আমি নকিয়া স্টোর থেকে আগে খুব সহজেই এ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারতাম। .sis এক্সটেনশনের ফাইল থাকত, লিংকে (উদাহরণস্বরুপ, http://store.ovi.com/content/213505?clickSource=publisher+channel&channel=&pos=3) এর জায়গায় /content/any number এর পর যা থাকবে, তা মুছে দিয়ে /download লিখে এন্টার দিলে ডাউনলোড অপশন আসে। (উদাহরণস্বরুপ, http://store.ovi.com/content/213505/download)
কিন্তু এখন অনেক এ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলে ডাউনলোড ঠিকই করা যায়, কিন্তু সেগুলোর এক্সটেনশন হ্য় .sis.dm, যে কারণে এগুলো মোবাইলে ইন্সটল করা যায়না। কেউ কি এর সমাধান জানেন ?
আমি আহাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদি ফাইলটি .sis.dm অথবা .sisx.dm হয়, তবে ফাইলটি Notedpad++/ Wordpad দিয়ে খুলুন। এরপর প্রথম ৩ লাইন ও পরবর্তি ফাকা ১ লাইন, মোট ৪ লাইন ডিলিট করে দিন এবং .sis অথবা .sisx এক্সটেনশন দিয়ে সেভ করুন। এরপর ফাইলটি মোবাইলে কপি করে ইন্সটলেশন কমপ্লিট করুম।