এবার এর বিশ্বকাপ কে জিতবে ?এটা নিয়া বিতর্ক অনেকের । এখন ই শুরু হয়ে গেছে জলপনা কলপনা। কেউ বলছেন আর্জেটিনা আবার কেউ স্পেন, কেউ আবার জার্মানি। চলুন আমরা ও একটু শেয়ার করি কে এবার এর বিশ্বকাপ জিতবে?
আমি মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরে ভাই এটা একটা কথা হল সবাই জানে ব্রাজিল জিতবে। কিন্তু আপনি দলগুলোর মধ্যে ব্রাজিলের নাম উল্লেখ না করায় বুঝতে পারছি আপনি ব্রাজিলের অন্ধ বিরোধি(অন্ধ সমর্থকের বিপরীত)।
আমার কিন্তু মনে হয় তেমন খারাপ খেলা হয়নি কাল। অবশই কোরিয়া ভাল খেলেছে। এর মানে এই না যে ব্রাজিল খারাপ খেলেছে। গোল দুইটা দেখেছেন? আর এক ম্যাচ দিয়া কোন কিছু বিবেচনা করা ঠিক না। সব শেষে বলতে চাই আপনার অ্যাড একটু কমান। দিনে ৫০ বার দেখতে হয় (http://24livefootball.blogspot.com এ যান live খেলা দেখতে পারবেন।)। আরে এই ডায়লগ তো মুখস্ত হয়ে গেছে।
মামুন says: এবার এর বিশ্বকাপ কে জিতবে ?এটা নিয়া বিতর্ক অনেকের । এখন ই শুরু হয়ে গেছে জলপনা কলপনা। কেউ বলছেন আর্জেটিনা আবার কেউ স্পেন, কেউ আবার জার্মানি। চলুন আমরা ও একটু শেয়ার করি কে এবার এর বিশ্বকাপ জিতবে? – ভাই আমি নোকেয়া মোবাইল পছন্দ করি না, কিন্তু মোবাইললের উদহরন দিলে যদি নোকেয়ার নাম বাদ দেই তাহলে মানুষ বুঝবে আমি মোবাইল সম্পর্কে কম জানি তাই না। তাই মনে হচ্ছে ফুলবল সম্পর্কে আপানার…। টিউনটিতে আপনাকে সচ্ছ রাখা উচিৎ ছিল, পরে কমেন্টে এসে আপনার মতামত প্রকাশ করলে ভাল হত। তাই আসুন খেলে দেখি মাতামাতি না করি।
কামরুল says: ১৭ জুন, ২০১০ at 3:04 পুর্বাহ্ন টেকটিউনস এ ঢুকলাম……………………………..না ফুটবল খেলার মাঠে ঢুকলাম ভালই বলেছেন,আসলেই আজ কাল এই বিষয়ে একটু বেশী টিউন হয়ে যাচ্ছে।
আর একটা কথা কেউ যদি live football দেখতে চান তবে এই সাইট এ গিয়া Live খেলা দেখুন।
http://24livefootball.blogspot.com