লিনাক্সে ২টা সমস্যায় পরেছি। সাহায্য চাই।

লিনাক্স মিন্ট ১০ ব্যাবহার করছি প্রায় ২ মাস এবং খুব প্রাউড এন্ড গুড ফীল করছি লিনাক্স ব্যাবহার করে।
এখন একটু সমস্যায় পরেছি, সমাধানের রাস্তাটা একটু বলে দেন প্লিজ।
.
সমস্যা ১) সফটওয়ার ইনিষ্টল করতে পারছিনা।
সফটওয়ার মানেজারে গিয়ে বিটটরেন্টা খুঁজে বের করে ইনিষ্টলে ক্লিক করলাম, এরপর পাসওয়ার্ড
চাইল। পাসওয়ার্ডও দিলাম। কিন্তু এরপর আর কিছু হয়না। একদমই কিছু হয়না। এরপর অন্য
সফটওয়ার দিয়ে ট্রাই করলাম। তাও কিছু হয়না। তারপর মাল্টিমিডিয়া সফটওয়ার ইনিষ্টলের চেষ্টা
করলাম, একই অবস্থা। কিছুতেই ইনিষ্টল হয়না। আশা করি সমস্যাটা বোঝাতে পেরেছি।
.
সমস্যা ২) কী-বোর্ড এর বাম পাশের কী-প্যাড ইউজ করতে পারছিনা।
কী-বোর্ডের এর বাম পাশের যে কী-প্যাড থাকে(ঐ যে প্রথমে 7 8 9 এর নিচে 4 5 6 এর নিচে
1 2 3 কী থাকে) সেটা ইউজ করতে পারছিনা। কী গুলো টিপ দিলে মাউস পয়েন্টারটা
এদিক-ওদিক দৌড় দেয়। আমার দরকার 7 বা 8 টিপ দিলে যেন 7 বা 8 লেখাই উঠে। কী ঝামেলা!

Level 0

আমি রউফ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সমস্যা ১) qBittorrent, deluge এদুটা খুব ভালো টরেন্ট ক্লায়েন্ট। মিডিয়া প্লেয়ারের জন্য kmplayer, vlc, totem ব্যবহার করুন। Install এ ক্লিক করার পর অটো Menu > Internet বা Sounds and Video মেনুতে চলে আসবে ওগুলা। যদি না হয় তাহলে পাসওয়ার্ড ভুল দিয়েছেন। পুনরায় চেষ্টা করুন। আর যদি একেবারেই ডালো না হয় তাহলে Menu > Pref > Software sources এ যেয়ে বাংলাদেশী সার্ভার বন্ধ করে Main server দিন।
.
সমস্যা ২) নাম প্যাডে NumLock বাটনটা চেপে নিন। তারপর যতখুশি কাজ করুন, নম্বরই আসবে। লিনাক্সে ডিফল্ট হিসেবে এটা অফ থাকে।

Thanks. U r so kind.
.
সমস্যা ১) Menu > Pref > Software sources এ গিয়ে দেখলাম Main server দেয়াই অাছে। অাবার সফটওয়ার ইনিষ্টলের ট্রাই করলাম একাধিকবার, তবে কাজ হয়নি। পাসওয়ার্ডেও কনোও ভুল হয়নি। (তবে টরেন্ট নিয়ে সমস্যাটির সমাধান হয়েছে। এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে Transmission নামক একটি সফটওয়ার দেখলাম যেটা বাই ডিফল্ট মিন্টে দেয়াই অাছে এবং এটা দিয়ে টরেন্ট ডাউনলোড করা যায়। এখন অামি এই সফটওয়ারটি দিয়ে The Hangover মুভিটি ডাউনলোডে দিয়েছি।)
.
সমস্যা ২) নাম প্যাডে NumLock বাটনটা চেপেছি। একবার চাপ দিলে কী-বোর্ডে বাতি জলে অাবার চাপ দিলে বাতি নিভে। দু ভাবেই মাউস পয়েন্টারটা এদিক-ওদিক দৌড় দেয়, কিন্তু নম্বর দেখায় না। কী করা যায় এখন?

দ্বিতীয়টা একটা কমন সমস্যা প্রথম দিকের জন্য। 😛
কীবোর্ডের সেটিংস চেক করে দেখুন, আশা করি সমাধান হয়ে যাবে।

বাবর ভাই, অনেক চেষ্টা করেছি কিন্তু পারছিনা।
.
শাওন, ধর কনোও কারনে আমার মাউস নষ্ট হয়ে গেলে কী-বোর্ডকেই বা কী-পেডকেই মাউস হিসাবে ইউজ করা যায়, লিনাক্সে সেই অপসনটা কী? অপসনটা উঠাতে হলে আমাকে কী করতে হবে?

    @রউফ আলম: hum! এক কাজ করুন। টার্মিনাল দিয়ে সহজেই সফটওয়্যার নামানো যায়। Ctrl + Alt + T লিখে বক্সে এভাবে লিখুন

    sudo apt-get install vlc kmplayer qbittorrent deluge-gtk

    এরকম করে লিখলে সবগুলা ইন্সটল হয়ে যাবে। চাইলে যেটা ইচ্চা বাদ দিন।

    আর কিবোর্ডে লেআউট সমস্যা। আপনি Menu > Pref. > Keyboard এ যেয়ে দেখুন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মত লেআউট কিনা। ডেস্কটপগুলা সাধারনত 101/102 কি হয়। অনেক ক্ষেত্রে কি কম থাকতে পারে। বা অন্য মডেলের হতে পারে। তাও কাজ না হলে উপায় আছে। জানান আগে কাজ হয় কিনা।

    Menu > Preferences > Accessibility এ যান। তারপর কিবোর্ড দিয়ে মাউস নড়ানোর অপশন পাবেন 🙂

Menu > Pref. > Keyboard এ গিয়ে দেখেছি, এটা ডেস্কটপের মতই লেআউট।
.
Menu > Preferences > Accessibility গিয়ে সব অপসন ঘাটাঘাটি করলাম, কনোও সুবিধা করতে পারলাম না।
.
আর কনোও উপায় আছে কী? স্যরি ভাই, তোমাকে বারবার ডিসর্টাব করছি।

Level 0

keyboard আর কিছুই না। Num lock বন্ধ আছে। বন্ধ থাকলে এটি mouse এর কাজ করে।