আমি একটি প্রিন্টার কিনতে চাই। আমি প্রিন্টার নিয়ে টিউন গুওলো পড়লাম। কিন্তু কোন প্রিন্টার এখান কেনা ভাল হবে তা বুঝতে পারছি না। আমার পড়াশুনা রেলটেড ছবি প্রিন্ট করা প্রয়োজন। বেশি দরকার কাল প্রিন্ট করা কিন্তু রঙিন প্রিন্ট করাটা একই সাথে গুরুত্তপূর্ণ। আমাকে প্লিস সাহায্য করেন । কোন প্রিন্টার কেন উচিত যা ভাল প্রিন্ট দিবে আর সেই সাথে রেফিলিবল হবে।
আমার একটা প্রিন্টার আছে। lexmark z645। আমি রেফিল করে করে ব্যবহার করতেছিলম। কিন্তু, সমস্স্যা হচ্ছে রঙিন প্রিন্ট করা। তেমন একটা প্রিন্ট করা হয় নাই। কিন্তু এখান শুধু নীল কালী আসতেশে। অন্য কালী হয় না। আর কাল আর রঙিন একত্রে করলে ছবির বর্ডার লাইন মিলে না। যেখানে হওয়ার কথা ঠিক সেই যায়গায় হয় না। আর শুধু নীল আর কাল রঙ আসে। আমি কেনার সময় আমাক বলা হৈছিল এটা রিফিল করা যাবে। যদিও এটা 4 বছর আগের কথা। আমি কাল কার্টিজ রেফিল করে ব্যবহার করেছি। কিন্তু রঙিন কখনো করি নাই।,,
যাই হোক আমাকে সাহায্য করেন। প্রিন্টার কোনটা কিনব সেটা বলেন। আর আমার পুরোনো প্রিন্টার এর সমসসা সমাধান দিলে আর খুশি হব। ও হা বলে নেই, আমার আগের প্রিন্টার এর কার্টিজ এ কিন্তু A লেখা ছিল না।
আর একটি কথা স্ক্যানের আর প্রিন্টার দুইটা একসাথে যেগুলো পাওয়া যায়। সেগুলো কেমন হবে?
আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরাতন lexmark z645 এ কালি রিফিল করতে পারেন। কালার কালির রিফিল কিনতে পাওয়া যায়।আপনার কালার কাটিজ এর হেড জাম বা কালি শুকিয়ে যেতে পারে এর জন্য আপনি কাটিজ খুলে হালকা গরম পানি করে কাটিজ এর মাথা বা হেড ধুয়ে নিতে পারেন এতে কাজ হতে পারে তার আগে কাটিজে একটু কালি দিয়ে দুই একটা প্রিন্ট নেবেন। আর যদি নতুন কিনতে চান তাহলে Epson T30 কিনেন। সাথে রিফিল ড্রাম সহ। তাহলে আপনার অনেক সুবিধা হবে।