RAM নিয়ে প্রশ্ন

আমার RAM টা 512 Mb, 200 Mhz (DDR-I)। আমি অদূর ভবিষ্যতে আর একটা ৫১২ লাগাতে চাই। সমস্যা হল বাজারে এখনি 200 Mhz এর র‌্যাম পেতে খবর হয়ে যায়, ভবিষ্যতে পাওয়াটা তো আরো দুরূহ হবে। আর তুলনামূলকভাবে DDR-I এর দামও বেশি। এখন আমি যদি একটা DDR-II (৬০০ মেহা) কিনে আমার মাদারবোর্ডে লাগাই তাহলে কি ২০০ মেহা গতি পাব? সেটা আমার সিস্টেমের সাথে কি কি ধরণের কনফ্লিক্ট করতে পারে? একটু জানান দয়া করে।

Level 0

আমি মোহিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউন্স জিন্দাবাদ !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাস স্পীড জনিত সমস্যায় পড়তে পারেন। মানে কনফ্লিক্ট করতে পারে।

বুঝলাম…… আমি এইমাত্র আসলাম। তাই আপনার “নিক নামের” ব্যপারটা বুঝতে পারছি না। আপনার আগেও কি কেউ কমেন্ট করেছিল নাকি?

আমি ডিডিআর ওয়ান ব্যাব হারকরি নাই। তবে স্লটে বসলে আমি যেইটা করি দেই বসাইয়া। কারন কনফ্লিক্ট একবার আমারও হইছিলো। তবে যতদূর জানি ইন্টেলের চিপসেটের মাদারবোর্ডে বাস স্পিড ব্যাপার না। স্লটে বসলে সেইটা যেই বাস স্পিডের হোক না কেন ওটা মাদারবোর্ডের বাস স্পিডের ক্যাপাসিটি অনুযায়ী পারফরম্যান্স দেয়। আর নন ইন্টেল চিপসেট হলে এটা সমসয় দেখা দিবে।

তবে আপনার কথা পরে মনে হলো পেন্টিয়াম ফোরের কিছু প্রথম দিককার প্রসেসর আর সেইক্ষেত্রে আপনার মাদারবোর্ড খুব সম্ভবত নন ইন্টেল ব্রান্ড। আপনি শুধু এটা শিওর হন মাদারবোর্ডটা ইন্টেল চিপসেটের কিনা!
যদি ইন্টেল চিপসেটের হয় তাহলে টেনশন লেনেকা নেহি!

তবে আমার কথাটা হলো যদি এটা ডিডিআর 1 হয়।

আর যদি ডিডিআর 1 এর স্লটে ডিডিআর 2 লাগাইতে পারেন (যদিও জানি না পারবেন কি না) তাহলে আমার মনে হয় কাজ হবে না!

বুটিং এ গন্ডগোল সহ ওএস ক্রাস করবে!

আমি যতদুর জানি ডিডিআর 1 স্লটে ডিডিআর 2 লাগানো জাবেনা