payoneer কার্ড থেকে টাকা তুলেছেন এমন কেউ থাকলে সাহায্য করেন

payoneer কার্ড থেকে টাকা তুলেছেন এমন কেউ থাকলে সাহায্য করেন। বাংলাদেশের কেউ যদি পেওনিয়ার কার্ড থেকে টাকা তুলে থাকেন তাহলে প্লিজ আমাকে জানান। আমিও আমার কিছু টাকা এটিমবুথের মাধ্যমে তুলতে চাই। আর পাইওনিয়ার কার্ড কি ডাচ বাংলা বুথে সাপোর্ট করে। তাহলে আমি কিছু টাকা তুলতাম।যদি কেও থাকেন অনুগ্রহ করে আমাক জানাবেন।

Odesk

Level 2

আমি খালেদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello World


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হ্যা, ডাচবাংলা বুথ সাপোর্ট করে। আমি প্রায় ১২০০ ডলার তুলেছি। অন্যান্য কিছু ব্যাংক এর বুথ ও সাপোর্ট করে। যেমন, স্ট্যান্ডার্ড চার্টাড,

সম্ভব হলে ব্রাক/ স্ট্যান্ডার্ড চার্টাড দিয়ে তুলুন। ডাচ বাংলার এটিএম এ প্রায়ই সমস্যা থাকে, ডিসপেন্সার এ সমস্যার কারণে টাকা আটকা পড়লে ফেরত পেতে জুতার তলা ক্ষয় হবে।

ধন্যবাদ। এটিএম বুথ থেকে কি টাকা নাকি ডলার দের হয়? জানাবেন প্লিজ।

    @Khaled Md Tuhidul Hossain: অবশ্যই টাকায় দেয়। নেটে ডলারের রেট দেখে টাকা রিকুয়েস্ট করবেন। আর বিভাগটা চেঞ্জ করে সাহায্য/জিজ্ঞাসা দিয়ে দেন।

      হুম উপরের সকল কমেন্টের সাথে আমি এক মত

    @Khaled Md Tuhidul Hossain: অবশ্যই টাকা দিবে, ডলার না 🙂

Level 0

ডলার রেট জানতে পারেন এখান থেকে http://www.exchange-rates.org/Rate/USD/BDT
টাকা উঠানোর সময় চার্জ বাদ দিয়ে ডলার হিসাব করুন।
টাকা উঠানোর চার্জ সম্পর্কে বিস্তারিত পাবেন এখানে। http://freelancerstory.blogspot.com/2008/09/blog-post.html

ভাই আপনি কি টাকা তুলে ফেলছেন? যদি না তুলে থাকেন বা পরর্বীতে যদি টাকা তুলতে হয় তাহলে আমার সাথে একটু যোগাযোগ করবেন প্লীজ। আমার একটা payoneer card আছে কিন্তু টাকা লোড করতে পারতাছি না। যদি হয় অনলাইনে না। সামনা সামনি দেখা করে লেনদেন করব ।

No. I am waiting. Ok i will contact with you. My mob 01935661557. Thanks all to help me. May allah bless you all.

আপনাদের সাহায্যের অপেক্ষায়!

আজ থেকে প্রায় দুই মাস পূর্বে আমি ওডেস্ক ভায়া হয়ে পেওনিয়ারে সাইন আপ করি। কিন্তু তখন আমি কার্ডের জন্য অর্ডার দেইনি। কারণ, তখন আমার একাউন্ট শূণ্য ছিল। এখন আমার কার্ডের প্রয়োজন। বিশেষ করে যখন মানিবুকার্স আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে। কিন্তু আমি কোনভাবেই কার্ডের অর্ডার দিতে পারছি না।

আমি আমার পেওনিয়ার একাউন্টে লগইন করলে দেখায় Your card has not been approved yet. অপরদিকে যদি নতুন একাউন্ট খুলতে যাই তাহলে আমার ইউজার আইডি ও মেইল exiting দেখায়। যদি কেউ সাহায্য করেন আমি কৃতজ্ঞ থাকব।

রাসূল সা. বলেছেন- যে ব্যক্তি দুনিয়াতে তার অপর কোন ভাইয়ের একটি বিপদকে দূর করে দিবে আল্লাহ তায়ালা আখেরাতে সেই ব্যক্তির একটি বিপদ দূর করে দিবেন।

    @এম আর ইসলাম: ভাই আপনার আকাউন্ট এ ডুকে support এ ইমেইল করেন যে আমি কার্ড পাইনি। আমার কার্ড পুনরায় সেন্ড করেন। ইনশাল্লাহ কাজ হবে