ওয়েব ডেভেলপমেন্ট এ পারদর্শীরা একটু দেখবেন Please, ওয়েব সাইট এর জন্য একটি পাওয়ারফুল রেজিস্ট্রেসন ফরম যুক্ত করা যায় কিভাবে?

সবাইকে শুভেচ্ছা, কেমন আছেন সবাই? আশা করি করি ভালই আছেন।

আজ আমি আপনাদের কাছ থেকে কিছু জানার জন্য এসেছি ।

 রেজিস্ট্রেসন ফরম এ যে বিষয় গুলো থাকবে....

 ১. রেজিস্ট্রেসন করতে গেলে প্রথমে নির্দিষ্ট কিছু শর্ত দেখাবে, শর্তগুলো Accept করলে রেজিস্ট্রেসন পরম ওপেন হবে।

২. কুপন কোড সিস্টেম থাকবে অর্থাত,কেউ রেজিস্ট্রেসন করতে গেলে user-name, password, Email চাওয়ার পাশাপাশি কুপনকোড চাইবে, যে কুপনকোড জানবে শুধুমাত্র সেই রেজিস্ট্রেসন করতে পারবে। একটি কুপনকোড একবারের বেশী ব্যবহার করা যাবে না।

কেই যদি জানেন কিভাবে এটি করতে হবে তাহলে please জানাবেন অনেক উপকার হবে।

Level 0

আমি ফিরোজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি কি নির্দিষ্ট কোন cms এর জন্য চাচ্ছেন নাকি কোন প্লেন কোডিং এর কাজ চাচ্ছেন (php,mysql). এইটা জানা দরকার আগে 😀

তাহলে চেষ্টা করতে পারি 😀

ata joomla ta kora jaba

@ফিরোজ আহমেদ: ব্যাপারটা আপনি যেরকম ভাবছেন মোটেও সেরকম না। এসম্পর্কে আরও ধারনার প্রয়োজন। এই কাজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে আর HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কাজটা সার্ভার সাইডে করতে হবে। সবচেয়ে ভাল হবে আপনি কাজটায় কাউকে কন্সাল্ট করেন।

আমি নিজেই পেরেছি……………..