ইউআরএল শর্টেনার এই শীতের গরম খবর । টুইটারের পর গুগলও নিয়ে এল নিজস্ব ইউআরএল শর্টেনার । এরপর ফেসবুক তারপর ওয়াডর্প্রেস-ডট-অর্গ , সর্বশেষ ইউটিউব আনল ইউআরএল শর্টেনার । যদিও ফেসবুক এখনও আনুষ্ঠানিক কোন ঘোষনা দেয়নি । কিছুদিন আগে গুগলের ইউআরএল শর্টেনার কিভাবে ব্যবহার করবেন তার উপর টিউন দিয়েছিলাম , আজকেরটি ফেসবুক ও ইউটিউবের উপর ।
ফেসবুকে ইউআরএল শর্টেনার : ফেসবুকের ইউআরএল শর্টেনারটি হচ্ছে fb.me । এটি পরীক্ষামূলকভাবে চলছে । ফেসবুকের মোবাইল সংস্করনে ছবির ইউআলএল হিসেবে এটি মাঝ মাঝে ব্যবহৃত হচ্ছে । আপনি নিজের প্রোফাইল ইউআরএলে টি ব্যবহার করতে পারবেন । অর্থাৎ আপনার প্রোফাইল ইউআরএলে টি যদি http://www.facebook.com/abcd হয় তাহলে আপনি সরাসরি fb.me/abcd দিয়েই প্রোফাইলে আক্সেস করতে পারবেন এর জন্য বাড়তি কিছু করতে হবে না । আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এটি এ্যাপলিকেশন, ইমেজ ইত্যাদিতে ব্যবহার করা যাবে । (সূত্র)
ইউটিউব ইউআরএল শর্টেনার : ইউটিউবের নিজস্ব ইউআরএল শর্টেনারটি হচ্ছে youtu.be । এটি কোন কাষ্টম ওয়েব এ্যড্রেসের জন্য নয় বরং ইউটিউবের ভিডিওয়ের জন্য । এটি ব্যবহার করা আরো সহজ । আপনার কোন ইউটিউবের ভিডিওর এ্যড্রেস যদি http://www.youtube.com/watch?v=abcde হয় তাহলে কোন কিছু না করেই http://youtu.be/abcd দিয়েও ভিডিওটি উপভোগ করতে পারেন । (সূত্র)
মনে হচ্ছে ওয়েব বিশ্বে ইউআরএল শর্টেনারের বিপ্লব শুরু হয়ে গেছে । আশা করি কিছুদিনের মধ্যে আরো কিছু জায়ান্ট ইউআরএল শর্টেনার নিয়ে হাজির হবে ।
*এই ফাকে আমার ইউআরএল শর্টেনারটিও দেখে নিতে পারেন http://ezze.tk
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
🙂