বেশ কিছুদিন যাবত বিভিন্ন টিউনে দেখছি " কৌশিক" নামের একজন কমেন্ট করছেন। এখানে প্রদর্শিত নামটি আমার হলেও এটি আমি নই । এর অর্থ আমার এই নাম অন্য কেউ নতুন একাউন্ট খুলে ব্যবহার করছে। কর্তৃপক্ষের কাছে জানতে চাইছি এভাবে একাধিক ব্যক্তির একই নাম ব্যবহার সম্ভব ও নীতিগত ভাবে সঠিক কিনা।
আমি টেকটিউনস এ মোটামুটি একজন পুরনো সদস্য। নিয়মিত টিউন না করলেও টেকটিউনস নিয়মিত পড়ি ঠিকই। এরকম অবস্থায় টেকটিউনসে আমার অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। টেকটিউনস এর কাছে এই বিষয়ের একটা যুক্তিযুক্ত সমাধান চাইছি। আর এসম্পর্কিত নীতিমালার কারণে যদি একাধিকজনের এক নাম ব্যবহার সম্ভব হয় সেটার ও বিস্তারিত বিবরণ জানালে খুশি হবো। অথবা টেকনিক্যাল অথবা নীতিমালা সম্পর্কিত যদি কোনো অসঙ্গতি থাকে, তাহলে সেটারও দ্রুত সমাধান চাইছি।
***টেকটিউনস পরিবারের অন্য সদস্যদের বলছি- আপনারা যদি টেকটিউনস এ আমার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে চান তাহলে টেকটিউনস এর প্রথম পাতায় সার্চ বক্সে "কৌশিক" লিখে সার্চ করে দেখুন। প্রাপ্ত ফলাফল থেকে প্রদর্শিত টিউন গুলোতে গেলে দেখতে পাবেন, টিউন গুলোতে করা মন্তব্যগুলো অথবা টিউনটি (মাত্র ২-৩ টি ) আমার আইডি থেকেই করা।
আমি Kaushik Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Searchhing.......
ভাই username দিয়ে , মানে যে username দিয়ে আপনি লগইন করেন , তা একটাই , আর কৌসিক তো আপনার একার নাম না । no problem . নামের সাথে একটা কিছু যোগ করে দিন যেমন : RAHMAN