রবির ফ্রি নেট বন্ধ!!! সার্ভারে কাজ চলছে।
রবির ফ্রি নেট বন্ধ!!! সার্ভারে কাজ চলছে। গত ০৪/১১/১৩ইং রাত ১১ টার দিক থেকে রবির ফ্রি নেট কানেক্ট হচ্ছেনা। আমিও একজন ফ্রি নেট ব্যাবহার কারি। কিন্তু বর্তমানে নিরুপাই হয়ে কিনে use করতেছি। আজ সকালে হেল্প লাইনে ফোন করেছিলাম, তারা বলল যে, তাদের সার্ভারে কাজ চলছে, এ কারনে রবির নেট সার্ভিস পুরাই অফ ছিল। আর তাতেই ফ্রি এবং অন্ন সব উপায়ের রবির নেট সার্ভিস বন্ধ রয়েছে,তবে কিছু এলাকাই চলছে। তারা বলল যে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এ সমস্যা ঠিক হয়ে যাবে। সুতরাং.......সবাইকে কিছু সমই অপেক্ষা করতেই হবে।
আমি 2012kafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 158 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কি কন???? হেল্প লাইনে ফোন দিছিলেন মানে!!!! আর কি কইলেন”যে আমাগো ফ্রী নেট বন্ধ হইলো ক্যান”?? যাই হোক কিন্তু কাহিনী হইলো যে ২৪-৪৮ ঘণ্টা লাগবো এই ইনফর্মেশন কি ঠিক মানে তারপর আবার আমরা গরিবরা ফ্রী নেট চালামু