কারও সাথে কথা বলছেন এমন সময় আপনারই পাশের কোন ভদ্র লোকের মোবাইলে বেজে উঠল আপনারই খুব পছন্দের একটি গানের রিংটোন। কিন্তু দুঃখের ব্যাপার হলো আপনি রিংটোন কিভাবে তৈরী করতে হয় তা জানেন না। তাই দুঃখের কিছু নেই...আজ আমি এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি মাত্র ১ মিনিটের মধ্যে যে কোন এমপিথ্রি অথবা ওয়েভ ফাইলকে এডিট করে বানিয়ে ফেলতে পারবেন আপনার পছন্দের রিংটোন। সফটওয়্যারটির সাইজ মাত্র ১ এমবি !!!
সফটওয়্যারটির জন্য কোন টিউটোরিয়াল দরকার নেই। ওপেন-এ গিয়ে ফাইল দেখিয়ে দিয়ে ইচ্ছেমত কাটাকুটি করতে পারবেন। তবে সীমাবদ্ধতা হচ্ছে একসাথে একটি সাউন্ড ফাইল দিয়ে কাজ করতে পারবেন। ফ্রি লাইসেন্স। সব কিছু ফ্রি!!!
স্ক্রীনশট
প্লিজঃ দয়া করে কেউ নিজেকে অপরাধী বানাবেন না। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে অনেকে পবিত্র কোরআনের আয়াত বা আযান মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এতে হয়তো বা আপনি বা অন্যকেউ নিজের অজান্তে পাপী হচ্ছেন। কারন কোরআনের আয়াত বা আযান সম্পূর্ন শেষ হবার আগেই আপনি ফোন রিসিভ করলে আয়াত বা আযানে ইন্টারাপ্ট বা বাধা পাচ্ছে। যার ফলে আপনার অজ্ঞাতেই আপনি সীমাহীন পাপের ভাগীদার হচ্ছে। সুতরাং দয়া করে কেউ কোরআনের আয়াত বা আযান মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করবেন না। ধন্যবাদ।
আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ