বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট করা যায়? কিভাবে? প্লিজ হেল্প paymentbd সাইট টা কেমন?

বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট করা যায়? কিভাবে? প্লিজ হেল্প

paymentbd সাইট টা কেমন? এটা নাকি এখন বন্ধ?

তাহলে কি বিদেশের কোন ফ্রেন্ড দিয়ে বিদেশে বসে একাউন্ট খুলতে হবে এবং তার একাউন্ট ভেরিফাই করতে হবে তাকে দিয়েই? পরের প্রসেস কি ?

wire transfers এর অসুবিধা কি?

ধন্যবাদ

Level 0

আমি শাহেদ খান (আনারস পাতা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 405 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চলছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

01916694377 contact with me……….>

বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট করা যায়? কিভাবে?
>>> আপনি সর্বপ্রথম ইন্টারনেট থেকে সাইপ্রাসের একটি আ্যাড্রেস খুজে বের করবেন (এই দেশের ঠিকানা দিলে বেটার হবে)। এবং সেই আ্যাড্রেস দিয়ে একাউন্ট ক্রিয়েট করবেন । এতে আপনার একটি আনভেরীফাইড পেপাল আ্যাকাউন্ট হবে ।

paymentbd সাইট টা কেমন? এটা নাকি এখন বন্ধ?
>>> পুরোপুরি বন্ধ না । এখন উনারা শুধু ফ্রিল্যান্সিং সাইটগুলোর টাকা এক্সচেন্জ করে ।

তাহলে কি বিদেশের কোন ফ্রেন্ড দিয়ে বিদেশে বসে একাউন্ট খুলতে হবে এবং তার একাউন্ট ভেরিফাই করতে হবে তাকে দিয়েই? পরের প্রসেস কি ?
>>> এটা করা যেতে পারে । যে সকল দেশ পেপাল সাপোর্ট করে এমন কোন দেশে যদি আপনার ঘনিষ্ঠ কেউ থাকে তাকে দিয়ে ভেরীফাই + পেপালে একটা মাস্টারকার্ড আ্যাড করে দিতে বলবেন এবং মাস্টারকার্ডটা আপনি নিয়ে নিবেন ।

wire transfers এর অসুবিধা কি?
>>> সময়সাপেক্ষ ও তুলনামূলক বেশী ব্যায়বহূল । বাংলাদেশে এটা আরও এক্সট্রা ঝামেলা ।

বিঃদ্রঃ বাংলাদেশে দালালের অভাব নাই । দালালরা অনলাইনেও দালালি শুরু করেছে । কেউ আপনার এই পোষ্ট পড়ে অল্প টাকায় যেমন- ২০-৩০ ডলারে ভেরিফাইড পেপাল সাপ্লাই দেয়ার কুপ্রস্তাব করতে পারে ।
এরা মূলত ৫-১০ ডলার দিয়ে VCC বা ভার্চুয়াল ক্রেডিট কার্ড কিনে তা দিয়ে পেপাল ভেরীফাই করে দিবে ।এবং সর্বোচ্চ 2 মাসের মধ্যে যেকোন সময়ে আপনার আ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে সুনিশ্চিত ভাবে । সো….বি কেয়ারফুল ।

    @ভ্যাম্পায়ার: অসংখ্য ধন্যবাদ

    কোন অপশন সবচেয়ে ভাল হবে ? পেমেন্টবিডি নাকি বিদেশ কারণ ফ্রিল্যন্সিং সাইটের কথাই বলছি, তবে সাইট কিছুটা আনকমন হলে সমস্যা নেই তো তবে সাইট ১০০০ % জেনুইন।

    মাস্টারকার্ড কোথা থেকে উঠাবো?

    বাংলদেশ থেকে লগিন করলে একাউন্ট নাকি লিমিট করে দেয়?

    আপনার মেইল বা ফেইসবুক আইডি দিবেন প্লিজ

    ধন্যবাদ অনেক অনেক