খুব কম লোকই আছে যারা Disk Storage Capacity-র আবিষ্কৃত নামগুলোর শেষ পর্যন্ত জানেন। আসলে আমিও জানিনা! 😉
এই পোস্ট লেখার সময় দেখে দেখে লিখছি। তারপর আমি নিজেই ভুলে যাব। আসলে জানার দরকারও নেই। কেন দরকার নেই তার কারণ হল জীবদ্দশায় আপনি এগুলো বাস্তবে দেখবেন কিনা বলা মুশকিল! আবার দেখতেও পারেন। কারণ Technology তে গতি বুঝাটা অনেক কষ্টকর ব্যাপার। আর কোন কথা না। সরাসরি Capacity গুলোর নাম দিয়ে লিখে দিলাম-
Virtual Storage | Disk Storage |
1 Bit = Binary Digit 8 Bits = 1 Byte 1024 Bytes = 1 Kilobyte 1024 Kilobytes = 1 Megabyte 1024 Megabytes = 1 Gigabyte 1024 Gigabytes = 1 Terabyte 1024 Terabytes = 1 Petabyte 1024 Petabytes = 1 Exabyte 1024 Exabytes = 1 Zettabyte 1024 Zettabytes = 1 Yottabyte 1024 Yottabytes = 1 rontobyte 1024 Brontobytes =1 eopbyte | 1 Bit = Binary Digit 8 Bits = 1 Byte 1000 Bytes = 1 Kilobyte 1000 Kilobytes = 1 Megabyte 1000 Megabytes = 1 Gigabyte 1000 Gigabytes = 1 Terabyte 1000 Terabytes = 1 Petabyte 1000 Petabytes = 1 Exabyte 1000 Exabytes = 1 Zettabyte 1000 Zettabytes = 1 Yottabyte 1000 Yottabytes =1 rontobyte 1000 Brontobytes = 1 eopbyte |
সরাসরি কপি করে দিলাম। কারণ টাইপ করতে গেলে ভুল হতে পারে।
এবার তাহলে চিন্তা করে দেখুন। আমি এ পর্যন্ত টেরাবাইট দেখেনি। আপনারাও সবাই দেখেননি। আর এর পরের গুলো অনেকে শোনেই নাই! তাহলে সেগুলো কবে বাজারে আসবে?? 🙂
Left Side এর গুলো হল Virtual Capacity. Right Side এর গুলো হল যেই Space টা Actually পাওয়া যায়।আপনি লক্ষ্য করে থাকবেন আপনার পেন ড্রাইভ/ ডিস্কে একটু কম যায়গা থাকে। কম থাকার এটাও একটা কারণ।
আপনাদের শুধু ১ এক্সবাইট এর একটা ধারণা দেই। এটা হল ১ বিলিয়ন গিগাবাইটের সমান!!!
বাকিগুলো কি জানার দরকার আছে?
এর আগে লিখেছিলাম এখানে-
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
keu jodi amare 1 eopbyte hard disk day taile amar hart attack asbo B-)