Transcend এর Pen Drive এ Disk Space দেখায় এ রকম-
2 GB = 1.88 GB
4 GB = 3.78 GB
8 GB = 7.56 GB
আর Apacer 8 GB তে দেখায় মাত্র 7.44/ 7.22 ! Standard এর তুলনায় অনেক কম।
160 GB Hard Disk এ দেখায় মাত্র 148 GB. 12 GB স্পেস ই কম। কেন এরকম কম দেখায় সেটা নিয়েই আজকের আলোচনা। এখানে মূলত ৩টি প্রধান কারণ আছে।
- অনেক সময় OS এর উপর নির্ভর করে আপনার ডিস্কে কি পরিমাণ Usable Space থাকবে। বিভিন্ন ধরণের OS ভিন্ন ভিন্ন ফাইল সিস্টেম এর কারণে অনেক সময় যায়গার পরিমাণে হেরফের হতে পারে। তবে এটা পরিমাণে খুব বেশি নয়।
- দ্বিতীয় কারণটি প্রথমটির চেয়ে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। সেটা হল HD/ Pen Drive এর নিজের Performance ঠিক রাখার জন্য কিছু যায়গা রিজার্ভ রাখা হয়। েএবং এর পরিমাণটা যথেষ্ট বেশি। তবে Brand ভেদে পার্থক্য থাকে। সাধারণত Transcend Flash Drive গুলোতে এ কারণে বেশি যায়গা পাওয়া যায়।
- আরেকটি প্রধান কারণ হল ১০০০ আর ১০২৪ এর ফাদ! আপনার OS হিসাব করে ১০২৪ এ। আর বদমাইল মেমোরী ম্যানুফ্যাকচারার রা হিসাব করে ১০০০ এ। ১০২৪ মেগাবাইটের যায়গায় কোম্পানী হিসেব করবে ১০০০ মেগাবাইট। তারমানে প্রতি ১ গিগাতে আপনি শুধু এ কারণেই ২৪ মেগাবাইট কম পাচ্ছেন। তাহলে আরো বেশি পরিমাণ মেমোরীতে কি পরিমাণ কম পাবেন নিজেই হিসেব করুন!
Virtual Storage Disk Storage
1 MB = 1024 KB 1 MB = 1000 KB
1 GB = 1024 MB 1 GB = 1000 MB
8 GB = 8192 MB 8 GB = 8000 MB
7.2 GB = 7372 MB 7.2 GB = 7200 MB
বিস্তারিত দেখতে পারেন
এখানে।
তারমানে একটি ৮ গিগা পেন ড্রাইভে আপনি শুধুমাত্র ১০০০ দিয়ে হিসেব করার কারণে আপনি ২০০ মেগাবাইট কম পাচ্ছেন। তবে সিস্টেম রিজার্ভ হিসেবে তার চেয়েও বেশি যায়গা রেখে দেওয়া হয়। ওরা অবশ্য Performance এর দোহাই দেয়। কিন্তু আমার সন্দেহ আছে যায়গা কম দেখালে পারফরম্যান্স কতটুকু ভাল হয় . . .
এর আগে লিখেছিলাম এখানে-
ধন্যবাদ।