ছবির ত্রিভুজ দুইটি খেয়াল করুন। উভয়ের ক্ষেত্রে ভুমি= ১৩ একক এবং উচ্চতা ৫ একক। এছাড়া অতিভুজের বিপরীত কোন দুই ত্রিভুজেই সমকোণ। সুতরাং ত্রিভুজ দুইটি সর্বসম এবং এদের ক্ষেত্রফল সমান। (ত্রিভুজের ক্ষেত্রফল= ১/২xভুমিxউচ্চতা)
এখন খেয়াল করুন ত্রিভুজ-১ এবং ত্রিভুজ-২ এর ক্ষেত্রে,
A1=A2
B1=B2
C1=C2
D1=D2
এবং যেহেতু ত্রিভুজ-১ = ত্রিভুজ-২
সেহেতু, A1+B1+C1+D1 = A2+B2+C2+D2 হওয়ার কথা। কিন্তু আসলে কি তাই হয়েছে। হয় নি। এখানে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হল A1+B1+C1+D1 = A2+B2+C2+D2+E
আমার প্রশ্ন হল E কোথা থেকে এলো?
আমি নাজমুল আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অঙ্কে তো ভালো ছিলাম, তাইলে এখন মাথা চু্কাইতাছে কেন???