আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা ভালো থাকেন এটাই কাম্য। আজকে আপনাদের মাঝে আমার দুঃখের কিছু কথা বলব, আশা করি পাশে থাকবেন এবং কিছু যুক্তিপূর্ন কথা বলব তা খেয়াল করুন। আমরা সবাই টেকটিউনস পরিবারের সদস্য। সদস্য হিসেবে কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5-6 মাস ইত্যাদী সময়ে যুক্ত আছি। এখানে আমরা যারা সদস্য তাদের প্রত্যেকেরই কোননা কোন টেকনিক্যাল কাজে জ্ঞান আছে স্বাবাবিক, কিন্তু জ্ঞান নেই এরকম সদস্য আছে কি? যদি ও থেকে থাকে তাদের মধ্যে বেশিরভা্গই টিউন করেনা, তারা শুধু দেখে যায় এবং শিক্ষাগ্রহন করে, অনেক ভালো কথা। যিনি অভিজ্ঞলোক তারও শিক্ষার শেষ নেই তিনিও প্রতিদিন নতুন নতুন কিছু টিপস এই টেকটিউনস থেকে শিখতে পারছেন।
আমি বলতে চাই যাদের কাজের অভিজ্ঞতা আছে আপনারা মান সম্মত টিউন করুন যাতে আমরা আপনাদের অভিজ্ঞতার আলোকে আলোকিত হতে পারি। টাকা পয়সা দিয়েত আর সবাইকে ধনী বানানো সম্ভব না কিন্তু আপনার দক্ষতা যদি আমাদের মত অদক্ষ লোকদের মাঝে শেয়ার করেন তাহলে হয়তো তার উপর ভর করে নিজেকে স্বচ্ছল করে তোলা যাবে।
টিউনস করার অভিজ্ঞতা নাই তবুও নিজেকে পন্ডিত ভেবে টিউন করে ফেলি তাও আবার পত্রিকার কোন একটি প্রযুক্তি বিষয়ক লেখা দেখে। পরবর্তীতে দেখা যায় যে যারা কমেন্টস করেন তারা হয়তো যানতে চান ভাই এই কাজটি কেমন করে হলো,েআমি এই উপকরনটি পাবো কোথা থেকে? কিন্তু আফসোস টিউনার সাহেব আর কমেন্টস এর উত্তর দেন না, দিবেন কিভাবে সে নিজেও যানেনা এটা কেমন করে হলো।
এবার একটু লক্ষ করুন কিছু দিন আগে টেকটিউনসে প্রবেশ করে দেখি একজন টিউনার টিউন করছেন শিরনাম নিম্নরূপ:
তার শিরোনাম দেখে একটু আশ্বস্ত হলাম যে কচ্ছপ মার্কা ইন্টারনেটের জন্য এবার মনে হয় কিছু আবিষ্কৃত হইছে। ব্যস ঢুকলাম তার টিউনটি দেখার জন্য কিন্তু সবাই না বুঝলেও অভিজ্ঞ জনেরা আবিষ্কৃত মেশিনটির কাহিনী বুঝতে পেরেছেন অর্থ্যাৎ রাউটারের স্পীড 11 এমবি ইন্টা: ডাউনলোডের নয় অনেকে কমেন্টস করেছেন আমারটা 100 এমবি পায়। তিনি ভাঙ্গা একটি জালি ফ্যানের মাঝখানে ওনার রাউটারটি স্থাপন করে তার উপর একটি ছোট্ট কুলিং ফ্যান যুক্ত করে এই মেশিনটি আবিষ্কার করেছেন এখন বুঝেন ওনি কত অভিজ্ঞ, আপলোড আর ডাউনলোড স্পীড কি রাউটার নিয়ন্ত্রন করে নাকি আই এস পি ? আমরাত ভালো বাবে 1 এমবিও পাইনা পাবো কিভাবে তারা দেয়নি।
আরেকজন টিউন করছেন তার শিরোনামটি নিম্নরূপ:
আমরাও বাঙালী সুযোগের অপেক্ষায় থাকি কখন কে ফ্রি দেয়। ওনার টিউনটি দেখে ঢুকে পরলাম, তার মধ্যে আমিও মদন হয়ে গেলাম মানে বিশ্বাস হলো তার পর যাচায়ের জন্য কমেন্টসগুলি লক্ষ করলাম দেখি ওনি এর আগেও কয়েকবার একই টিউন করেছেন, তারপর শুরু হলো গালাগালি। আমার বদল চোখ খানটাও খুলে গেল। ওনার টিউনে বলছেন এই অফারটি পেতে মেসেজ অপশনে গিয়ে 1212 লিখে আবার 12120182 মানে ওনার নাম্বারটা দিয়ে দিলেন সেন্ড করার জন্য কাম শেষ আপনি একটি ম্যাসেজ পাবেন সেখানে এই অফার যোগ হবে। বিঃদ্রঃ এই কাজটি করার আগে 50 টাকা ব্যালেন্স রাখবেন। বুঝলেন কিছু? আরে মিয়া কি যোগ হবে বরং আপনার একাউন্ট থেকে 50 টাকা গচ্ছা। ওনার প্রযুক্তিতে এত মেধা কিন্তু সেই মেধা ভালো কাজে না খাটিয়ে চুরির ব্যবসায় নামছেন তাও আমাদের মত টিউনারদের কাছ থেকে, আমরা এমনিতে বাপের টাকা খরচ করে মাগনা টিউন করি যাতে অপর জন শিখতে পারে আর ওনি আসছেন দুই একটা কথা লিখে তার প্রতিদান নিতে।
আরেকজনের টিউন দেখতাম নিয়মিত হয় শিরোনামটি আনুমানিক এরকম কাছাকাছি :
যদি আপনি এরকম কিছু শিরোনাম দেখেন তবেকি আপনার মনে চাইবেনা টিউনটি পড়ার জন্য? অবশ্যই চাইবে। দেখলাম ওনি একটা সাইট দিলেন সেখান থেকে রেজিষ্ট্রেশনেএর কাজ শেষে আমাকে একটা ভাইরাস নামে ফাইল দিবে সেটা আমি ডাউনলোড করে ইন্সটল করব এবং সমসময় চালু রাখব আর আমি যতক্ষন চালু রাখব ততক্ষন নাকি আমার মোবাইল ব্যালেস্নে টাকা যোগ হবে। কি বাটপার লোক ভাইরাসটি আমার দ্বারা ইন্সটল করিয়ে কাজ হাসিল করতে চায়। তখন মনে পরল আমরা ছাত্র আমরা দল আমরা বোধাইর দল তিনি আমাদের বোধাই বানাতে চেয়েছিলেন তবে তার কার্য সিদ্ধি না হলেও মায়রে বোনেরে বকা খা্ওইছেন এটাই তার লাভ হইছে।
এবারা দেখেন আমরা কত বোকা তাদের এই টিউনগুলি দেখে বুঝার পর কমেন্টস করতে শুরু করলাম একেক জনে এমন ভাবে কমেন্টস করতে শুরু করছে যে যেমন মনে হচ্ছে তারা চ্যাটিং করছে এই কমেন্টস করতে করতে প্রায় 50-60 টা কমেন্ট এই টিউনসগুলির উপর জমা পরেছে শেষ মেশ কি হলো তাদের টিউনগুলি হট টিউনসে যুক্ত হলো। আপনি এত বছর ধরে মান সম্মত টিউনস করছেন অথচ একটি টিউনও আপনার হট বিভাগে উঠে নাই, আর গাধা মার্কা টিউনসগুলি হট টিউনসে চলে আসলো। কেন আসলো যানেন? আপনার কমেন্টস এর কারনে কমেন্টস বেশি হলে টিউনস টি অটোমেটিক ভাবে হট বিভাগে চলে যায়। একটু ভাবেনতো আপনার টিউনসটি হট বিভাগে চলে গেলে আপনার মনটা কেমন লাগবে? অনেক অনেক ভালো লাগবে কারন এই টিউনসগুলি নিবার্চিত টিউনসের পরেই থাকে এবং সবার দৃষ্টিও এর মাধ্যে থাকে।
আর যারা ভালো ভালো শিক্ষা মূলক টিউন করছে যা থেকে আমরা শিখছি এবং উপকৃত হচ্ছি। কিন্তু দুঃখের বিষয় তাদের টিউনগুলি পড়ে আমরা লগ-ইন এর আলসামিতে একটি কমেন্টসও করিনা এই কমেন্ট না করার কারনে তার এই শিক্ষামূলক টিউনসটি দিনের মধ্যেই হারিয়ে যায় তা দেখার জন্য 2-3 পেজে গিয়ে দেখতে হয়। অথচ তার টিউনসটি আমরা কিছু দিনের জন্য হট বিভাগে রাখতে পারি।
তাই আমার একটি আবদার সবাই মান সম্মত টিউনগুলি দেখবেন বিচার করবেন কি পেলেন কি শিখলেন যদি পেয়ে থাকেন তাহলে তাকে একটা কমেন্টস এর মাধ্যমে ধন্যবাদ জানান, এভাবে কমেন্টস করতে করতে তার টিউনসটি হট বিভাগে চলে আসবে। আর যদি আপনার কাছে অনেক ভালো লাগে তাহলে তাকে নির্বাচিত মনোয়ন দিন। এতে করে অভিজ্ঞ টিউনার ভাইয়েরা বেশি বেশি মান সম্মত টিউন করবে, আমরাও তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।
সব শেষে আবারও বলতে চাই কোন টিউনার যদি খারাপ টিউন করে তাতে কমেন্টস করা থেকে বিরত থাকুন কারন আপনার একটি কমেন্ট একটি ভোটের মতো। যদি দেখেন কেউ খারাপ মন্তব্য করেছে তবে আপনিও মনে মনে ভাববেন হ্যা টিউনটি মান সম্মত না তাই এইটুকু ভাব লিখে প্রকাশ না করাই ভালো 2-6 জনের কমেন্টসই যতেষ্ঠ।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদি লাইক/দিসলাইক বাটন থাকলে ভাল হত তাতে
যেই টিউন এ বেশি লাইক পরবে সেটা ‘ হট ‘ টিউন হবে।
অ্যান্ড
যেটাই লাইক এর তুলনায় দিসলাইক বেশি পরবে সেটা হবে ‘ জট ‘ টিউন।।