গুগলের চেক ভাংগানর নিয়ম:
গতকাল (০৩-০৩-১০) গুগল থেকে চেক পেয়েছি ৩৩১.৩২$ এর। চেক পাওয়ার পর ত মহা আনন্দ। আবার বিরক্ত ও লাগছে কবে টাকা টা হাতে পাব। পেতে পেতে প্রায় ৪০/৫০ দিন লাগবে। যাই হোক এবার মূল কথায় আসি আমি আজ আমার এডসেন্সের চেক ভাংগানর কিছু অভিঙ্গতা আপনাদের কাছে শেয়ার করব। গতকালের চেকটা আমার জীবনের ৮/৯ তম চেক। আমি বিভিন্ন ব্যংকে আমার চেক ভাংগিয়েছি। এক এক ব্যংক-এ এক এক রকম চারজ কেটে রাখে। আমার প্রথম চেক DBL (Dutch Bangla Bank) এ ভাংগাই ওরা আমার ১০১$ এর চেকের ভিতর আমাকে দেয় মাএ ৩২৫০ টাকা। সময় নেয় ৫২ দিন। ওরা প্রায় ৩০০০ এর কাছা কাছি টাকা কেটে রাখে। আমাদের দেশের প্রায় সব বেসরকারি ব্যংক ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পরযন্ত কেটে রাখে যা কিনা অনেক বেশী। এমন কি সময় ও নেয় ৪৫-৫০ দিন। এমনিতেই DHL ২৮$ কেটে রাখে। তারপর আবার আমাদের দেশী ব্যংক গুলো এই ভাবে টাকা কাটলে ত আমরা শেষ। তবে হা আমাদের দেশের সরকারি ব্যংক গুলো এই ক্ষেত্রে আমাদের সহায়ক আমি এখন সোনালী ব্যংক থেকে আমার এডসেন্সের চেক ভাংগাই। সোনালী ব্যংক টাকা কাটে মাত্র ৮০/১০০ টাকা। সময় নেয় প্রায় ৫০/৬০ দিন। যদিও সময় ৫/৭ দিন বেশি নিলেও আমার মতে সোনালী ব্যংক বা সরকারি ব্যংক থেকে চেক ভাংগান ভাল তাতে অনেক টাকা সেভ হয়।
আশাকরি যারা ব্লগিং যগৎ এ নতুন তাদের কাজে লাগবে। এডসেন্স বিষয় নিয়ে আরও কিছু জানতে চাইলে এখন ই ভিজিট করুন:
http://blogerjob.blogspot.com
আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...
ধন্যবাদ মাসুদ ভাই আপনার পরামর্শের জন্য । তবে ইসলামিক ব্যাংক আমার জানা মতে ১০$ – ১২$ কাটে এবং সময় কম নেই ।