১ মেগা বাইটের সফটওয়্যারের মাধ্যমে ১ মিনিটে তৈরী করুন ১ টি mp3 রিংটোন

কারও সাথে কথা বলছেন এমন সময় আপনারই পাশের কোন ভদ্র লোকের মোবাইলে বেজে উঠল আপনারই খুব পছন্দের একটি গানের রিংটোন। কিন্তু দুঃখের ব্যাপার হলো আপনি রিংটোন কিভাবে তৈরী করতে হয় তা জানেন না। তাই দুঃখের কিছু নেই...আজ আমি এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি মাত্র ১ মিনিটের মধ্যে যে কোন এমপিথ্রি অথবা ওয়েভ ফাইলকে এডিট করে বানিয়ে ফেলতে পারবেন আপনার পছন্দের রিংটোন। সফটওয়্যারটির সাইজ মাত্র ১ এমবি !!!

সফটওয়্যারটির জন্য কোন টিউটোরিয়াল দরকার নেই। ওপেন-এ গিয়ে ফাইল দেখিয়ে দিয়ে ইচ্ছেমত কাটাকুটি করতে পারবেন। তবে সীমাবদ্ধতা হচ্ছে একসাথে একটি সাউন্ড ফাইল দিয়ে কাজ করতে পারবেন। ফ্রি লাইসেন্স। সব কিছু ফ্রি!!!

স্ক্রীনশট

প্লিজঃ দয়া করে কেউ নিজেকে অপরাধী বানাবেন না। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে অনেকে পবিত্র কোরআনের আয়াত বা আযান মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এতে হয়তো বা আপনি বা অন্যকেউ নিজের অজান্তে পাপী হচ্ছেন। কারন কোরআনের আয়াত বা আযান সম্পূর্ন শেষ হবার আগেই আপনি ফোন রিসিভ করলে আয়াত বা আযানে ইন্টারাপ্ট বা বাধা পাচ্ছে। যার ফলে আপনার অজ্ঞাতেই আপনি সীমাহীন পাপের ভাগীদার হচ্ছে। সুতরাং দয়া করে কেউ কোরআনের আয়াত বা আযান মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করবেন না। ধন্যবাদ।

Level 0

আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ধন্যবাদ সুন্দর টিউনটি করার জন্য আর রিংটোন হিসাবে কুরআনের আয়াত, আজান না দেওয়াই ভাল
তবে ইসলামিক সংগীত রিংটোন হিসাবে ব্যবহার করা যেতে পারে ।

খুব সুন্দর একটা সফটৗয়্যার এবং উপদেশ দেয়ার জন্য ধন্যবাদ।

Level 2

দয়া করে কেউ নিজেকে অপরাধী বানাবেন না। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে অনেকে পবিত্র কোরআনের আয়াত বা আযান মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এতে হয়তো বা আপনি বা অন্যকেউ নিজের অজান্তে পাপী হচ্ছেন। কারন কোরআনের আয়াত বা আযান সম্পূর্ন শেষ হবার আগেই আপনি ফোন রিসিভ করলে আয়াত বা আযানে ইন্টারাপ্ট বা বাধা পাচ্ছে। যার ফলে আপনার অজ্ঞাতেই আপনি সীমাহীন পাপের ভাগীদার হচ্ছে। সুতরাং দয়া করে কেউ কোরআনের আয়াত বা আযান মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করবেন না। ধন্যবাদ।

এই কথাটির জন্য ধন্যবাধ । টিউন সুন্দর হইছে । তবে নিয়মিত টিউন না করলেও, টিটিতে কমেন্ট এর মাধ্যমে সবার মাঝে উপস্থিত থাকবেন ।

    @mahmudkoli:বাহ কি দুরদৃষ্টি সম্পন্ন টিউমেন্ট! 😀

আমি কখনো গানের রিংটোন সেলফোনে সেট করি না,এমনি অন্য কোন টোন। 😎
যা হোক,যার ধন্যবাদ প্রাপ্য তাকে তো তা দিতেই হয়। 😀

Level 0

ধন্যবাদ

শেষ কথাটি সবাই মনে রাখবেন

Level 0

ধন্যবাদ ।

thnx

সুন্দর টিউন, thanx…

আচ্ছা ভাই, রিংটন না হয় তৈরি করলাম; কিন্তু সেটা mobile এ নিব কিভাবে ????
জানালে উপকৃত হব।

    @Black Dragon: মেমোরী কার্ড খুলে পেন ড্রাইভে ঢুকানোর পর বানানো রিংটোন টা কাঙ্খিত ফোল্ডারে কপি পেষ্ট করুন। ধন্যবাদ।

      দুঃখিত মেমোরী কার্ড খুলে কার্ড রিডারে ঢুকানোর পর বানানো রিংটোন টা কাঙ্খিত ফোল্ডারে কপি পেষ্ট করুন। ধন্যবাদ।

Level 0

Thank you. And last parar sathe sohomot.

আমার মোবাইল সব সময় ভাইব্রেশন করা থাকে।

Level 0

ধন্যবাদ আপনাকে ।

vai onek valo .sobceye valo laglo mobiler ringtone bisoyak kothagolo. vety good and very nice. thanks a lot.