করলে ভাল হত।
তাই আসুন খেলে দেখি মাতামাতি না করি।

সরি ভাই ব্রাজিল এর কথা না লিখার জন্য । ওরা তো Australia ?

    ক্রিকেটের মত ফুটবলে কারো একচোটিয়া রাজত্ব চলে না। ফুটবলে…

টেকটিউনস এ ঢুকলাম……………………………..না ফুটবল খেলার মাঠে ঢুকলাম

    এধরনের টিউনস হতে দিতে থাকলে সত্যই ফুটবলের মাঠ হয়ে যাবে, সাথে তর্কেরও।

    হুম……..আপনি ঠিকই বলছেন

Level 0

brazil ar khelaii akta magic ase aai magic kaje laga te parlee kono team ee dam pabee na !!!! samba samba tackle….thnkz

Level 0

egulo ki suru korchen apnara??????

eta ki tune holo naki Tuner jat……
tiuner sonkha baracchen

mone rakhben dustu goyaler ceye Sunno goyal onek valo

    কামরুল says:
    ১৭ জুন, ২০১০ at 3:04 পুর্বাহ্ন
    টেকটিউনস এ ঢুকলাম……………………………..না ফুটবল খেলার মাঠে ঢুকলাম
    ভালই বলেছেন,আসলেই আজ কাল এই বিষয়ে একটু বেশী টিউন হয়ে যাচ্ছে।

Level New

ভাই অামার মনে হয় ব্রািজল িজতবে।

কেন আর্জটিনা কি খারাপ খেলতেছে ?