দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী ৫টি যন্ত্র

প্রকাশিত
জোসস করেছেন
Level 1
১০ম শ্রেণী, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

আপনাদের নিত্যদিনের কাজকে সহজ করতে বিজ্ঞান প্রায়ই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আসছে। এই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করে চলেছে। কিন্তু আপনারা এখনও অনেক অসাধারণ প্রযুক্তি সম্পর্কে জানেন না। এইগুলো আপনারা নিত্যদিনের কাজগুলোতে ব্যবহার করতে পারবেন আর প্রযুক্তি ব্যবহারের ফলে অবশ্যই কাজটি হবে খুব দ্রুত এবং নিখুঁত। আমি আপনাদের এমন ৫টি প্রযুক্তি সম্পর্কে জানাবো।

১.WGP MINI UPS

আমাদের তালিকার প্রথমে রয়েছে একটি মিনি ইউপিএস। সেটির নাম হলো Wonderful Green Power। বর্তমানে আমাদের বেশিরভাগ বাসায় Wifi সুবিধা বিদ্যমান। আর সেই WiFi বাবহারের জন্য রাউটারের প্রয়োজন পড়ে। কিন্তু বর্তমানে আমাদের দেশে চরম বিদ্যুৎ সমস্যা দেখা যাচ্ছে। যার কারনে বিদ্যুৎ চলে গেলে রাউটার বন্ধ হয়ে যায় এবং আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না। কিন্তু এই মিনি ইউপিএস দিয়ে আপনি আপনার বাসার রাউটারটি বিদ্যুৎ যাওয়ার পর ৭ থেকে ৮ চালাতে পারবেন। যা সত্যিই অসাধারণ। এছাড়াও আমাদের রাউটার নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারন বজ্রপাত। এই যন্ত্রটির ফলে আপনাদের সেই সমস্যাটিরও সমাধান হয়ে যাবে। এইটিতে তিনটি আউটপোর্ট রয়েছে। এর মধ্যে একটি ৫ ভোল্ট এর উএসবি পোর্টও আছে। সুতরাং এটি দিয়ে মোবাইল চার্জ করাও সম্ভব। এটিতে ৪৪০০ মেগাহার্জের ব্যাটারি বিদ্যমান। আর এটি আপনারা রাউটার ছাড়াও সিসিটিভি ক্যামেরা বা স্মার্ট ডোরালকেও ব্যবহার করতে পারবেন।

২.RAVPOWER 60W DEKSTOP CHARGER

এটি হলো এক ধরনের বহুমুখী চার্জার। এটি খুবই কার্যকারী একটি যন্ত্র। এছাড়াও এটি আকারেও তুলনামূলক অনেক ছোট। এটিতে মোট ছয়টি ইএসবি পোর্ট থাকে। এর মানে আপনি এর সাহায্যে একই সাথে নিজের ছয়টি যন্ত্র চার্জ দিতে পারেন। সেটি আপনার মোবাইল, ঘড়ি, ড্রোন ইত্যাদি হতে পারে। এর মধ্যে একটি বিশেষ পোর্টও থাকে যেখানে দ্রুত চার্জ করার সুবিধাও রয়েছে। এইখানে Isment  নামে এক টেকনোলজির ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনার যন্ত্রের যতটুকু বিদ্যুৎ প্রয়োজন ততটুকুই দেয়। ফলে আপনার যন্ত্রের ব্যাটারির কোনো ক্ষতি হয় না। এর মাধ্যমে আপনার মাল্টিপ্লাগের মধ্যে যে সবগুলো চার্জার আলাদা করে লাগাতে হয় তার আর প্রয়োজন পড়াব না।

৩.RAVPOWER 3 IN 1 NYLON BRAIDED CABLE

এতক্ষনতো শুধু আমরা চার্জার নিয়েবলেছি। কিন্তু যদি একটি ভালো ক্যা্বল পাওয়া না যায় তবে চার্জারের কোনো ব্যবহারই সম্ভব নয়। তাই আমি একটি ভালো মানের ক্যাবল সম্পর্কে কিছু কথা বলবো। যার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে। এটি নাইলনের তৈরি। সুতরাং এর স্থিতিস্থাপকতা অনেক বেশি। এর কোম্পানি দাবি করে এটি দিয়ে একটি গাড়ি টেনে নেওয়া সম্ভব। এছাড়াও এর অন্যতম বড় সুবিধা হচ্ছে এর মধ্যে একই সাথে তিনটি ভিন্ন ধরনের পোর্ট থাকে। সুতরাং আপনার প্রয়োজন অনুসারে যেকোনো পোর্ট আপনি ব্যবহার করতে পারবেন। এটি ছিড়ে যাওয়া, ভেঙ্গে যাওয়ার চিন্তা নেই।

৪.SONO OFF S26 WIFI SMART PLUG

এখন আপনাদের একটি স্মার্ট প্লাগ সম্পর্কে জানারো। এটি আপনি দেয়ালে লাগিয়ে তার মধ্যে  মাল্টিপ্লাগ যোগ করতে পারবেন। এটি আপনি কথা বলার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। এটি আপনার কথায় চালু বা বন্ধ হতে পারে। এটি আপনি এছাড়াও গুগল অ্যাসিস্টেন সাপোর্টের মাধ্যমে নিয়ন্ত্রন করতে পারবেন। এছাড়াও এদের নিজস্ব অ্যাপ আছে যেখান থেকে আপনি মোবাইলের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন।

৫.WORLD TRAVEL ADAPTER

এটির ভিতরে আপনি সব ধরনের সকেট পাবেন। এটি মূলত যারা বিভিন্ন দেশে ভ্রমণ করেন তাদের জন্য এক কার্যকারী জিনিস। বিভিন্ন দেশে বিভিন্ন সকেট থাকে। যার ফলে আশা বিভিন্ন সময় আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও বিদেশ থেকে বিভিন্ন মিশিন যন্ত্রপাতি আসে যার সকেট ভিন্ন ধরনর। এই যন্ত্রটি আপনাদের সেই সমস্যার সমাধান করে দিবে। এটি দেয়ালে লাগানোর জন্যও সব ধরনের ইনপুট দেওয়া আছে। এছাড়াও এতে দুইটি ইউএসবি পোর্ট রয়েছে। সুতরাং এর সাহায্যে আপনি চার্জও করতে পারবেন।

Level 1

আমি স্বচ্ছ সাফায়েত। ১০ম শ্রেণী, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস