আসসালামু আলাইকুম।
কেমন আসেন সবাই। আশা করি ভালই আছেন।
আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
আপনি ফাইল তৈরি, মডিফাই, কপি, ডিলিট করে থাকেন। ক্রমাগত এসব করার সময় অনেক ফাইল ফ্র্যাগমেন্টেড হয়ে যায়।
এর ফলে ডেটাগুলো কাছাকাছি থাকেনা, ডিস্কে ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি হয়। এরকম অনেক ফাঁকা জায়গা,
ফ্র্যাগমেন্টেড ফাইল তৈরি হলে, আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম চালানোর সময় ফাইল খুজে বের করতে এবং সকল
ফ্র্যাগমেন্টেড ফাইল একত্রে লোড করতে অনেক সময় লাগে। ।
হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করতে হলে যা করবেনঃ
প্রথমে run এ যান অথবা Windows+R চাপুন
লিখুন dfrgui তারপর ok বাটন এ ক্লিক করুন
তারপর আপনি যে ড্রাইভ ডিফ্রাগমেন্ট করবেন ড্রাইভটি সিলেক্ট করুন
ড্রাইভটি সিলেক্ট করা হয়ে গেলে
defragment disk এ ক্লিক করুন
দেখুন আপনার ড্রাইভ ডিফ্রাগমেন্ট হচ্ছে…
ধন্যবাদ।
আমি Shaheen Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Shaheen Parvez, Manikganj, Dhaka
ভালো লিখেছেন চালিয়ে যান।