কোন এন্টি ভাইরাস ব্যবহার করা উচিত?

আচ্ছা কোন এন্টি ভাইরাস টা ব্যবহার করা ভাল হবে যা আমার পিসি-র জন্য বাড়তি লোড হবে না। আবার সিকিউরিটি নিয়েও চিন্তা করতে হবে না। আমি সাধারণত torrent, news, facebook, কিছু ব্লগ, কিছু মোবাইল সাইট ভিজিট করি। এসব হচ্ছে রেগুলার। আর দরকার পরলেই অন্য সব ওয়েব-এ যাওয়া হয়। নইলে না। আমার ল্যাপটপ-এ norton internet security 2010 দেওয়া ছিল সাথে 3 মাসের লাইসেন্স। মাঝে norton internet security 2011 ব্যবহার করেছি। ভাল। কিন্তু আজকাল মনে হচ্ছে একটু বেশি-এ গরম হচ্ছে ল্যাপটপ। যদিও আমি প্রোসেস-এ 5% এর উপর কাজ করতে পাই নাই idle অবস্থায়। এন্টি ভাইরাস লাইসেন্স এর সময় শেষ হয়ে এসেছে। তাই ভাবলাম আপনাদের সবার পরামর্শ নেই।

আমার পিসি কনফিগারেশন হচ্ছে:

hp pavilion dm4

intel core i5

2gb ram

1gb amd hd graphics

320gb hdd

আর...

intel core 2 duo 2ghz

2gb ram

250gb hdd

সাজেশন দেন। আর আসলে আমি জানতেও চাচ্ছি যে কোনটি বেশি ভাল আর কোনটি ইউজ করা হচ্ছে বেশি।

অবশ্য আমি ডেস্কটপ এ eset internet security 5 ব্যবহার করতেচি। কিন্তু clean দিলে error দেখায়। একটা ডায়ালগ দেখায় repeat।কিন্তু ক্লিক করলে কাজ করে না পরে do nothing দিতে হয়। তাই বুঝতেছি না যে আদৌ eset কাজ করতেছে কী না। যদি আমার ভাল লেগেছে। কিন্তু সিকিউরিটি টা তো আগে। হেল্প করেন ভাই

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

try microsoft security essential……

Eset nod use korte paren. .tobe j error tar kotha bolechen seita again windows setup dilei thik hoye jabe anyhow apnar eset crash hoise tai hoyto aita prb. .ar apnar os jodi genuin hoy tahole microsoft security essential use koren. .

আপনি AVG internet security ইউস করেন। এটাই এখন বেস্ট। ডাউনলোড করেন আর সিরিয়াল কি আমি দিতেসি।

ESIT korla valo hoba

সাব্বির ভাইয়ের কথা অনুযায়ী ইসেট ইউজান নাইলে লিনাক্স ইউজ করেন। ঝামেলা নাইক্কা।

হা আমার genuine home premium 64bit. eset use korbo?

Level 0

Norton Internet Security চালান শান্তি তে থাকবেন।

সামী ভাই, আপনার সমস্যায় আমি একবার পড়েছিলাম। ইসেট এন্টিভাইরাস ৫-এ একটা বাগ হচ্ছে, কিছু ভাইরাস ক্লিন করতে পারে না। তাই শুধু ইরর দেখায়। আপনি আগের ভার্রসনটা মানে ইসেট ৪ ইউস করতে পারেন আমিও তাই করছি আমার ল্যাপটপে। ইসেটই আমার দেখামতে সবচেয়ে সেরা এন্টিভাইরাস। আমরা প্রবাসে থেকে অনেককে দেখেছি অনেক এন্টিভাইরাস ইউস করতে। হার্ডওয়্যার ইঞ্জিনিয়্যারের কাজ করতে গিয়ে অভিক্ষতার আলোক থেকে বলছি। কেউ কেউ বলেছে নতুনভাবে উইন্ডোজ সেটাপ দিলে সম‌স্যা সমাধান হবে। কথাটা পুরুপুরি সত্য নয়। তাই আমার পরামর্শ থাকবে আপনি ইসেটের আগের ভার্রসনটা ব্যবহার করুন। আর আপনার যে ব্যান্ডের ল্যাপটপ তা একটু গরম হবেই। আমার অভিক্ষতায় তাই বলে। আমার যে সব বন্ধু এইচপি ব্যবহার করে তাদের সবার ল‌্যাপটপই গরম হয়। তবে খুব দামি হলে হয় না।
আমার যতটুকো পরামর্শ দেবার দিলাম বাকিটা আপনার বিবেচনা। ধন্যবাদ।

Level 0

ESET Smart security 5.0.94.0 use koren…

Level 0

apni AVG 2012 internet security use korun

hoy microsoft security essentials noyto avast