জানিনা এটা নিয়ে আগে ৈলেখা হয়েছে কিনা। Virtual Memory লিখে সার্চ করেছি। No Result!
যাই হোক। আগে লেখা হলেও কিছু করার নেই। আমি লিখছি। আপনারা মন্তব্যে জানিয়ে দিবেন আগে লেখা হয়েছে কিনা!
Virtual Memory কথাটির সাথে হয়তোবা আপনারা অনেকে েআগেই পরিচিত। অনেকে হয়তোবা জানেন ও কিভাবে এটাকে কি করা লাগে বা না লাগে। তবে যারা জানেন না, তাদের উদ্দেশ্যেই এই লেখা।
এখনকার Heavy Configuration কম্পিউটারগুলোতে (With More than 2 GB RAM) Virtual Memory খুব একটা ভূমিকা পালন করেনা। কিন্তু তারপরো আপনার কাজের উপর নির্ভর করে যে আসলেই এটা আপনার লাগবে কিনা। প্রচুর পরিমাণে র্যাম লাগে এ ধরনের কাজে ভার্চুয়াল মেমরী খুবই জরুরী।
আপনি যদি Video Editing বা Illustrator CS 5/6 এ ধরনের প্রোগ্রাম নিয়ে কাজ করেন, তখন ২ জিবি র্যাম ও আপনাকে বাচাতে পারবে না। দেখা যাবে আপনার র্যাম আর কোন Data ধারণ করতে পারছে না। এমন অবস্থায় আপনার পিসি ক্রাশ করাও বিচিত্র নয়। কিন্তু ক্র্যাশ করে না কেন? কারণ Virtual মেমরী আপনাকে বাচিয়ে দেয়।
সোজা কথায় Hard Disk এর একটা পার্টই Virtual Memory হয়ে কাজ করে র্যামকে সহায়তা করার জন্য। যখন র্যাম এর পরিমাণ করে যায়, তখন অতিরিক্ত Data গুলো Virtual Memory তে চলে যায় র্যামকে ফ্রি করার জন্য।
সাধারণত C Drive এর মধ্যেই এটা সেট করা হয়। এমতাবস্থায় আপনারা সি ড্রাইভে Pagefile নামে একটা ফাইল দেখতে পাবেন। এটা ৫০০ মেগবাইট ও হতে পারে আবার ২ গিগাও হতে পারে। এটা যত হবে, আপনার ভার্চুয়াল মেমরী ও তত।
আপনারা যারা Task Manager নিয়ে বেশি ঘাটাঘাটি করেন বা যারা রান থেকে dxdiag এ যান তারা প্রায়ই ই Pagefile নামে একটা লেখা দেখতে পাবেন। মূলত এটাকেই আপনার Virtual Memory বলা যায়। তারপরও নিশ্চিত হবার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
এখানে একটা ব্যাপার লক্ষ্যণীয়- আপনি নিচের দিকে Recommended এ Virtual Memory যত দেয়া আছে সেটা দিতে পারেন।
ভার্চুয়াল মেমরী কখনো ডিলেট করে দিবেন না। আর Paging File ই ভার্চুয়াল মেমরী। Confused হবেন না।
আর এটা লিখতে গিয়ে আমি নিজেই গুলিয়ে ফেলেছি। কোনটা আগে লিখব আর কোনটা পরে লিখব সেটা নিয়ে আমিই Confused! 😀
দুটো টিউন লিখতে পারলে ভাল হত। একটা Virtual Memory কি? আরেকটা Virtual Memory কিভাবে ম্যানেজ করতে হয়। যাই হোক একটাতেই লিখে দিলাম।
আমি আব্দুর রহমান। Admin, Marks PC Solution, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 241 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
There is no mistake in the world of technology! Everything is learning!!
Are vai,age hoile hoise….onekei ager gula porar tym pay na (ami emn)….so,age dleo prblm nai…
Btw….oneeek shundor hoise…..etar kisui jantam na….thanks a lot