ল্যাপটপ সমস্যা, পরামর্শ চাই

Toshiba satellite A30 মডেলের ল্যাপটপ। প্রথমবার চালু করার পর Windows Desktop এ আসার ২/১ মিনিটের মধ্যেই ল্যাপটপ এর Power off (shut down না) হয়ে যাচ্ছে। পরবর্তীতে, কোন সময় Boot menu অথবা Windows Boot Logo পর্যন্ত এলেই ল্যাপটপ এর Power off হয়ে যাচ্ছে। Windows এর Setup CD থেকে Boot করলেও একই অবস্থা হচ্ছে। Linux Mint 10 Julia এর Live CD দিয়ে চালু করলেও একই সমস্যা হচ্ছে। ল্যাপটপ এর কনফিগারেশন ঃ Pentium-4, 3Ghz, Ram-1GB, HDD 40GB, DVD Drive। এ বিষয়ে টেক টিউনস এর অভিজ্ঞ ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি।

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস