ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত লিঙ্ক ডিরেক্টরীতে ৫০০ লিঙ্ক(পোস্ট) যুক্ত করার জন্য কাজের প্রার্থী প্রয়োজন

ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত লিঙ্ক ডিরেক্টরীতে ৫০০ লিঙ্ক(পোস্ট) যুক্ত করার
জন্য কাজের প্রার্থী প্রয়োজন। প্রতি ১০০টি লিঙ্ক যুক্ত করার জন্য ১ ডলার
করে দেওয়া হবে।

কাজের নিয়মাবলিঃ
লিঙ্ক যুক্ত করার জন্য আলাদা ভাবে সাইট খোঁজার দরকার নেই। ডিরেক্টরীতে
একটি টুল আছে যেটার মাধ্যমে dmoz.org থেকে লিঙ্ক আমদানী করা যাবে। লিঙ্ক
আমদানীর পদ্ধতি নির্বাচিত ব্যাক্তিকে শিখিয়ে দেওয়া হবে। লিঙ্ক আমদানী করা
হয়ে গেলে প্রতি লিঙ্কে ডাটা(পোস্ট) এডিট করতে হবে। অর্থ্যাৎ লিঙ্কের
(পোস্ট) উপযুক্ত ট্যাগ, ক্যাটাগেরী,লেখক ইত্যাদি যুক্ত করতে হবে।
লিঙ্কের(পোস্টের) বিবরণ এসইও প্লাগিনে যুক্ত করতে হবে।

সেখানে টাইটেল,ট্যাগ ও বিবরণ দিতে হবে। এটি All in one SEO Pack এর মত।
লিঙ্ক(পোস্টের) বিবরণ এডিট করার প্রয়োজন নেই।
আমাদের সাইটটিতে ১৬৯টি ক্যাটাফগেরী রয়েছে। ডিমোজ থেকে প্রতিটি
ক্যাটাগেরীর জন্য কিছু সংখ্যক লিঙ্ক আমদানী করতে হবে। অর্থ্যাৎ লিঙ্ক
এমনভাবে আমদানী করতে হবে যেন কোন ক্যাটাগরীতে লিঙ্ক যুক্ত করা বাদ না
থাকে।

কোন কিছু বাদ পড়লে আবারো ই-মেইলের মাধ্যমে জানানো হবে। আর পেমেন্ট দেওয়া
হবে মানিবুকার্স এর মাধ্যমে।
কাজের জন্য বিড লিমিট- $৫-$৮।

যোগাযোগ-
ইমেইলঃ [email protected]
স্কাইপঃ Khalid.bd13

Level 0

আমি খালিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অবসরের একমাত্র সঙ্গী ইন্টারনেট। সময় পেলে বসে পড়ি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ পড়তে। মাঝে মধ্যে নিজেই শুরু করে দেই ব্লগিং। ব্লগ পড়া ও লেখা দুটোই নেশার মত হয়ে গেছে। আমার সম্পর্কে আরো জানতে চাইলে ঢুঁ মারুন ফেসবুকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dear bro I want to this job.
I also requested on Ur skype.
please check Ur skype to know my details and contact me.

Level 0

check Ur email.