Pen Drive/ Hard Disk এ কম Space দেখানোর প্রধান কারণসমূহ জেনে নিন

 

Marks PC Solution

Transcend এর Pen Drive এ Disk Space দেখায় এ রকম-

2 GB = 1.88 GB

4 GB = 3.78 GB

8 GB = 7.56 GB

আর Apacer 8 GB তে দেখায় মাত্র 7.44/ 7.22 !  Standard এর তুলনায় অনেক কম।

 

160 GB Hard Disk এ দেখায় মাত্র 148 GB. 12 GB স্পেস ই কম। কেন এরকম কম দেখায় সেটা নিয়েই আজকের আলোচনা। এখানে মূলত ৩টি প্রধান কারণ আছে।

  • অনেক সময় OS এর উপর নির্ভর করে আপনার ডিস্কে কি পরিমাণ Usable Space থাকবে। বিভিন্ন ধরণের OS ভিন্ন ভিন্ন ফাইল সিস্টেম এর কারণে অনেক সময় যায়গার পরিমাণে হেরফের হতে পারে। তবে এটা পরিমাণে খুব বেশি নয়।
  • দ্বিতীয় কারণটি প্রথমটির চেয়ে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। সেটা হল HD/ Pen Drive এর নিজের Performance ঠিক রাখার জন্য কিছু যায়গা রিজার্ভ রাখা হয়। েএবং এর পরিমাণটা যথেষ্ট বেশি। তবে Brand ভেদে পার্থক্য থাকে। সাধারণত Transcend Flash Drive গুলোতে এ কারণে বেশি যায়গা পাওয়া যায়।
  • আরেকটি প্রধান কারণ হল ১০০০ আর ১০২৪ এর ফাদ! আপনার OS হিসাব করে ১০২৪ এ। আর বদমাইল মেমোরী ম্যানুফ্যাকচারার রা হিসাব করে ১০০০ এ। ১০২৪ মেগাবাইটের যায়গায় কোম্পানী হিসেব করবে ১০০০ মেগাবাইট। তারমানে প্রতি ১ গিগাতে আপনি শুধু এ কারণেই ২৪ মেগাবাইট কম পাচ্ছেন। তাহলে আরো বেশি পরিমাণ মেমোরীতে কি পরিমাণ কম পাবেন নিজেই হিসেব করুন!
Virtual Storage                  Disk Storage
1 MB = 1024 KB                      1 MB = 1000 KB
1 GB = 1024 MB                      1 GB = 1000 MB
8 GB = 8192 MB                      8 GB = 8000 MB
7.2 GB = 7372 MB                   7.2 GB = 7200 MB
 বিস্তারিত দেখতে পারেন এখানে
তারমানে একটি ৮ গিগা পেন ড্রাইভে আপনি শুধুমাত্র ১০০০ দিয়ে হিসেব করার কারণে আপনি ২০০ মেগাবাইট কম পাচ্ছেন। তবে সিস্টেম রিজার্ভ হিসেবে তার চেয়েও বেশি যায়গা রেখে দেওয়া হয়। ওরা অবশ্য Performance এর দোহাই দেয়। কিন্তু আমার সন্দেহ আছে যায়গা কম দেখালে পারফরম্যান্স কতটুকু ভাল হয় . . .
এর আগে লিখেছিলাম এখানে-

Level 0

আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

There is no mistake in the world of technology! Everything is learning!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

    Level 0

    @Quazi Mashriqus Siddiquein:
    সকাল সকাল খালি ধন্যবাদ দিলেন। একটু চা নাস্তা তো খাওয়াতে পারেন! 🙂
    আমিও খালি স্বাগতম দিলাম! 😉

Level 0

এই লন, বিস্কুট খান আর ভালো ভালো টিউন লিখেন আমাগো লাইগ্যা

    Level 0

    @Bill Gates:
    বিস্কুট এর সাথে চা কফি থাকবে না? আর এখন তো প্রায় বিকেল হয়ে গেল। লাঞ্চ খাওয়া হয়নি! 🙂

    Level 0

    @Bill Gates:
    বিস্কুট এর সাথে চা কফি থাকবে না? আর এখন তো প্রায় বিকেল হয়ে গেল। লাঞ্চ খাওয়া হয়নি! 🙂

    সাবেক ১ নম্বর ধনী হিসেবে আপনার কাছে তো এটা আশা করতেই পারি। কি বলেন? 😉

      Level 0

      @munnamark: বাঙ্গালী বিল গেটস হিসেবে দুইটা ডাল ভাত খাওয়াইবার পারি…. 😉

        Level 0

        @Bill Gates:
        না! তাহলে পোলাও গোশত খাওয়াতে হবে! 😉

এই হিসেবে তাহলেতো ১ টেরাবাইট হার্ডডিস্ক এ ২৪ গিগাবাইট মেমরি থাকবে না…………
ধরে নিলাম এইটা কোন সমস্যা না……… কিন্তু যখন হার্ডডিস্ক ১ পেটাবাইট এর হবে,
তখন কি তাহলে ২৪ টেরাবাইট এ থাকবেনা।

    Level New

    @Md. Delower Hossain: 24 giga na thakleo kotha silo na. prai 50 giga thakbe na. karon tara bit theke minus kore ja ber hoy take byte hishebe dhore shekhan theke again minus kore ja ber hoy take kb hishebe dhore shekhan theke minus kore ja ber hoy take mb hishebe dhore again minus kore ja ber hoy take gb hishebe dhore again minus kore ja ber hoy take tb hishebe dhore again minus kore. ei holo hishab. mane terabyte ke prothom bit a niye vag kore minus kore ja thakbe tar byte hishab ber korbe then again minus 😀

      Level 0

      @saif_precio:
      ঠিকই বলেছেন।

      English এ লিখলে একবারে Full English এ লিখেন। এভাবে পড়তে সমস্যা হয়। লেখার মাঝখানে হিজিবিজি উঠে থাকে। বাংলা সাইটের এসব ব্যাপার গুলো যে কবে ঠিক হবে।

      লিংক বা কোড বুঝতেও সমস্যা করে।

    Level 0

    @Md. Delower Hossain:
    ২৪ গিগা তো শুধু ১০০০ এর হিসেবে যাবে।
    এর সাথে সিস্টেম খাবে, ফাইল ফরম্যাট খাবে ইত্যাদি ইত্যাদি (অনেকটা হিডেন চার্জ এর মত)। 🙁

Level 0

ভাই পেনড্রাইভে যায়গা দেখানোর জন্য তিনটা কারন দেখালেন। আমার মতে জায়গা কম দেখানোর প্রধান কারণ প্রথম টা। আমার কম্পিউটারে ডুয়েল বুটে উইনন্ডোজ সেভেন এবং উবুন্টু ১২.০৪ চালাই। যখন উবুন্টুতে পেন ড্রাইভ লাগাই তখন যায়গা ৮ গিগা পুরা দেখায়, কিন্তু উইনন্ডোজ সেভেন এ দেখায় ৭.৫২ গিগা। উবুন্টুতে পেনড্রাইভ লাগিয়ে আমি পুরা আট গিগা ডাটাই পেন ড্রাইভে কপি করছি সন্দেহ দুর করার জন্য। আমার মনে হয় জায়গা কম দেখানোর জন্য অপারেটিং সিস্টেমই দায়ী।

    Level 0

    @Roni:
    Operating System এর File Format অবশ্যই একটা কারণ। তবে বেশিরভাগ ব্যবহারকারীই যেহেতু Windows Platform ব্যবহার করে সেক্ষেত্রে তিনটি কারণই দেখতে হয়।

    কারণ হলো আপনি Transcend এ ৭.৫৬ পাচ্ছেন। কিন্তু Apacer এর নতুন মডেল গুলো দিচ্ছে মাত্র ৭.২ গিগা।
    এক্ষেত্রে ৩৬০ মেগাবাইট কম পাবার জন্য কিন্তু Apacer ই দায়ী।

    এখন ওরা যদি বলে আপনি ম্যাক কিংবা লিনাক্স এ বেশি পাবেন সেটা তো হবে না। কারণ বেশিরভাগ মানুষই উইন্ডোজে আছে।

    আপনাকে ধন্যবাদ। আমি জানতাম না লিনাক্সে পুরো ৮ জিবি শো করে! 🙂
    আমি জানি লিনাক্সে পেন ড্রাইভ ঢুকালে নানা রকম ফাইল শো করে। যেগুলো সাধারণত উইন্ডোজে শো করে না।

@Roni: good observation about pen drive in Linux and windows. maybe forgot mention about HDD. does 1TB = 1TB in linux??? O.o the manufacturars are using space by decimal units and Os regardless of platfrom mesures space using binary units.
@munnamark So, there is nothing to hide here like “সিস্টেম খাবে, ফাইল ফরম্যাট খাবে ইত্যাদি ইত্যাদি (অনেকটা হিডেন চার্জ এর মত)।” if u buy a HDD u should’ve noticed that the capacity is written in 1TB is 1,000,000,000,000 bytes if u do the math it is 931GB in binary and 1TB in decimal. “160 GB Hard Disk এ দেখায় মাত্র 148 GB. “12 GB” স্পেস ই কম।” this is really misleading, u didn’t mention about binary and decimal system here.
“অনেক সময় OS এর উপর নির্ভর করে আপনার ডিস্কে কি পরিমাণ Usable Space থাকবে” misleading with an angle here u didn’t state about different file systems.
” সেটা হল HD/ Pen Drive এর নিজের Performance ঠিক রাখার জন্য কিছু যায়গা রিজার্ভ রাখা হয়” don’t know abt Pen Drive cause they are nand flash based memory but abt HDD ” রিজার্ভ” is for spare sectors in case there is bad/weak sector found on the drive then that sector is moved to that ” রিজার্ভ” not for performance.
for ur third midleding point abt “আরেকটি প্রধান কারণ হল ১০০০ আর ১০২৪ এর ফাদ!” i’ve discussed it first.
“একটি ৮ গিগা পেন ড্রাইভে আপনি শুধুমাত্র ১০০০ দিয়ে হিসেব করার কারণে আপনি ২০০ মেগাবাইট কম পাচ্ছেন” why 8000MB(decimal)/1024(binary) = 7.8125GB – ~30/40MB for ntfs = 7.51/7.41 GB
lastly “Virtual Storage” its not virtual but Binary Storage.
Thank you 🙂

    Level 0

    @সানি৯৯৯৯:
    Exactly right you’re.
    But why don’t they use binary units (manufacturers) as OS uses binary calculation?

    As they mention GB in the packet so they should use binary calculation. I mean 1024.

    Thanks for participating in discussion.