আমি এক বিরাট সমস্যায় পড়েছি। আমার ব্লগে ''Followers'' gadget যোগ করতে পারছি না। গেজট লিস্ট বের করলে Experimental লেখা আসে। আমি আমার ব্লগে Registered visitor তৈরি করতে চাই। দয়া করে কেউ সাহায্য করবেন? এমতাবস্থায়, আমি কি করিতে পারি? যদি কেউ আমাকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে পারেন, তার কাছে চির কৃতজ্ঞ থাকব।
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
google friend connect থেকে গেজেট এনে চেষ্টা করে দেখেন। আর সমস্যা আরো বিস্তারিত লিখবেন।
ব্লগস্পটে ১০০ এর বেশি অথর এড করা যাবে না। আর রিডারকে আপনার ইনভাইট পাঠাতে হবে যদি সুধু মাত্র রেজিস্টার্ড ইউজারদের ব্লগ পড়তে দিতে চান। wp এর মত করা যাবে না।