EPSON এর TX121অসাধারন ১ টি Photo Printer+Scanner+ Photocopierমাত্র ৭ হাজার টাকায় কিনে নিন

যারা ভাবছেন ১ টি স্ক্যানার বা ফটো প্রিন্টার কিনবেন তাদের জন্য আমার আজকের এই পোস্ট আমাদের মদ্ধে অনেকেই আছেন যারা শখের বশে কিংবা জরুরি প্রিন্টার কিনতে চান তাদের জন্নই আমার আজকের পোস্ট । এপসন আপনাকে দিচ্ছে মাত্র ৭ হাজার টাকার 4 Color photo printer+ A4 Size Scanner + A4 size photocopier . বিশেষ করে জাদের যখন তখন প্রিন্ট কিংবা ফটোকপি করার জন্য দকানে যেতে হয় তাদের জন্য এই প্রিন্টার টা সব চেয়ে ভাল আপনি এই প্রিন্টার দিয়ে মাত্র ১ টাকা খরছে ১ টি a4 size paper black & white print দিতে পারবেন আর মাত্র ২ taka খরছে রঙ্গিন টেক্সট প্রিন্ট দিতে পারবেন । ১০ টাকা খরছে ১ টি a4 sizeফটো প্রিন্ট দিতে পারবেন । আর বিশেষ করে যে ছাত্ররা মেস এ থাকেন তাদের জন্য এটা খুবই উপকার হবে বলে আমি মনে করি । ধরেন আপনি এখন হলে এ আছেন জরুরি ফটোকপি করা দরকার বাইরে যেতে হবে । তার চেয়ে আপনারা কয়েক জন মিলে যদি এই প্রিন্টার ১ টা রুম এ রেখে দেন তাহলে সহজেই কম খরছে নিজেদের কাজ চালাতে পারবেন। আপ মজার বেপার হল কম্পিউটার ছারাও এটা দিয়ে ফটোকপি করা যায় । ত যাদের দরকার এখনি গিয়ে কিনে আনুন এই অসাধারন কম মুল্লের প্রিন্টার টি । আর হে ১ টি কথা যদি কেউ কিনেন তাহলে Refill system করে আনবেন তাতে আপনার printing খরছ আরও কমে যাবে।

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই , প্রিন্টার এর মডেল কত?

Level 3

ভাই , প্রিন্টার এর মডেল কত?

কত?

Level 0

vai. aita ki dram kora jai. amar i printer ache. r kora gele dram koto. plz bolen

যদি বাঁশ খাইতে চান, তাহলে এই প্রিন্টার কিনুন। কারণ আমি ভুক্ত ভোগী। একের ভিতর তিন কোন সময় ভাল হয় না, কিছুদিন পর একটা সমস্যা করলে অন্যটাও সমস্যা করবে। আপনার ইচ্ছা….নিজের ইচ্ছায় যদি বাঁশ খাইতে চান তাহলে খান।-ধন্যবাদ।

    @Salvation786: আমি এই প্রিন্টার টা ৪ মাস যাবত ইউস করি সুধু মাঝে মাঝে cartidge প্রব্লেম দেয় তখন reset button চেপে ধরে রাখলে থিক হয়ে যায় এ ছাড়া আমি আর কোন সমস্যার সম্মুখিন হয়নি।

Level 0

আমি ইন্কজেট প্রিন্টার সার্ভিসিং করি। এ পর্যন্ত আমার দেখা Epson TX121 এই প্রিন্টার টাই সব সময় আমার গ্রাহক ও আমাকে খুব ভুগিয়েছে। আমি স্বপন ভাইকে ধন্যবাদ জানাই টিউনটি করার জন্য আর অন্যান্য দেরকে বলবো যদি একের ভিতর তিন চান তবে প্রিন্টার ভালো। কারন এই প্রিন্টারের একটা নষ্ট হলেও অন্যটা কাজ করে এবং স্ক্যানারের মানও ভালো।

    @arkhusi: কেউ যদি পার্সোনাল কাজ এর জন্য কিনতে চান তাহলে এটা ভাল হবে…। কিন্তু কমার্শিয়াল কাজের জন্য এটা উপযোগী নয় বলে মনে করি…… arkusi ভাই জ্ঞানী মানুষ………।। উনার মন্তব্য আশা করছি

কেউ যদি পার্সোনাল কাজ এর জন্য কিনতে চান তাহলে এটা ভাল হবে…। কিন্তু কমার্শিয়াল কাজের জন্য এটা উপযোগী নয় বলে মনে করি…… arkusi ভাই জ্ঞানী মানুষ………।। উনার মন্তব্য আশা করছি

Level 0

Canon Pixma – MP 287 Multifunction Inkjet Printer, এই প্রিন্টার টি Epson TX 121 থেকে ভালো । দামও কম। কার্টিজ চেঞ্জ করার ঝামেলাও কম। তবে Epson TX 121 এর মত CIS (Continuous Ink System) মানে ড্রাম/সিলিন্ডার করা ঝামেলা। কিন্তু স্ক্যানারটা ভালো। প্রিন্টার ব্যবহার না করলেও স্ক্যানার টা ইচ্ছামত ব্যবহার করতে পারবেন।

তানভীর ভাই। আপনার কৃতজ্ঞতাবোধ অসাধারণ। প্রিন্টার ব্যবহার করে সুবিধা পেয়েছেন বলেই সবাইকে জানাচ্ছেন এটা সত্যিই অতুলনীয়। আমি আপনাকে কিংবা আপনার লেখা পোষ্টটিকে কোন কারনেই ছোট করছি না। কিন্তু আমি বেশির ভাগ নিয়ে কথা বলি। ১০০ এর মাঝে ৪০% ভালো হলেই সেটা ভালো নয় এটা আপনিও জানেন। ভালো থাকেন। এরকম আরো ভালো ভালো পোষ্ট করেন। ধন্যবাদ।