আচ্ছা কোন এন্টি ভাইরাস টা ব্যবহার করা ভাল হবে যা আমার পিসি-র জন্য বাড়তি লোড হবে না। আবার সিকিউরিটি নিয়েও চিন্তা করতে হবে না। আমি সাধারণত torrent, news, facebook, কিছু ব্লগ, কিছু মোবাইল সাইট ভিজিট করি। এসব হচ্ছে রেগুলার। আর দরকার পরলেই অন্য সব ওয়েব-এ যাওয়া হয়। নইলে না। আমার ল্যাপটপ-এ norton internet security 2010 দেওয়া ছিল সাথে 3 মাসের লাইসেন্স। মাঝে norton internet security 2011 ব্যবহার করেছি। ভাল। কিন্তু আজকাল মনে হচ্ছে একটু বেশি-এ গরম হচ্ছে ল্যাপটপ। যদিও আমি প্রোসেস-এ 5% এর উপর কাজ করতে পাই নাই idle অবস্থায়। এন্টি ভাইরাস লাইসেন্স এর সময় শেষ হয়ে এসেছে। তাই ভাবলাম আপনাদের সবার পরামর্শ নেই।
আমার পিসি কনফিগারেশন হচ্ছে:
hp pavilion dm4
intel core i5
2gb ram
1gb amd hd graphics
320gb hdd
আর...
intel core 2 duo 2ghz
2gb ram
250gb hdd
সাজেশন দেন। আর আসলে আমি জানতেও চাচ্ছি যে কোনটি বেশি ভাল আর কোনটি ইউজ করা হচ্ছে বেশি।
অবশ্য আমি ডেস্কটপ এ eset internet security 5 ব্যবহার করতেচি। কিন্তু clean দিলে error দেখায়। একটা ডায়ালগ দেখায় repeat।কিন্তু ক্লিক করলে কাজ করে না পরে do nothing দিতে হয়। তাই বুঝতেছি না যে আদৌ eset কাজ করতেছে কী না। যদি আমার ভাল লেগেছে। কিন্তু সিকিউরিটি টা তো আগে। হেল্প করেন ভাই
আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
try microsoft security essential……