টেকটিউনস কে মূলত আমি বলব প্রযুক্তি বিষয়ক জ্ঞান শেয়ার করার একটি আদর্শ এবং মানসম্মত সাইট যেখানে আমরা অনেকেই আছি শুধুমাত্র ভিজিটর হিসেবে আবার অনেকেই আছেন যারা মানুষদের সাথে তাদের জ্ঞান শেয়ার করে থাকেন। আমরা যারা ভিজিটর হিসেবে থাকি তাদের জন্য খুব কম টেকটিউনসের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে থাকে। বিতর্ক মূল সৃষ্টি হয়ে থাকে টিউনাদের সাথে যা আমরা কখনই আশা করি না। আমি অনেকদিন ধরেই টেকটিউনসের পাঠক হিসেবে আছি তবে কখনই লেখার আগ্রহ থাকা সত্তেও লেখার মনোভাব ব্যাক্ত করি না। এর প্রধান কারন হচ্ছে টেকটিউনসে কোন টিউনার নতুন কোন টিউন করলেই বলা হয় আপনার টিউনটি মানসম্মত না, তবে কখনই এই কথাগুলো আমি টেকটিউনসের সম্মানিত সডারেটরের মুখেও কখনও শুনি নি। শুধুমাত্র কিছু টিউনারগন এইরকম বাক্য ব্যবহার করে থাকেন। যা একজন ভবিষ্যত টিউনারকে টিউন করতে অনুৎসাহিত করে। কেননা শিশু প্রথম প্রথম হাটতে গেলে একটু আকটু পরে গিয়ে ব্যাথা পাবেই। তাই বলে শিশুটিকে সবসময় কোলে কোলে রাখরে সে কখনই হাটা শিখবে না। টিউনারগন সব সময়ই বলে থাকেন তাদের টিউনে কমেন্ট পরে খুব কম। যারা এইরকম কথা বলে থাকেন তাদের জন্য আমার একটাই কথা বলা সেটা হল টেকটিউনসে মূলত লেখার প্রধান কারন হল মানুষের সাথে জ্ঞান শেয়ার করা সেটা কোন বিনিময় বা স্বার্থ ছাড়াই। যদি আপনি কমেন্টের আশাই করলেন তাহলে তো কমেন্ট পাওয়া এবং সুনাম অর্জনের একটি স্বার্থ চলেই আসল তাই না। আর প্রত্যেক টপটিউনার এবং সাধারন টিউনারদের কাছে আমার একটাই প্রশ্ন সেটা হল কিভাবে মানসম্মত টিউন পরিমাপ করব? যেটা অনেকেই বলে থাকেন যদি আপনাদের জানা থাকে তাহলে সাধারন টিউনারদেরকে সেটা বলুন তাহলেই সেটার মাধ্যমে টিউনটি মানসম্মত কি না তা পরিমাপ করেই টিউন পাবলিশ করবে। অনেকেই আছেন যারা একটু ভিন্ন টিউন করতে পছন্দ করেন তবে কখনই টেকটিউনসে ২-১ জনের জন্য টিউন করা হয় না। টিউন করা হয় সকলের জন্যই। টেকটিউনসে যেমন জ্ঞানীগন আছেন তেমনি আমার মত মূর্খলোকও টেকটিউনস ভিজিট করে থাকে। তাই বলে সাধারন টিউনকে কোন টিউনার অপমান করতে পারে না কেননা হয়ত সেটা অন্য কারও প্রয়োজনে লাগবে। শুধুমাত্র বেশি কিছু জানে বলে অহংকার করা ঠিক না। যে যেভাবে প্রযুক্তিভিত্তিক টিউন করে পারে সে করুক না, এক সময় না একসময় তার কাছ থেকেই অনেক কাজের টিউন পাওয়া সম্ভব হবে। অনেকেই এই কতগুলো কারনে টেকটিউনসে আসা এবং টিউন করা বন্ধ করে দিয়েছে। আবার অনেকেই টেকটিউনসে আসেন ঠিকই কিন্তু বিপরীতমূখী কমেন্টের ভয়ে কমেন্ট করেন না। যদি টেকটিউনসে এইরকম মানে নতুন টিউনারদের টিউন অবহেলা এবং তাদের টিউন দেখে মানসম্মত টিউন হয় নি এইরকম কমেন্ট করা হয় তাহলে এখন যে কয়জন টিউনার আছেন তাদের সবাই কখনই সবসময়ের জন্য টেকটিউনসে টিউন করতে পারবে না। আস্তে আস্তে টেকটিউনের নামটি ওয়েব পেজ থেকে মুছে যাবে এবং জনপ্রিয়তা হারাবে। তাই নতুন টিউনারদেরকে উৎসাহিত করতে হবে নতুন কিছু পাবার আশায়। আর যারা টপটিউনার এবং ভাল টিউনার তাদের তো এমনিতেই অনেক ভক্ত তাহলে শুধুমাত্র কমেন্টের প্রত্যাশা কেন করেন। যদি নিস্বার্থভাবে টিউন করে যান দেখবেন সাফলতা এবং সবাই আপনাকে ভালবাসবে। আমার মনে হয় একমাত্র সম্মানিত মডারেটরই বিচার করবে কোনটা মানসম্মত আর কোনটা মানসম্মত নয় এই বিষয়টি নিয়ে অনর্থক একজন নতুন টিউনারকে অনুৎসাহিত না করাটাই ভাল। এর ফলে আমরা হয়ত হারাব একজন নতুন টিউনারকে এবং একজন ভিজিটরকে। কেননা এই টেকটিউনসের পিছনে তারও কিছুটা হলেও অবদান আছে। তার মাধ্যমেও হয়ত অন্যজনের কাছে ফৌছে যাবে টেকটিউনসের নাম যা টেকটিউনসের বিজ্ঞাপন হিসেবে কাজ করবে। হয়ত এই টিউনটি অপ্রয়োজনীয় একটি টিউন তবে এই টিউনে নতুন টিউনার এবং মানসম্মত টিউনারদের মনোভাব কিছুটা হলেই ফুটে উঠবে। সকল টিউনার এবং ভিজিটরদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের সময় নষ্ট করার জন্য। আর কোন বিতর্ক সৃষ্টি করার জন্য আমার এই টিউনটি করা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য সকলে মিলে মিশে থাকার। সকলকে ধন্যবাদ........
আমি রোমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম ,…… সহমত। তবে দয়া করে মডারেটরকে “মহামান্য” বলে ডাকবেন না। এই পদবীটা আমাদের দেশে শুধু মাত্র মহামান্য রাষ্ট্রপতিকেই দেয়া হয়ে থাকে।
ধন্যবাদ