লিনাক্স মিন্ট ১০ ব্যাবহার করছি প্রায় ২ মাস এবং খুব প্রাউড এন্ড গুড ফীল করছি লিনাক্স ব্যাবহার করে।
এখন একটু সমস্যায় পরেছি, সমাধানের রাস্তাটা একটু বলে দেন প্লিজ।
.
সমস্যা ১) সফটওয়ার ইনিষ্টল করতে পারছিনা।
সফটওয়ার মানেজারে গিয়ে বিটটরেন্টা খুঁজে বের করে ইনিষ্টলে ক্লিক করলাম, এরপর পাসওয়ার্ড
চাইল। পাসওয়ার্ডও দিলাম। কিন্তু এরপর আর কিছু হয়না। একদমই কিছু হয়না। এরপর অন্য
সফটওয়ার দিয়ে ট্রাই করলাম। তাও কিছু হয়না। তারপর মাল্টিমিডিয়া সফটওয়ার ইনিষ্টলের চেষ্টা
করলাম, একই অবস্থা। কিছুতেই ইনিষ্টল হয়না। আশা করি সমস্যাটা বোঝাতে পেরেছি।
.
সমস্যা ২) কী-বোর্ড এর বাম পাশের কী-প্যাড ইউজ করতে পারছিনা।
কী-বোর্ডের এর বাম পাশের যে কী-প্যাড থাকে(ঐ যে প্রথমে 7 8 9 এর নিচে 4 5 6 এর নিচে
1 2 3 কী থাকে) সেটা ইউজ করতে পারছিনা। কী গুলো টিপ দিলে মাউস পয়েন্টারটা
এদিক-ওদিক দৌড় দেয়। আমার দরকার 7 বা 8 টিপ দিলে যেন 7 বা 8 লেখাই উঠে। কী ঝামেলা!
আমি রউফ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সমস্যা ১) qBittorrent, deluge এদুটা খুব ভালো টরেন্ট ক্লায়েন্ট। মিডিয়া প্লেয়ারের জন্য kmplayer, vlc, totem ব্যবহার করুন। Install এ ক্লিক করার পর অটো Menu > Internet বা Sounds and Video মেনুতে চলে আসবে ওগুলা। যদি না হয় তাহলে পাসওয়ার্ড ভুল দিয়েছেন। পুনরায় চেষ্টা করুন। আর যদি একেবারেই ডালো না হয় তাহলে Menu > Pref > Software sources এ যেয়ে বাংলাদেশী সার্ভার বন্ধ করে Main server দিন।
.
সমস্যা ২) নাম প্যাডে NumLock বাটনটা চেপে নিন। তারপর যতখুশি কাজ করুন, নম্বরই আসবে। লিনাক্সে ডিফল্ট হিসেবে এটা অফ থাকে।