ইতিমধ্যে ঘড়ির কাঁটা এক ঘন্টা পেছানো হয়ে গেছে। ঘড়ির কাঁটা পেছানোর ৩০ মিনিট পূর্বে তথা ১১:৩০ মিনিটে (ডিজিটাল) আমার পাশের বাসায় একজন নব জাতকের জন্ম হয় (ধরি তার নাম 'ক')। এর ৪০ মিনিট পর পাশের অন্য বাসায় আরেকটি নব জাতকের জন্ম হয় (মনে করি তার নাম 'খ')। ঘড়িতে তখন আবারও বাজে ১১:১০ মিনিট। এখন দুই জন নব জাতকের জন্ম সময় দেখলে এটাই প্রতীয়মান হয় যে, 'খ' 'ক' এর চেয়ে ২০ মিনিটের বড়। কিন্তু প্রকৃত সত্য হলো 'ক' 'খ' এর চেয়ে ৪০ মিনিটের বড়। আজ থেকে অনেক বছর পর এ সময় দেখে শিশু দু'টো নিজেরাও মনে করবে তাদের মধ্যে 'খ'-ই বড়। এ সমস্যার সঠিক সমাধান কী?
আমি Thinker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
prothom joner jonno likhte paren Ex 11:30
or 10:30 (future er jonno)