Microworkers এবং Sharecash এর সাহায্য চাই?

টিটি বিশেষজ্ঞরা সাহায্য করেন। আমি দের মাস হল microworkers.com সাইট এ কাজ করি। আমার প্রায় 12.00$ এর মত জমা হইসে। কিন্তু আমি এখনও জানি না কিভাবে forum posting করতে হয়। এই বেপারে যদি কেউ সাহায্য করেন তবে খুব উপকার হয়। কারন দেখা জায় যে ফোরাম পোস্টিং এর কাজ করলে একটু বেশি টাকা পাওয়া যায়।

আর কোন পদ্ধতিতে টাকা তোলা সহজ হবে moneybookers.com থেকে নাকি alertpay.com থেকে একটু জানাবেন।

Sharecash.com সাইট থেকে কিভাবে survey না করেও ফাইল ডাউনলোড করতে পারব একটু বিস্তারিত জানাবেন।

Level 0

আমি mdrofiquekhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

moneybookers বেটার হবে।

আর ফোরাম পোস্টিং হলো বিভিন্ন ইংরেজী ফোরামেম গিয়ে বায়ারের চাহিদা অনুযায়ী পোস্ট দেয়।

    @বাবর: ধন্যবাদ বাবর ভাই। আমি বিস্তারিত উত্তর আশা করেছিলাম। comment করার জন্য ধন্যবাদ। moneybookers থেকে টাকা তোলার উপায় কি বলতে পারবেন।

      @mdrofiquekhan: আমি সাধারণত ব্যাংকে আনি বা কারও কাছে সেল করে দেই। আমার একাউন্ট ব্র্যাক ব্যাংক দিয়ে ভেরীফাই করা। তবে এমাউন্ট কম হলে কারও কাছ সেল করে দেয়াই বেটার। নাইলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে।
      আরও কোন প্রশ্ন থাকলে করতে পারেন। আসলে স্পেসিফিক প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হয়।

    ধন্যবাদ বাবর ভাই,
    Forum posting এর ক্ষেত্রে কিভাবে thread post করতে হয় একটু বলবেন pls.
    ব্র্যাক ব্যাংক এ কিভাভে একাউন্ট ভেরিফাই করতে হয় জানাবেন। আর মিনিমাম কত widraw করতে হয় বলবেন