দ্রুত হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করুন খুব সহজেই, দেখে নিন কাজে লাগবেই

আসসালামু আলাইকুম।
কেমন আসেন সবাই। আশা করি ভালই আছেন।
আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
আপনি ফাইল তৈরি, মডিফাই, কপি, ডিলিট করে থাকেন। ক্রমাগত এসব করার সময় অনেক ফাইল ফ্র্যাগমেন্টেড হয়ে যায়।
এর ফলে ডেটাগুলো কাছাকাছি থাকেনা, ডিস্কে ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি হয়। এরকম অনেক ফাঁকা জায়গা,
ফ্র্যাগমেন্টেড ফাইল তৈরি হলে, আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম চালানোর সময় ফাইল খুজে বের করতে এবং সকল
ফ্র্যাগমেন্টেড ফাইল একত্রে লোড করতে অনেক সময় লাগে। ।

হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করতে হলে যা করবেনঃ

প্রথমে run এ যান অথবা Windows+R চাপুন
লিখুন dfrgui তারপর ok বাটন এ ক্লিক করুন
তারপর আপনি যে ড্রাইভ ডিফ্রাগমেন্ট করবেন ড্রাইভটি সিলেক্ট করুন
ড্রাইভটি সিলেক্ট করা হয়ে গেলে
defragment disk এ ক্লিক করুন
দেখুন আপনার ড্রাইভ ডিফ্রাগমেন্ট হচ্ছে…

ধন্যবাদ।

Level New

আমি Shaheen Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Shaheen Parvez, Manikganj, Dhaka


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লিখেছেন চালিয়ে যান।

কাজ হইনা প্লিজ চেক করুন । ধন্যবাদ এ রকম পোস্ট উপহার দেওয়ার জন্য ।

কাজ হয় তো আমি মাত্র সি ড্রাইব ডিফ্রাগমেন্ট দিলাম।
http://www.allrechargebd.blogspot.com

PC CLEAN AR JONNO KONTA BEST?
CCLEANER OR TUNE UP UTLITIES 2013.
BISTARITO JANABEN. PLS

স্মার্ট ডিফ্র্যাগ ইউস করি।এটা ফাস্টেস্ট কাজ করে।

Level 0

Faltu Tune