আমার RAM টা 512 Mb, 200 Mhz (DDR-I)। আমি অদূর ভবিষ্যতে আর একটা ৫১২ লাগাতে চাই। সমস্যা হল বাজারে এখনি 200 Mhz এর র্যাম পেতে খবর হয়ে যায়, ভবিষ্যতে পাওয়াটা তো আরো দুরূহ হবে। আর তুলনামূলকভাবে DDR-I এর দামও বেশি। এখন আমি যদি একটা DDR-II (৬০০ মেহা) কিনে আমার মাদারবোর্ডে লাগাই তাহলে কি ২০০ মেহা গতি পাব? সেটা আমার সিস্টেমের সাথে কি কি ধরণের কনফ্লিক্ট করতে পারে? একটু জানান দয়া করে।
আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউন্স জিন্দাবাদ !
বাস স্পীড জনিত সমস্যায় পড়তে পারেন। মানে কনফ্লিক্ট করতে পারে।