গত কয়েকদিন ধরে টেকটিউনস এ প্রবেশ করা একটু মুশকিল হয়ে গিয়েছিল, এজন্য প্রক্সি ব্যবহার করতে হতো। এ ব্যাপারে টেকটিউনস এর মেইল দেখলাম আজকে। আমার ও একই সমস্যা ছিল মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম দিয়ে প্রবেশ করা টা খুব কষ্টকর ছিল এবং সহজেই প্রবেশ করা যেত না । (অবশ্য এখন পর্যন্ত ও তাই) এসমস্যাটা শুনেছি যাদের ISP এর সাথে BTCL এর সরাসরি লিংক আছে তাদের ক্ষেত্রেই হচ্ছে এবং আমার ক্ষেত্রে ও এর ব্যতিক্রম নয় যেহেতু আমি জিপি ব্যবহার করি। সব ব্রাউজার দিয়ে ট্রাই করার পর সর্বশেষ Opera 10.0 দিয়ে ট্রাই করলাম এবং খুব সহজেই প্রবেশ করলাম অবশ্য এর জন্য আগে Opera Turbo টা enable করে নিলাম। এর পর থেকে এখন পর্যন্ত খুব সহজেই টেকটিউনস এ প্রবেশ করতে পারছি। আপনাদের যাদের সমস্যা হচ্ছে তারা অপেরার সর্বশেষ ভার্সন টি ব্যবহার করে দেখেত পারেন আশা করি কাজ হবে। Opera ওয়েব সাইট থেকে এটি Download করে নিতে পারেন। আর Turbo টা অবশ্যই enable করে নিবেন যাদের connection slow ।
আমি jewel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনন্তকালের পথযাত্রী...
জানি ভাই! অপেরা ছাড়া এখন গতি নাই!