আমি এডোবি প্রিমিয়ার প্রো শিখতে চাই। নেটে অনেক ঘাটাঘাটি করেও ভালো কোনো টিউটোরিয়াল বই খুজে পেলাম না। আমি প্রিমিয়ার প্রো তে এক্কেবারে নতুন। টিউটোরিয়াল হেল্প লাগবে । বাংলা অথবা ইংরেজিতে একটা হলেই হবে। কারো কাছে থাকলে শেয়ার করেন প্লিজ। আর একটা কথা, প্রিমিয়ার প্রো এর টিউটোরিয়াল বই কি বাজারে পাওয়া যায়? কোনটা ভালো । ।
আমি মুন্তাসির আর রাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Lynda॰Com এর tutorial video গুলো বেশ কাজে দিবে বই এর চেয়ে। Torrent এ সহজেই পাবেন। আর বড় ফাইল download করতে না চাইলে দোকানে গেলেই 50-100 টাকার মধ্যে DVD তে পেয়ে যাবেন।