যারা ভাবছেন ১ টি স্ক্যানার বা ফটো প্রিন্টার কিনবেন তাদের জন্য আমার আজকের এই পোস্ট আমাদের মদ্ধে অনেকেই আছেন যারা শখের বশে কিংবা জরুরি প্রিন্টার কিনতে চান তাদের জন্নই আমার আজকের পোস্ট । এপসন আপনাকে দিচ্ছে মাত্র ৭ হাজার টাকার 4 Color photo printer+ A4 Size Scanner + A4 size photocopier . বিশেষ করে জাদের যখন তখন প্রিন্ট কিংবা ফটোকপি করার জন্য দকানে যেতে হয় তাদের জন্য এই প্রিন্টার টা সব চেয়ে ভাল আপনি এই প্রিন্টার দিয়ে মাত্র ১ টাকা খরছে ১ টি a4 size paper black & white print দিতে পারবেন আর মাত্র ২ taka খরছে রঙ্গিন টেক্সট প্রিন্ট দিতে পারবেন । ১০ টাকা খরছে ১ টি a4 sizeফটো প্রিন্ট দিতে পারবেন । আর বিশেষ করে যে ছাত্ররা মেস এ থাকেন তাদের জন্য এটা খুবই উপকার হবে বলে আমি মনে করি । ধরেন আপনি এখন হলে এ আছেন জরুরি ফটোকপি করা দরকার বাইরে যেতে হবে । তার চেয়ে আপনারা কয়েক জন মিলে যদি এই প্রিন্টার ১ টা রুম এ রেখে দেন তাহলে সহজেই কম খরছে নিজেদের কাজ চালাতে পারবেন। আপ মজার বেপার হল কম্পিউটার ছারাও এটা দিয়ে ফটোকপি করা যায় । ত যাদের দরকার এখনি গিয়ে কিনে আনুন এই অসাধারন কম মুল্লের প্রিন্টার টি । আর হে ১ টি কথা যদি কেউ কিনেন তাহলে Refill system করে আনবেন তাতে আপনার printing খরছ আরও কমে যাবে।
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই , প্রিন্টার এর মডেল কত?