ওয়ার্ডপ্রেসে বাংলা করনে সমস্য আমি এটা করতে পারতাম কিন্তু আজ আমি ওয়ার্ডপ্রেসের সর্বশেষ সংস্করন সেটআপ দিয়েছি এবং বাংলা করব কিন্তু পূর্বের পদ্ধতিতে কাজ করে না। দয়া করে কি কেউ আমাকে হেল্প করতে পারেন।আমি সব কিছূ ঠিকঠাক করেছি।আমি সন্দেহ করছি যে ওয়ার্ডপ্রেসের নতুন ভার্ষনে নতুন ভাষার প্যাক লাগে নাকি যদি কেউ হেল্প করতে চান তবে আমাকে ভাষঅর প্যাক ও wp-config.php ফাইল টা দিয়েন মিলিয়ে দেখব। ধণ্যবাদ সবাইকে
আমি সব্যসাচী দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 410 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি হয়তো ছোট্ট একটু ভুল করেছেন সেই কারণেই এই অবস্থা হয়েছে। প্রথমে আপনাকে wp-content ফোল্ডার এর মধ্যে language নামক একটা ফোল্ডার তৈরি করে সেখানে বাংলায় অনুবাদ কৃত ফাইলটি bn_BD.mo নামে সংরক্ষণ করতে হবে, তারপর আপনাকে wp-config.php ফাইলের (৭২ নং লাইনে) define(‘WPLANG’, ‘bn_BD’); রিপ্লেস করুণ।