গুগলের চেক ভাংগানর সবচেয়ে সহজ নিয়ম

গুগলের চেক ভাংগানর নিয়ম:

Adsense Cheque

গতকাল (০৩-০৩-১০) গুগল থেকে চেক পেয়েছি ৩৩১.৩২$ এর। চেক পাওয়ার পর ত মহা আনন্দ। আবার বিরক্ত ও লাগছে কবে টাকা টা হাতে পাব। পেতে পেতে প্রায় ৪০/৫০ দিন লাগবে। যাই হোক এবার মূল কথায় আসি আমি আজ আমার এডসেন্সের চেক ভাংগানর কিছু অভিঙ্গতা আপনাদের কাছে শেয়ার করব। গতকালের চেকটা আমার জীবনের ৮/৯ তম চেক। আমি বিভিন্ন ব্যংকে আমার চেক ভাংগিয়েছি। এক এক ব্যংক-এ এক এক রকম চারজ কেটে রাখে। আমার প্রথম চেক DBL (Dutch Bangla Bank) এ ভাংগাই ওরা আমার ১০১$ এর চেকের ভিতর আমাকে দেয় মাএ ৩২৫০ টাকা। সময় নেয় ৫২ দিন। ওরা প্রায় ৩০০০ এর কাছা কাছি টাকা কেটে রাখে। আমাদের দেশের প্রায় সব বেসরকারি ব্যংক ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পরযন্ত কেটে রাখে যা কিনা অনেক বেশী। এমন কি সময় ও নেয় ৪৫-৫০ দিন। এমনিতেই DHL ২৮$ কেটে রাখে। তারপর আবার আমাদের দেশী ব্যংক গুলো এই ভাবে টাকা কাটলে ত আমরা শেষ। তবে হা আমাদের দেশের সরকারি ব্যংক গুলো এই ক্ষেত্রে আমাদের সহায়ক আমি এখন সোনালী ব্যংক থেকে আমার এডসেন্সের চেক ভাংগাই। সোনালী ব্যংক টাকা কাটে মাত্র ৮০/১০০ টাকা। সময় নেয় প্রায় ৫০/৬০ দিন। যদিও সময় ৫/৭ দিন বেশি নিলেও আমার মতে সোনালী ব্যংক বা সরকারি ব্যংক থেকে চেক ভাংগান ভাল তাতে অনেক টাকা সেভ হয়।

আশাকরি যারা ব্লগিং যগৎ এ নতুন তাদের কাজে লাগবে। এডসেন্স বিষয় নিয়ে আরও কিছু জানতে চাইলে এখন ই ভিজিট করুন:
http://blogerjob.blogspot.com

Level 0

আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ মাসুদ ভাই আপনার পরামর্শের জন্য । তবে ইসলামিক ব্যাংক আমার জানা মতে ১০$ – ১২$ কাটে এবং সময় কম নেই ।

    Level 0

    10$-12$ ও কিন্তু কম নারে ভাই। তবে ভাই ইসলামিক ব্যাংক কত সময় নেয় সেটা ত আমাদের সাথে শেয়ার করলেন না।

    এখন যে কোন সরকারী ব্যাংকেই ৮০ টাকা নেয় গুগল চেক ভাঙাতে কিন্তু সময় ৫০ দিন লাগে প্রায়। তারচেয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক বা ইসলামী ব্যাংকে ৩০০ টাকা দিয়ে ২০ দিনে ভাঙানো যায়। আর ডাচ বাংলায় লাগে ৬০০ টাকা।

মাসুদভাই আপনি বলেছেন
“আমাদের দেশের প্রায় সব বেসরকারি ব্যংক ১৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পরযন্ত কেটে রাখে যা কিনা অনেক বেশী। এমন কি সময় ও নেয় ৪৫-৫০ দিন।”

কথাটা ঠিক নয় বেশীরভাগ বেসরকারী ব্যাংকেই ৫০০ ডলার বা তার চেয়ে কমের চেক ভাঙাতে ৭০০ টাকার বেশী লাগে না। আর ৪৫-৫০ দিনও লাগে না ২৫ থেকে ৩০ দিনেই ভাঙানো যায় যা লোকাল ব্রাঞ্চে ২০ দিনেই ভাঙানো যায়।

ধন্যবাদ

    Level 0

    ধন্যবাদ শাকিল ভাই মতামতের জন্য। আশা করি আপনার কমেন্ট সবার উপকার এ আসবে।

Level 0

হুমম
শেয়ার করার জন্য ধন্যবাদ
শাকিল ভাই এবং রেজা ভাইকে ও ধন্যবাদ…………………………..

মিষ্টির অপেক্ষায় আসি মাসুদ ভাই………………………

আমি আমার প্রথম চেক ক্যাশ করেছি বেসরকারি ইস্টার্ণ ব্যাংক (ইবিএল) থেকে। তারা ১০০০ টাকা চার্জ করে। আর সময় লেগেছিল ৪৫-৫০ দিন। প্রথম চেক ক্যাশ হতে নাকি এরকম সময় লাগে। তারপর থেকে নাকি সময় ২০-৩০ দিন লাগে। আর আমার এই একাউন্টটি যে ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চে ডলার কেনা বেচা হয়। যতটুকু জানি, বিদেশী কারেন্সি কেনা বেচা হয় এমন ব্যাংকের ব্যাঞ্চে একাউন্ট খোলা উচিত। এখন শুধু জানতে চাচ্ছি,
১. শাকিল ভাই – স্ট্যান্ডার্ড ব্যাংক বা ইসলামী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে ক্যাশ করা যাবে কী ?
২. মাসুদ ভাই – আপনাকেও একই প্রশ্ন সোনালী ব্যাংকের ক্ষেত্রে ?

    আমিন ভাই আগে চার্জ এবং সময় বেশি লাগত কিন্তু এখন দুটাই কম লাগে আমার আম্মা গতমাসে প্রথম চেক পেয়েছে যা ৩০ দিনেই ক্যাশ করতে পেরেছে ইসলামী ব্যাংকের গুলশান ব্রাঞ্চ থেকে। আমাদের টেকটিউনার ইমতিয়াজ সজিব আমার কথামত প্রথম চেক ১৯ দিনেই ক্যাশ করতে পেরেছে।

    এখন বেশ বড় চেক ক্যাশ করতেও ৭০০ টাকার বেশী লাগে না এবং এক মাসের আগেই ক্যাশ করা যায়। তবে টাকা কমের সাথে সময়ের বৃদ্ধির হার সমানুপাতিক। যা সরকারী ব্যাংকে কম লাগে।

    হ্যা এটা যে কোন ব্রাঞ্চেই হয় কারন ব্রাঞ্চ চেকটি রিসিভ করে লোকাল ব্রাঞ্চে পাঠায় সেখান থেকেই প্রসেস হয়। তবে লোকাল ব্রাঞ্চে একটু তাড়াতাড়ি হয় অন্য ব্রাঞ্চে দেরীতে এই যা।

আমার প্রথম চেক আমি সোনালী ব্যাংক এ ভাঙ্গিয়েছিলাম। $১০০ এর জন্য তারা আমার কাছে চার্জ করেছিল ৮০ টাকা মাত্র এবং সময় নিয়েছিল ৪৫-৫০ দিন। আমি এতে সন্তুষ্ট।

    যদি ব্রাঞ্চের নামটা বলতেন তবে উপকৃত হতাম। আর আপনার সেই ব্রাঞ্চে ডলার কেনা বেচা হয় কী ? সোনালী ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে ক্যাশ করা যাবে কিনা জানালে খুশি হতাম।

    হ্যা এটা যে কোন ব্রাঞ্চেই হয় কারন ব্রাঞ্চ চেকটি রিসিভ করে লোকাল ব্রাঞ্চে পাঠায় সেখান থেকেই প্রসেস হয়। আর হাবিবুর ভাই ক্যাশ করেছিল নওগার একটি ব্রাঞ্চ থেকে।

Level 0

আমি সোনালী ব্যংকে চেক ভাংগাই বিজয় নগর branch এ। তবে আমি যতদূর যানি সরকারি যেকোন ব্যাংক এর যেকোন শাখা হতে চেক ভাংগালে ওরা টাকা কম কাটে (৮০-১০০ ভিতর থাকে)। শাকিল ভাই কে আবার ধন্যবাদ সবার কমেন্টের জবাব দেবার জন্য।

ব্যাংকগুলা এতো টাকা কেটে রাখে কেনো বুঝলাম না ।

    ভাই আমার মনে হয় এখন অনেক কম কাটে যা ৭০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকা একসময় কিন্তু এটা কয়েকগুন কাটতো। তবে আপনি সর্বনিম্ম ৮০ টাকাতেই ভাঙাতে পারবেন চাইলে যা খুব বেশী না।

    টাকা বেশী নেবার কারন হলো বেসরকারী ব্যাংক গুলো বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে চেক ভাঙায় যারা একটি চার্জ নেয় এটা করে দিতে। তবে সরকারী ব্যাংক নিজেরাই তাদের বিদেশী ব্রাঞ্চের মাধ্যমে করে তাই তারা শুধু নেট বিল রেখেই ক্যাশ করে দিতে পারে।

ভাই আপনাদের আলোচনা পড়ে কলজেটা শুকিয়ে গেল। আমার গুগুলের চেক জমা দিয়েছি জানুয়ারী ৩১ তারিখে। তাড়া তাড়ি ডাচবাংলার অয়েব সাইটে গিয়ে আমার একাউন্ট দেখে মনটা খারাপ হয়ে গেল। আমার ১০০.০৭ ডলারের টাকা জমা হেয়েছ ৪৫৫৯.৬০ টাকা মাত্র। গতকাল জমা হল। এ কেমন কথা? বছর খানেক কষ্টের সাথে তিল তিল করে পাোয়া ডলারের প্রায় ৩০% ব্যাংক খেয়ে পেল্ল!!!