ডিপ্লোমা ইন্জিনিয়ার দেশের বাইরে যাওয়ার জন্য যা যা করনীয় (সবার জেনে রাখা ভাল)

সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন।আজকে আমি ডিপ্লোমা ইন্জিনিয়ার দের দেশের বাইরে যাওয়া নিয়ে আলোচনা করব ।বাংলাদেশ থেকে প্রতিদিন অনেক ইন্জিনিয়ার বিদেশে যাচ্ছে তার কারন ওরা বেতন অনেক দেবে বলে ।আর তাও ঠিক কারন আমাদের দেশে একজন ইন্জিনিয়ার বেতন পায় ৭ থেকে ১৫ হাজারের মত ,অথচ দেশের বাইরে পায় লাখের উপরে ।কিন্তু অনেক ইন্জিনিয়ার পড়ছে দালালের থাবায় ভালো বেতন তো দুরের কথা ঠিক মত কাজ পাওয়া টা কঠিন হয়ে পড়ে ।যাই তার মূল কারন এখানে আলোচনা করব ।
বাংলাদেশে থাকতে ইন্জিনিয়ারের করনীয়:
• প্রথমে আপনার মূল সার্টিফিকেট কারিগরি বোর্ডে সত্যায়িত করতে হবে ।
• তারপর সার্টিফিকেট শিক্ষা মন্ত্রনালয়ে সত্যায়িত করতে হবে
• তারপর সার্টিফিকেট টি পর রাষ্ট্র মন্ত্রনালেয় সত্যায়িত করতে হবে
• সব শেষে আপনি যে দেশে যাবেন সেই দেশের এমবাসি তে সত্যায়িত করতে হবে ।-

এই বার সত্যায়িত হয়ে গেলে আপনার কাজ শেষ সার্টিইফিকেট টি পেলে তা যে দেশে যাবেন সেখানে পাঠিয়ে দিন ।
প্রতারনার হাত থেকে বাচতে আপনার করনীয়:
আমি অনেক দিন ওমানে চাকরি করেছি সাইট ইন্জিনিয়ার হিসাবে তাই আমি দেখেছি বাংলাদেশি ইন্জিনিয়ারদের কি অবস্থা ।কারন ওমানে ,ডুবাই য়ে অনেক কেরেল্লা ( ইন্ডিয়ান ) ইন্জিনিয়ার আছে যে তারা ঘুমাইলেও বেতন পায় । তার কিছু কারন আমি তুলে ধরছি:….
• একজন মানুষের যখন ভিসা বাহির হয় তার সাথে এগ্রিমেন্ট পেপার সহ থাকে
• এগ্রিমেন্ট পেপারে ইন্জিনিয়ার বা লেবার হলেও কত টাকা বেতন পাবে সকল সুবিধা কত বছরের কন্ট্রাক্ট তা লিখা থাকে ।
প্রত্যেকটি বাংলাদেশি কে এখানেই ঠকায় কারন কোন বাংলাদেশী ইন্জিনিয়ারের যখন কোন ভিসা দেশে পাঠানো হয় তখন এগ্রিমেন্ট পেপার দেওয়া হয়না ।
এগ্রিমেন্ট পেপার না দেওয়ার কারন :ওমান বা দুবাইয়ে ৯০ % কোম্পানি (নামে মাত্র) ইন্জিনিয়ার বাংলাদেশ থেকে নেয় ভিসা বাহির করে বিক্রি করার জন্য ।কারন একজন ইন্জিনিয়ার শো করলে ১০-১৫ টি মেশন কার্পেন্টার এর ভিসা পাওয়া যায় ।ভিসা পেলে তারা বিক্রি করে পরে ইন্জিনিয়ারকে দেশে পাঠিয়ে দেয় ।তখন ইন্জিনিয়ার ও নিরুপায় কারন তার কাছে কোন এগ্রিমন্ট পেপার নেই ।যদি এগ্রিমন্ট পেপার থাকত তাহলে পেপার দিয়ে কেস করলে মালিক ২ বছরের বেতন দিয়ে দেশে পাঠাতে হবে ।আর ইন্ডিয়ান ইন্জিনিয়ার ঘুমাইলেও বেতন পায় কেন তা একটু বলি।কারন তারা যখন দেশের বাইরে আসে তখন ইন্ডিয়ান এমবাসিতে কন্ট্রাক্ট করে আসে যদি তারা ফেরত যায় তাহলে তাদের কে যতটাকা এগ্রিমেন্ট পেপারে চুক্তি থাকবে তত টাকা ফেরত দিতে হয় ।
আপনি এমন সুযোগ পেলে যা করবেন : যখন আপনি ভিসা পাবেন তখন এগ্রিমেন্ট পেপার চাইবেন না হয় যখন কন্ট্রাক্ট হবে তখন বলবেন এগ্রিমেন্ট পেপারের কথা ।আপনাকে দিয়ে যদি এমন ধান্দা করার চিন্তা ভাবনা থাকে দেখবেন দালালটি কেটে পড়ছে ।
কত টাকা লাগবে বিদেশে যেতে :আপনাকে যখন প্রস্তাব দিবে তখন টাকা চাইতে পারে ।কিন্তু একজন ইন্জিনিয়ার দেশের বাইরে গেলে ভিসা প্রসেসিং খরচ ফ্লাইট ভাড়া (সব খরচ ) কোম্পানি বহন করবে ।
আমি এই টিউনটি এখানে করার কারন প্রতিদিন অনেক মানুষ এই সাইটে টিউন পড়ে ।সবাই আয় নিয়া লিখে আমি আজকে সবাইকে জনসচেতনতার জন্য বিস্তারিত লিখলাম ।সবাইকে ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন ।

উৎসঃ প্রথম আলো ব্লগ

Level 2

আমি Zubair। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bhai, uae-er khobor ki? kobe kholbe? Do something about it please.

Level 0

খুব ভালো দরকারি পোস্ট আচ্ছা আমি ইলে্কট্রাইকাল নিয়া ডিপ্লোমা পাশ করছি এখন বিদেশ এ জেতে চাই কিন্তু ভাল কোন মাধ্যম পাচছি না কি করতে [পারি

vai,ami 2011 te elctrical a diploma pass kori. amar bidesh jete hole kivave job search korte hobe?arekta kotha apni ki diploma eng? kothai thaken? reply plz.
my email id [email protected]

apni dese acen? naki dubai a?vai site show kore na.

কথাগুলি কি আপনার, ব্লগ থেকে কপি করে দিয়েছেন। যদিও সূত্র উল্লেখ্য করেছেন কিন্তু মনে হচ্ছে আর একজনের লিখা কপি করে দিয়েছেন। যাই হোক এ ধরনের পরামর্শ দিতে চাইলে নিজের বাস্তব অভিজ্ঞতা না থাকলে লিখবেন না।

• একজন মানুষের যখন ভিসা বাহির হয় তার সাথে এগ্রিমেন্ট পেপার সহ থাকে

ভিসা দেয় যে দেশে যাবে সে দেশের সরকার আর এগ্রিমেন্ট হয় যে কোম্পানী লোক নিবে এবং যে যাবে তার মধ্যে। তাহলে ভিসার সাথে এগ্রিমেন্ট পেপার থাকবে কিভাবে বিষয়টা বুঝলাম না।

আমার জানামতে এগ্রিমেন্ট পেপার বা কন্ট্রাক পেপার সই করা ছাড়া কেউই বিদেশ যায়না। একটা দুই নম্বর কোম্পনী হলেও কন্ট্রাক পেপারে দুই পক্ষ সই করেই বিদেশে নেয়।

আর যেটা বল্লেন যে কেরেলারা গুমিয়েও বেতন পায়। আপনিও কি গুমিয়ে গুমিয়ে বেতন পাওয়ার স্বপ্ন দেখেন না কি?
বাংলাদেশের শ্রমিকরা বিদেশে যেয়ে যে সমস্যাটাতে বেশি পরে তা হল ভাষা সমস্যা। বাঙ্গালীদের ইংরেজিতে দুর্বলতার কারনেই বেশি বিপদে পরে। আর শুধু কেরেলা কেন পাকিস্তানী, ফিলিপিনো, নেপালী, ইন্ডিয়ান তারা সবাই ইংলিশে টকিং করতে পারে। তারা গুমালেও যদি বসের কাছে দরা পরে তাহলে যটপট একটা বানানো উত্তর দিয়ে বসকে মেনেজ করতে পারে। আর বাঙ্গালী কাজ করার পরও বস যদি বসে থাকতে দেখে কারন জিজ্ঞাসা করতে কোন উত্তর দিতে পারেনা আমতা আমতা করে আর তাতেই সে কাজ করার পরও সে কামচোর হিসাবে দরা খায়।

তবে সার্টিফিকেট গুলি যেভাবে সত্যায়িত করতে বলেছেন তার প্রক্রিয়াটি সঠিক। তার জন্য আপনাকে ধন্যবাদ।

সকলের প্রতি আমার আর একটি অতিরিক্ত পরামর্শ হল কাজের স্কীল এর পাশাপাশি ইংলিশ এর টকিং স্কীলটা বাড়ান। আমার অভিজ্ঞতা থেকেই বলছি বাঙ্গালীদের কাজ শিখতে বেশি সময় লাগেনা। শুধু আপনাকে পরিশ্রমী হতে হবে। আর একজন গুমাইতেছে তা দেখে যদি আপনিও গুমাইতে চান তাহলে কোন দিনও উন্নতি করতে পরবেন না।

আমাদের দেশে এখন ব্যাঙের ছাতার মত দালালেরা এজেন্সি খুলে বসেছে তাই কোনটা ভাল আর কোনটা খারাপ এসেন্সী তা বলা খুব ‍মুশকি। আমার জানা মতে বনানীতে কিছু এজেন্সী আছে তা খুবই ভাল আর মধ্যে বেঙ্গল টাইগার্স ওভারসীজ, হক ওভারসীজ, মেনেস পাওয়ার, রাজ ওভারসীজ, মেটকো ইত্যাদি। অনলাইনে খোজ খবরের পাশাপাশি এই সমস্ত এজেন্সীগুলিতেও যোগাযোগ রাখতে পারেন। যদি কারও আরও কোন পরামর্শ লাগে তাহলে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে স্বাগতম।

    Level 0

    @মাসুদুর রহমান: ভাইজান, আমিতো বিএসসি শেষ কইরা ফেলাইছি। অহন বিদেশ যাইবার চাই। কি করন লাগব কন? আমি এক পায়ে খারা যাইবার লাই্গ্যা। সিরিয়াসলি কইতাছি ভাইজান। Email: [email protected]

      @Bill Gates: যেকোন কিছুই তকদিরের উপর নির্ভর করে। আপনার তকদীরে যদি থাকে তাহলে যেতে পারেন আর যদি তকদীরে না থাকে তাহলে যতই সিরিয়াস হোন না কেন কাজ হবেনা। তবে আপনার কাজ আপনাকে করতে হবে।
      ১। আপনার পাসপোর্ট করে রাখুন।
      ২। সার্টিফিকেট গুলি সত্যায়িত করে রোখেন।
      ৩। এই (বেঙ্গল টাইগার্স ওভারসীজ, হক ওভারসীজ, মেনেস পাওয়ার, রাজ ওভারসীজ, মেটকো ইত্যাদি) অফিসগুলিতে আপনার একটা সিভি তৈরী করে জমা দিন।
      ৪। দেশে কাজ করে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকুন।
      ৫। ইংরেজি, কম্পিউটার (অটোক্যাড) এগুলিতে দুর্বলতা থাকলে দুর্বলতা কাটিয়ে ফেলুন।
      ৬। অনলাইনে জব সার্স করতে থাকুন তবে সাবধান কেউ যদি প্রসেসিং এর জন্য আগেই ডলার পাঠাতে বলে তাহলে সাবধান থাকবেন।
      উপরের কাজগুলি শেষ করে সুযোগের অপেক্ষায় থাকুন। ইনশাল্লাহ আপনার লক্ষ যদি ঠিক থাকে তাহলে এক সময় তাতে পৌছতে পারবেনই।

ami electrical nia diploma korchi amio vahire jawar plan kortesi

Level 0

জুবায়ের ভাই এবং মাসুদ ভাই কে অনেক অনেক thanks এত সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্য………….!

diploma 5th semester running …..in civil
bro aro detail diknerdesona den……
valo tune thanks….

awesome tune…..

Level 0

জুবায়ের ভাই এবং মাসুদ ভাই দু’জনকেই ধন্যবাদ।তবে, মাসুদ ভাইকে আমার পক্ষ থেকে একটা অনুরোধ, কাউকে কথার দ্বারা ব্যাথা ‍না দিয়েও তার ভুল সম্পর্কে অবগত করা যায়, আর তাই পরবর্তিতে কারো ভুল সম্পর্কে অবগত করতে নরম ভাষা ব্যবহার করতে আবারও অনুরোধ করছি,আপনারা যারা টিউন করেন তারা হচ্ছেন টেকটিউনস এর হার্ট, আপনারা যদি ধৈর্য্য হারা হয়ে পড়েন তাহলে আমরা কার কাছ থেকে কি শিখবো? ভাল থাকবেন,ধন্যবাদ।

    @A.A.Faruk: আপনাকে ধন্যবাদ সুপরামর্শের জন্য। মনে থাকবে।

    Level 2

    @A.A.Faruk: vhaia kisu lok thake jara shob shomoy mamuser mondo dik gula khuje, amar mone hoy tader uchit kharaptake bad dia valo tuku grohon kora.
    tobe ha vull dhorie dile nije k shongshodhon korar sujok hoy, tobe vull dhorar dhorar dhoronta shundor hoy tobe valo lage.

Akjon BSC Engineer (Non Diploma) er jonno Certificate gulo kuthay kuthay theke shottayito korte hobe ?? Abong er jonno ki process maintain korte hoy ?? amar mone hoy ei 2ta bishoye keu aktu details bolle shobar e kom besi upokar hoto. . . . . .

ওখানে কি এটাস্ট করা মুল সার্টিফিকেট পাঠাতে হবে নাকি তার ফটোকপি পাঠাতে হবে?

    Level 2

    @রকিব: vhaia photo copy pathale hobe tobe ullekhito isthane sottaito korte hobe.

      @Zubair: vai details procedure ta aktu bolen na……. kon kon montronaloy theke shottayito korte hobe(BSC) der jonno, abong er jonno ki ki korte hobe ?? kono taka dite hobe ?? montronaloy e kar sathe jogajog korte hoy eishob bepare??

Level 0

awesome post.thanks to all tuner related to this topics.

Level 0

ow..awesome post..

Level 0

nice post

ধন্যবাদ ভাই……… কাজের একটা পোস্ট।

আমি কম্পিউটার বিভাগের। আমি কি এপ্লাই করতে পারবো?

Level 0

Vai ami to mining and mine survey technology stdudent..Diploma compt hobe 2013.Amar khub ischa bahir a jawer.Details janar jonno emon kono Web addres ase ki????????????????????
VAi Pore valo laglo.

Thanks