ঘড়ির কাঁটা পেছানো ও নব জাতকের বয়স নির্ধারণ সমস্যা

ইতিমধ্যে ঘড়ির কাঁটা এক ঘন্টা পেছানো হয়ে গেছে। ঘড়ির কাঁটা পেছানোর ৩০ মিনিট পূর্বে তথা ১১:৩০ মিনিটে (ডিজিটাল) আমার পাশের বাসায় একজন নব জাতকের জন্ম হয় (ধরি তার নাম 'ক')। এর ৪০ মিনিট পর পাশের অন্য বাসায় আরেকটি নব জাতকের জন্ম হয় (মনে করি তার নাম 'খ')। ঘড়িতে তখন আবারও বাজে ১১:১০ মিনিট। এখন দুই জন নব জাতকের জন্ম সময় দেখলে এটাই প্রতীয়মান হয় যে, 'খ' 'ক' এর চেয়ে ২০ মিনিটের বড়। কিন্তু প্রকৃত সত্য হলো 'ক' 'খ' এর চেয়ে ৪০ মিনিটের বড়। আজ থেকে অনেক বছর পর এ সময় দেখে শিশু দু'টো নিজেরাও মনে করবে তাদের মধ্যে 'খ'-ই বড়। এ সমস্যার সঠিক সমাধান কী?

Level 0

আমি Thinker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

prothom joner jonno likhte paren Ex 11:30
or 10:30 (future er jonno)

    Level 0

    ধন্যবাদ।
    কিন্তু এভাবে লেখাতো অনেক ঝামেলার।
    তাছাড়া সবাই যে এর ব্যাখ্যা বুঝবে তা’ও না।

    আজাইরা প্যাচাল

    Level 0

    তাই নাকি!

এ তো দেখছি মহা সমস্যা

    Level 0

    কিন্তু সমাধান কী?

এইডস্ বিষয়ক একটি জনপ্রিয় ও পরিচিত প্রচার- “বাঁচতে হলে জানতে হবে”;
সম্প্রতি একটা বাংলা মিউজিক ভিডিও এলবামের একটা গান- “বাঁচতে হলে নাচতে হবে”;
আর অতি সাম্প্রতিক আপনার টিউন বিষয়ক মন্তব্য হলো- “দেশে থাকতে হলে মানতে হবে”।

    Level 0

    দারুন বলেছেন তো!

GMT ব্যবহার করুন .

    Level 0

    তা’ই করতে হবে।
    ধন্যবাদ।

ঘড়ির কাঁটা পেছানোর আগে যে জন্মেছে, তার বার্থ রেকর্ডে ৩১-ডিসেম্বর-২০০৯; ২৩:৩০ DST লিখলেই তো হয়। (DST = Day-Light Saving Time)

Level 0

খাইয়া কাজ না থাকলে যেটা হয়

এত কাজ থাকতে আপনি এখানে কেন ভাই?

Level 0

ভালো লাগলো