সবাকে টিউনার ভাইদের জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারাক। মুসলমানদের ক্যালেন্ডারে পবিত্র রমজান মাস এক গুরুত্বপূর্ণ মাস। এই মাস বিশ্বাসীগণকে আত্মশুদ্ধিকরণের শিক্ষা প্রদান করে এবং যারা সমাজে কম সৌভাগ্যবান তাদের দুর্ভোগ কেমন তা সৌভাগ্যবানদের উপলব্ধি করার শিক্ষা দেয়। এই দিনে মুসলিমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার, পানীয়, ধূমপান এবং যৌন মিলন থেকে বিরত থাকে। এর সাথে তারা সৃষ্টিকর্তার উপাসনায় নিজেকে উৎসর্গ করে থাকে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে, তিনি যেন তার অতীতের সকল পাপ মাফ করে দেন। প্রতি বছর ঈদে বাড়ি যাবার সময় বাসের টিকেট, ট্রেনের টিকেট, লঞ্চের টিকেট, বিমানের টিকেট পাওয়া যায় না। কি করলে এই সমস্যা সমাধান করা যায়? ঈদে আরো অনেক সমস্যা বিদ্যমান। যেমন:
*** দৈনিক পত্রিকা। প্রায় সবগুলোর হেডিং হয়- আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। একদম ছেলেবেলা থেকে এখন পর্যন্ত প্রতি বছর একই কাহিনি, কোন ব্যাতিক্রম পাইনি। কালকের পত্রিকা খুললেই আশা করি প্রমাণ মিলবে।
*** বিটিভি। সার বেঁধে দাড়িয়ে থাকা বাচ্চা কাচ্চা। শরীর আর ঘাড় বিপরীত দিকে প্রায় ১২০ ডিগ্রী ঘুরিয়ে চিৎকার করে গাইছে- ঘুরে ফিরে, বারে বারে ( এইখানে শরীর বাঁকানোর সাথে সাথে মাথায়ও একটা সেইরকম ঝাঁকি হবে), ঈদ আসে ঈদ চলে যায়.....
*** এইখানেও সার বাঁধা মানুষ, তবে বাচ্চা নয়, বড়ো। এরা গাইছেন, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ।
চার। টিভি চ্যানেলের উপস্থাপিকা বা সংবাদ পাঠিকাদের প্রায় ডুমুরের ফুলের মতন মাথায় লেগে থাকা একটু খানি ঘোমটা এই দিনে পুরোপুরি গায়েব হয়ে যায়! চান রাতের খুশীতে তারা পরিপুর্ণ চাঁদ বদন নিয়ে টিভি পর্দায় হাজির হন!
এত কিছুর পরও আমরা আনন্দ করি। অথচ গরিবদের কেউ কোন খোজ খবর নেয় না। আসুন এই শীতে অন্তত একটি হলেও শীতবস্র দিয়ে তাদেরকে আমরা সাহায্য করি।
সবাইকে আবারো ঈদ মোবারক।
আমি Bill Gates। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিল গেটস আফনেরে কইতাছি…
ঈদ মোবারক জানাইছেন ভাল কতা৷ কিন্তু লগে ল্যাপটপ বেচার বিজ্ঞাপনটা ও ঠিক মত মাইরা দিছেন৷ আমার মনে অয় আফনেরে টেকটিউনে না আইয়া সেল বাজারে যাওয়ার দারকার…….
আফনেরে ও ঈদমোবারক