'অভ্র' আমার কাছে একটি দুর্দান্ত বাংলা লেখার সফটওয়্যার। আমি অভ্রই ব্যবহার করি অনেকদিন হতে। কিন্তু কিছু সমস্যার কথা আজ না বললেই নয়। মাঝে মাঝে অনেকের বাংলা লেখা প্রিন্ট করতে হয় তখন আমার কাছ থেকে টাইপ করিয়ে নেয়। সেই সময় আমি অভ্র ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ি।
সমস্যাগুলি হলো :
১. 'অভ্র' দিয়ে 'হসন্ত' দিতে গেলে সেই অক্ষরটি একটু নিচে নেমে আসে যদি ফন্ট হয় 'সোলায়মানলিপি'। যেমন : 'বক্বক্'। এখানে 'ক' অক্ষরটি নিচে নেমে এসেছে। অন্য ফন্ট দিলে ঠিক হয়ে যায়, কিন্তু সোলায়মানলিপিতে বাংলা লেখা ভালো দেখায় বেশি।
২. আর আমি কি অভ্র দিয়ে বাংলা টাইপ করে সেই লেখাকে বিজয়ের কোন ইউনিকোড ফন্টে পরিবর্তন করতে পারবো? এক্ষেত্রে কি কোন সমস্যা হবে? ইউনিকোড ফন্ট কি অভ্র বা বিজয়ের জন্য সবই সমান? বিজয়ের কোন ফন্টগুলি ইউনিকোড, আমাকে কি দেয়া যাবে?
সবশেষ কথা হচ্ছে আমার অভ্র তে প্রিন্টিং এর জন্য একটি ভালো নরমাল ফন্ট প্রয়োজন। যা বইপত্রে বা পত্রিকাতে ব্যবহার করা যাবে এমন। সোলায়মানলিপি অনেক ভালো ছিল কিন্তু 'হসন্ত' সমস্যাটিই বড় সমস্যা। কি করা যায় এখন ?
আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I'm a student of Computing Information System (CIS) and love IT.
নিকষ ২০১০(Nikosh2010) নামে একটি ফন্ট রয়েছে… ওটাতে কনভার্ট করে নিলে এরকম আর দেখায় না…