যারা পিসিতে 3D Movie দেখেন তাদের সাহায্য চাই,আমি techtunes এ 3D Movie নিয়ে tune দেখার পর Multiplan center থেকে একতা 3D চশমা কিনেছি কিন্তু সমসসা হল কোন Movie দেখতে পারছি না তাই আপ্নারা যারা 3D Movie দেখেন তারা যদি একটু বলতেন কন সাইট থেকে mediafire link এ 3D Movie ডাউনলোড করা যাই তাহলে উপকার হত।
আমি রাতের বন্ধু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া একটা প্লেয়ার আছে যার মাধ্যমে যে কোন ভিডিও কে 3D তে রুপান্তর করা যায়। এই লিঙ্কে গিয়ে Software টা Download করুন – http://convert-to-3d.com/
তবে ভাইয়া এটা Trail Version । ৭ দিন ফ্রি ব্যবহার করতে পারবেন।
আমি এটার লাইসেন্স খুঁজি নি। খুজে দেখেন পাবেন। Google এ সার্চ দেন।
আর ভাই পাইলে আমাকে একটু মেইল করে জানিয়েন – [email protected]
ধন্যবাদ।