বলদ মার্কা টিউনস হট বিভাগে আর শিক্ষামূলক টিউন অতল সাগরে ব্যপারটা কি?

আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা ভালো থাকেন এটাই কাম্য। আজকে আপনাদের মাঝে আমার দুঃখের কিছু কথা বলব, আশা করি পাশে থাকবেন এবং কিছু যুক্তিপূর্ন কথা বলব তা খেয়াল করুন। আমরা সবাই টেকটিউনস পরিবারের সদস্য। সদস্য হিসেবে কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5-6 মাস ইত্যাদী সময়ে যুক্ত আছি। এখানে আমরা যারা সদস্য তাদের প্রত্যেকেরই কোননা কোন টেকনিক্যাল কাজে জ্ঞান আছে স্বাবাবিক, কিন্তু জ্ঞান নেই এরকম সদস্য আছে কি? যদি ও থেকে থাকে তাদের মধ্যে বেশিরভা্গই টিউন করেনা, তারা শুধু দেখে যায় এবং শিক্ষাগ্রহন করে, অনেক ভালো কথা। যিনি অভিজ্ঞলোক তারও শিক্ষার শেষ নেই তিনিও প্রতিদিন নতুন নতুন কিছু টিপস এই টেকটিউনস থেকে শিখতে পারছেন।

আমি বলতে চাই যাদের কাজের অভিজ্ঞতা আছে আপনারা মান সম্মত টিউন করুন যাতে আমরা আপনাদের অভিজ্ঞতার আলোকে আলোকিত হতে পারি। টাকা পয়সা দিয়েত আর সবাইকে ধনী বানানো সম্ভব না কিন্তু আপনার দক্ষতা যদি আমাদের মত অদক্ষ লোকদের মাঝে শেয়ার করেন তাহলে হয়তো তার উপর ভর করে নিজেকে স্বচ্ছল করে তোলা যাবে।

টিউনস করার অভিজ্ঞতা নাই তবুও নিজেকে পন্ডিত ভেবে টিউন করে ফেলি তাও আবার পত্রিকার কোন একটি প্রযুক্তি বিষয়ক লেখা দেখে। পরবর্তীতে দেখা যায় যে যারা কমেন্টস করেন তারা হয়তো যানতে চান ভাই এই কাজটি কেমন করে হলো,েআমি এই উপকরনটি পাবো কোথা থেকে? কিন্তু আফসোস টিউনার সাহেব আর কমেন্টস এর উত্তর দেন না, দিবেন কিভাবে সে নিজেও যানেনা এটা কেমন করে হলো।

এবার একটু লক্ষ করুন কিছু দিন আগে টেকটিউনসে প্রবেশ করে দেখি একজন টিউনার টিউন করছেন শিরনাম নিম্নরূপ:

এবার ফ্রি ইন্টারনেট চালাইয়া ধাচাইয়া ফালামু পারলে ঠেকা, ডাউনলোড স্পীড 11 এমবি।

তার শিরোনাম দেখে একটু আশ্বস্ত হলাম যে কচ্ছপ মার্কা ইন্টারনেটের জন্য এবার মনে হয় কিছু আবিষ্কৃত হইছে। ব্যস ঢুকলাম তার টিউনটি দেখার জন্য কিন্তু সবাই না বুঝলেও অভিজ্ঞ জনেরা আবিষ্কৃত মেশিনটির কাহিনী বুঝতে পেরেছেন অর্থ্যাৎ রাউটারের স্পীড 11 এমবি ইন্টা: ডাউনলোডের নয় অনেকে কমেন্টস করেছেন আমারটা 100 এমবি পায়। তিনি ভাঙ্গা একটি জালি ফ্যানের মাঝখানে ওনার রাউটারটি স্থাপন করে তার উপর একটি ছোট্ট কুলিং ফ্যান যুক্ত করে এই মেশিনটি আবিষ্কার করেছেন এখন বুঝেন ওনি কত অভিজ্ঞ, আপলোড আর ডাউনলোড স্পীড কি রাউটার নিয়ন্ত্রন করে নাকি আই এস পি ? আমরাত ভালো বাবে 1 এমবিও পাইনা পাবো কিভাবে তারা  দেয়নি।

আরেকজন টিউন করছেন তার শিরোনামটি নিম্নরূপ:

মাত্র ২৬ টাকায় নিয়ে নিন ৭২মি:, ৭২ এমবি, ৭২ এমএমএস, ৭২এসএমএস একদম ফ্রি দেরি করলে মিস।

আমরাও বাঙালী সুযোগের অপেক্ষায় থাকি কখন কে ফ্রি দেয়। ওনার টিউনটি দেখে ঢুকে পরলাম, তার মধ্যে আমিও মদন হয়ে গেলাম মানে বিশ্বাস হলো তার পর যাচায়ের জন্য কমেন্টসগুলি লক্ষ করলাম দেখি ওনি এর আগেও কয়েকবার একই টিউন করেছেন, তারপর শুরু হলো গালাগালি। আমার বদল চোখ খানটাও খুলে গেল। ওনার টিউনে বলছেন এই অফারটি পেতে মেসেজ অপশনে গিয়ে 1212 লিখে আবার 12120182 মানে ওনার নাম্বারটা দিয়ে দিলেন সেন্ড করার জন্য কাম শেষ আপনি একটি ম্যাসেজ পাবেন সেখানে এই অফার যোগ হবে। বিঃদ্রঃ এই কাজটি করার আগে 50 টাকা ব্যালেন্স রাখবেন। বুঝলেন কিছু? আরে মিয়া কি যোগ হবে বরং আপনার একাউন্ট থেকে 50 টাকা গচ্ছা। ওনার  প্রযুক্তিতে এত মেধা কিন্তু সেই মেধা ভালো কাজে না খাটিয়ে চুরির ব্যবসায় নামছেন তাও আমাদের মত টিউনারদের কাছ থেকে, আমরা এমনিতে বাপের টাকা খরচ করে মাগনা টিউন করি যাতে অপর জন শিখতে পারে আর ওনি আসছেন দুই একটা কথা লিখে তার প্রতিদান নিতে।

আরেকজনের টিউন দেখতাম নিয়মিত হয় শিরোনামটি আনুমানিক এরকম কাছাকাছি :

মোবাইলে আর টাকা রিচার্জ করতে হবে না এবার কথা বলুন বছরের পর বছর বিনা খরচে, আর মাত্র ৩ দিন।

যদি আপনি এরকম কিছু শিরোনাম দেখেন তবেকি আপনার মনে চাইবেনা টিউনটি পড়ার জন্য? অবশ্যই চাইবে। দেখলাম ওনি একটা সাইট দিলেন সেখান থেকে রেজিষ্ট্রেশনেএর কাজ শেষে  আমাকে একটা ভাইরাস নামে ফাইল দিবে সেটা আমি ডাউনলোড করে ইন্সটল করব এবং সমসময় চালু রাখব আর আমি যতক্ষন চালু রাখব ততক্ষন নাকি আমার মোবাইল ব্যালেস্নে টাকা যোগ হবে। কি বাটপার লোক ভাইরাসটি আমার দ্বারা ইন্সটল করিয়ে কাজ হাসিল করতে চায়। তখন মনে পরল আমরা ছাত্র আমরা দল আমরা বোধাইর দল তিনি আমাদের বোধাই বানাতে চেয়েছিলেন তবে তার কার্য সিদ্ধি না হলেও মায়রে বোনেরে বকা খা্ওইছেন এটাই তার লাভ হইছে।

এবারা দেখেন আমরা কত বোকা তাদের এই টিউনগুলি দেখে বুঝার পর কমেন্টস করতে শুরু করলাম একেক জনে এমন ভাবে কমেন্টস করতে শুরু করছে যে যেমন মনে হচ্ছে তারা চ্যাটিং করছে এই কমেন্টস করতে করতে প্রায় 50-60 টা কমেন্ট এই টিউনসগুলির উপর জমা পরেছে শেষ মেশ কি হলো তাদের টিউনগুলি হট টিউনসে যুক্ত হলো। আপনি এত বছর ধরে মান সম্মত টিউনস করছেন অথচ একটি টিউনও আপনার হট বিভাগে উঠে নাই, আর গাধা মার্কা টিউনসগুলি হট টিউনসে চলে আসলো। কেন আসলো যানেন? আপনার কমেন্টস এর কারনে কমেন্টস বেশি হলে টিউনস টি অটোমেটিক ভাবে হট বিভাগে চলে যায়। একটু ভাবেনতো আপনার টিউনসটি হট বিভাগে চলে গেলে আপনার মনটা কেমন লাগবে? অনেক অনেক ভালো লাগবে কারন এই টিউনসগুলি নিবার্চিত টিউনসের পরেই থাকে এবং সবার দৃষ্টিও এর মাধ্যে থাকে।

আর যারা ভালো ভালো শিক্ষা মূলক টিউন করছে যা থেকে আমরা শিখছি এবং উপকৃত  হচ্ছি। কিন্তু দুঃখের বিষয় তাদের টিউনগুলি পড়ে আমরা লগ-ইন এর আলসামিতে একটি কমেন্টসও করিনা এই কমেন্ট না করার কারনে তার  এই শিক্ষামূলক টিউনসটি দিনের মধ্যেই হারিয়ে যায় তা দেখার জন্য 2-3 পেজে গিয়ে দেখতে হয়। অথচ তার টিউনসটি আমরা কিছু দিনের জন্য হট বিভাগে রাখতে পারি।

তাই আমার একটি আবদার সবাই মান সম্মত টিউনগুলি দেখবেন বিচার করবেন কি পেলেন কি শিখলেন যদি পেয়ে থাকেন তাহলে তাকে একটা কমেন্টস এর মাধ্যমে ধন্যবাদ জানান, এভাবে কমেন্টস করতে করতে তার টিউনসটি হট বিভাগে চলে আসবে। আর যদি আপনার কাছে অনেক ভালো লাগে তাহলে তাকে নির্বাচিত মনোয়ন দিন। এতে করে অভিজ্ঞ টিউনার ভাইয়েরা বেশি বেশি মান সম্মত টিউন করবে, আমরাও তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।

সব শেষে আবারও বলতে চাই কোন টিউনার যদি খারাপ টিউন করে তাতে কমেন্টস করা থেকে বিরত থাকুন কারন আপনার একটি কমেন্ট একটি ভোটের মতো। যদি দেখেন কেউ খারাপ মন্তব্য করেছে তবে আপনিও মনে মনে ভাববেন হ্যা টিউনটি মান সম্মত না তাই এইটুকু ভাব লিখে প্রকাশ না করাই ভালো 2-6 জনের কমেন্টসই যতেষ্ঠ।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদি লাইক/দিসলাইক বাটন থাকলে ভাল হত তাতে
যেই টিউন এ বেশি লাইক পরবে সেটা ‘ হট ‘ টিউন হবে।
অ্যান্ড
যেটাই লাইক এর তুলনায় দিসলাইক বেশি পরবে সেটা হবে ‘ জট ‘ টিউন।।

    Level 0

    @অ্যান্ড্রয়েড গেমওয়ালা: না , যেটায় ডিজলাইক বেশি হবে সেটা ডিলেট করে দেয়া হবে। এরকম হলে ভালো হয়

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মনের কথাটি বলার জন্য ।
আর ভাই আপনার ধারনার মধ্যে সামান্য ভুল আছে কারন কমেন্টস এর মাধ্যমে নয় মোট ভিউ এর মাধ্যমে হট টিউন নির্বাচিত হয় । এই টিউন্টি দেখুন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/238053 এখানে মাত্র ৮ টি কমেন্টস পরছে।
এই টা দেখুন https://www.techtunes.io/download/tune-id/238493
এখানে মাত্র ৩ টি কমেন্টস পরছে ।
এরকম আরো অনেক টিউন দেখানো যাবে যেগুলো হট টিউন হয়েছে কিন্তু মানুষ খুব সামান্য কমেন্টস করেছে……

    Level 0

    @faruq100: আপনাকে অসংখ্যা ধন্যবাদ জানার মধ্যে ভুল থাকে আর টেকটিউনস আছে বলে সেই ভুল সুধরানো যায় আপনার কাছ থেকে শিখলাম। এটাই শিক্ষা দেয়া এটাই শিক্ষা নেয়া। আবারও ধন্যবাদ।

    Level 2

    @Soltumia: সহমত@faruq100: নতুন একটা বিষয় জানলাম।

এই প্রশ্ন আমার ও
“বলদ মার্কা টিউনস হট বিভাগে আর শিক্ষামূলক টিউন অতল সাগরে ব্যপারটা কি?”

Level 0

আর আমার মনে হয়না হট টিউনের নির্বাচনের উপর টিটির এডমিনদের কোন হাত আছে । তারা এমনভাবে algorithm সেট করেছে যে, যে টিউনটি বেশি দেখা হবে সেটিই হট টিউন হয়ে যাবে।
আমার মতে হট টিউন নির্বাচন ম্যানুয়ালি করা উচিৎ আর যদি স্ক্রীপ্ট এর মাধ্যমেই করা লাগে সে ক্ষেত্রে যে টিউনটি বেশি favorite হয়েছে সেটিই নির্বাচন হবে ।

Level 0

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মনের কথাটি বলার জন্য ।
আর ভাই আপনার ধারনার মধ্যে সামান্য ভুল আছে কারন কমেন্টস এর মাধ্যমে নয় মোট ভিউ এর মাধ্যমে হট টিউন নির্বাচিত হয় । আপনি কয়েকটি হট টিউন ঘুরে দেখুন দেখবেন কমেন্টস এর সংখ্যা খুবুই নগণ্য ।
আমি example দিয়ে দেখিয়ে দিতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আমার প্রথম কমেন্টস এর মত এই কমেন্টসটিও হাওয়া হয়ে যাবে

দারুন লিখেছেন @ সবার বিবেচনা করা উচিত

@faruq100 আপনার সাথে আমি একমত। কিন্তু ওই সমস্ত বলদ মার্কা টিউন এর শিরোনাম এমন থাকে যে পাবলিক না ঢুকে পারে না। 😀 আর ঢুকলে তো ভিউ বাড়বেই। তবে ঢোকার পর ভিজিটর তো পুরাই বলদ বনে জায়। 😛

Level 0

সবাইকে অসংখ্যা ধন্যবাদ আমার টিউনটি পড়ার জন্য তবে ফারুক 100 ভাইয়ের কথাটা শুনে আরো বিপদে পরলাম কারন শিরোনাম দেখে টিউন যাচাই করা যায় না কাজেই দেখার জন্য ঢুকতে হয়, আর মোট ভিউ বারতে থাকে। এক্ষেত্রে আমিও মনে করি হট টিউনস ম্যানুয়েলী নির্বাচিত হোক।

Level 2

জামান ভাই আপনাকে ধন্যবাদ। আপনার পোষ্টটি অসংখ্য হৃদয় নাড়া দিবে। কারণ এটা চরম সত্য কথা অনেক টিউনার টিউন করেন আবার কোন কোন টিউনার লিংকদেন কিন্তু তারা নিজেরাই ডাউনলোড করতে পারেন না। আর একটা বিষয় হলো টেকটিউনসে বিজ্ঞাপন এখন বেশি পরিমানে পাওয়া যায়। আমি টেকটিউনসে বেশী দিন না। তবে শিক্ষা মুলক টিউন করার মতো আমি যাদেরকে টেকটিউনসে বেশী দেখি তাদের মধ্যে হোছাইন আহমেদ, প্রবাসী, জামান, সেন্টু ভাই, কম্পিউটার লাভার আর কয়েকজন আছেন যাদের নাম এই মূহুর্তে আমার মনে পড়ছে না। আর বেশী কমেন্ট করেন যিনি তিনি হলেন খালেদ হোছাইন। আমারও কমেন্ট করার অভ্যাস আছে । আমি মনে করি একটি কমেন্ট একজন টিউনারকে টিউন করতে উৎসাহ দেয়। আমার লেখায় ভূল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ টেকটিউনসকে।

Level 2

আমি মনে করি ভিজিটর কিংবা কমেন্ট এর উপর নির্ভর না করে বরং ভোটদেয়ার সিষ্টেম করা হোক। টিউন পড়ে যদি ভাল লাগে তবে টিউনারকে ভোট দিবে।আর এই ভোটের মাধ্যমেই হট টিউনস নির্বাচিত হবে।

একটি মান সম্মত টিউন করার জন্য একজন টিউনার অনেক কষ্ট করে থাকেন। কিন্তু তুলনা মূলকভাবে কম গুরুত্বপূর্ণ টিউনগুলোর জোয়ারে মান সম্মত টিউনটি দ্রুতই চলে যায় পরের পেজে। এটা সত্যিই দুঃখজনক।

Level 0

মানুষ সার্থপর এ আর নতুন কি ???

ভাল লিখেছেন, লাইক এবং ডিসলাইক অপশন থাকলে আসলেই ভাল হয়

খুব সুন্দর লিখেছেন এবং সবগুলোই আমার মনের কথা।

ভাই. আপনি অনেক সুন্দর বিষয়ের উপর লিখেছেন । আমি প্রোগ্রামিং নিয়ে একটা চেইন টিউন করছিলাম । আরে ভাই দুখখের কথা , তাতে হট ফট তো দূরে থাক ভিজিটরই আসে না । আসলে আমাদের মানসিকতাই দিন দিন খারাপ হয়ে যাচ্ছে । আমরা সস্তা জিনিসের প্রতি একটু বেশী আসক্ত । ভাল জিনিস দেখেও দেখি না । আর সস্তা জিনিস এর কদর করি বেশী । জনগন যেটার কদর করে সেটা তো বাজারে হট হবেই । এতে আর অবাক হওয়ার কী আছে ? আগে মানসিকতার পরিবর্তন দরকার ।

আমরা যারা চাই দেশের মানুষ প্রযুক্তিকে গ্রহণ করুক, প্রযুক্তি সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করুক , প্রযুক্তি ব্যবহার করতে শিখুক সেই আমাদেরই মানুষ গ্রহণ করতে চায় না । তাহলে এত কথা বলে কী হবে বলেন ।

Level 2

লাইক এবং ডিসলাইক অপশন থাকলে আসলেই ভাল হয়

Level 0

যথারীতি এই টিউনটিও অতল সাগরে হারিয়ে গেলো………………………

এবার ফ্রি ইন্টারনেট চালাইয়া ধাচাইয়া ফালামু পারলে ঠেকা, ডাউনলোড স্পীড 11 এমবি।MB

আমি এইটা দেখে তারাতারি হট টিউনে গেলাম আর পড়ার পর মন খারাপ হয়ে গেল দেখে যে আমার ওয়াই ফাই নেই তাই আমি ও ফ্যান দিয়ে স্পীড বাড়াতে পারবো না ।

কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তির মন্তব্য পড়ে ভুল শোধরালাম ।

আমার মতো কে কে বোকা হয়েছেন ?

আমাদের উচিত কি জানেন? এসব টিউনে কমেন্ট না করা। তাহলে তো আর নির্বাচিত হতে পারবেনা।

আমরা এরকম টিউনগুলো ignore করলে এর সমাধান মিলবে।

সত্যিই অসাধারণ টিউন করেছেন ভাই। চোখের সামনে দেখছি টেকটিউনস এর মান দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সময় উপযোগী টিউনের জন্য ধন্যবাদ দেবোনা এতটা কৃপণ আমরা নই। টেকটিউনস থেকে প্রতিদিন শিখছি নতুন কিছু। প্রিয় ব্যাক্তি বা বস্তুর অধঃপতন দেখলে অত্যন্ত কষ্ট পায় এটাই স্বাভাবিক। আমাদের প্রিয় টেকটিউনস স্বমহিমায় উদ্ভাসিত হোক পুনরায়। মানসম্মত টিউন কে হট টিউন করে আজেবাজে টিউন মুছে ফেলে টিউনার কে ২ বার সতর্কতামুলক ম্যাসেজ দিয়ে ৩য় বার টিউনারশিপ বাতিল করার অনুরোধ করছি টিটি কর্তৃপক্ষের কাছে।