সাহায্য চাই। বিষয় প্রিন্টার.

আমি একটি প্রিন্টার কিনতে চাই। আমি প্রিন্টার নিয়ে টিউন গুওলো পড়লাম। কিন্তু কোন প্রিন্টার এখান কেনা ভাল হবে তা বুঝতে পারছি না। আমার পড়াশুনা রেলটেড ছবি প্রিন্ট করা প্রয়োজন। বেশি দরকার কাল প্রিন্ট করা কিন্তু রঙিন প্রিন্ট করাটা একই সাথে গুরুত্তপূর্ণ। আমাকে প্লিস সাহায্য করেন । কোন প্রিন্টার কেন উচিত যা ভাল প্রিন্ট দিবে আর সেই সাথে রেফিলিবল হবে।

আমার একটা প্রিন্টার আছে। lexmark z645। আমি রেফিল করে করে ব্যবহার করতেছিলম। কিন্তু, সমস্স্যা হচ্ছে রঙিন প্রিন্ট করা। তেমন একটা প্রিন্ট করা হয় নাই। কিন্তু এখান শুধু নীল কালী আসতেশে। অন্য কালী হয় না। আর কাল আর রঙিন একত্রে করলে ছবির বর্ডার লাইন মিলে না। যেখানে হওয়ার কথা ঠিক সেই যায়গায় হয় না। আর শুধু নীল আর কাল রঙ আসে। আমি কেনার সময় আমাক বলা হৈছিল এটা রিফিল করা যাবে। যদিও এটা 4 বছর আগের কথা। আমি কাল কার্টিজ রেফিল করে ব্যবহার করেছি। কিন্তু রঙিন কখনো করি নাই।,,

যাই হোক আমাকে সাহায্য করেন। প্রিন্টার কোনটা কিনব সেটা বলেন। আর আমার পুরোনো প্রিন্টার এর সমসসা সমাধান দিলে আর খুশি হব। ও হা বলে নেই, আমার আগের প্রিন্টার এর কার্টিজ এ কিন্তু A লেখা ছিল না।

 

আর একটি কথা স্ক্যানের আর প্রিন্টার দুইটা একসাথে যেগুলো পাওয়া যায়। সেগুলো কেমন হবে?

Level 0

আমি সামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরাতন lexmark z645 এ কালি রিফিল করতে পারেন। কালার কালির রিফিল কিনতে পাওয়া যায়।আপনার কালার কাটিজ এর হেড জাম বা কালি শুকিয়ে যেতে পারে এর জন্য আপনি কাটিজ খুলে হালকা গরম পানি করে কাটিজ এর মাথা বা হেড ধুয়ে নিতে পারেন এতে কাজ হতে পারে তার আগে কাটিজে একটু কালি দিয়ে দুই একটা প্রিন্ট নেবেন। আর যদি নতুন কিনতে চান তাহলে Epson T30 কিনেন। সাথে রিফিল ড্রাম সহ। তাহলে আপনার অনেক সুবিধা হবে।

    @কালপুরুষ: সহমত। এটা বেস্ট প্রিন্টার আমার কাছে। দাম 4800টাকা। এত কালি খেয়েও শেষ হবেনা। কার্ট্রিজ সিস্টেম না কিনে উপরের মত ড্রাম বা “Continous Ink Supply System” কিনুন। কালার প্রিন্ট হবে, গ্লসি পেপারে প্রিন্ট করলে আসল ছবির মত পাবেন। আর এটা 720dpi তে প্রিন্ট দেয়। অন্য প্রিন্টারের চেয়ে বহুত ভালো।

Level 0

apni Brother DCP-J25 kine or sathei CISS debe lagiye neben, ink refilling er kono jhamelai nei, net e specification search kore nin, India te mechine tar dam 10,000 takar moto, Bangladesh er dam jana nei, ota die photo o print hoy 🙂

Level 0

apni brother ta kenun bhai , puro apnar brother(bhai) er motoei kaj debe

Level 0

মিনহাজুল হক শাওন vai sudhu photo printer lab quality print hobe amon kichu ache? abar CISS o ache or sathe, jate print quality bhalo hoy r kalir dam o kom porbe amon kichu photo printer ache?

    @Jonty: আমি ব্যবহার করি এপসন টি30। CISS আছে, A4 সাইজের গ্লসি পেপার ১৫০টাকা/২০পেজ, এগুলায় প্রিন্ট করলে ল্যাবের মতই প্রিন্ট পাবেন। কালি 90টাকা/রং। 3/4 মাসের আগে রিফিল করতে হবেনা 🙂

      @মিনহাজুল হক শাওন: তবে হাই DPI দিয়ে প্রিন্ট করতে হবে, ছবিও ভালো হতে হবে।

      Level 0

      asole ki bolun to bhai amar ekti studio ache ebong loker kolyaner jonyo kom kharoche urgent chobi kore dite hoy, brother ta bhaloi kaj dae but photor moto photo hoy na foley customer nastyo hoy, apnar printer ta India te 5500 takar moto dam dakhache net e, dekhi market e kato bole , thanx 🙂

      বাংলাদেশে ইমার্জেন্সি ছবি এই প্রিন্টার দিয়েই করা হয়। ভালো কালার পেতে কাগজও সেরকম হওয়া চাই। আপনি প্রিমিয়াম পেপারে প্রিন্ট করে দেখুন, ভালো ফলাফল পাবেন। এর এটার দাম ৫০০০ এর মাঝেই।

আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি স্পেকিফিকেশন দেখতেছি। আর ভাই বললেন না তো স্ক্যানার প্লাস প্রিন্টার গুলো কেমন হবে?

    @সামী: ও বলা হয়নি, একসাথে যেগুলা তাতে ভালো স্ক্যান পাবেন কিনা ভেবে দেখতে হবে। কারণ প্রিন্টের চেয়ে স্ক্যানারে অনেক বেশী dpi দরকার হয়। মার্কেটে কম দামে প্রিন্টার+স্ক্যানার+ফটোকপিয়ার পাওয়া যায়, তয় এগুলার কোয়ালিটি ভেবে দেখার জিনিস।

নিজের জন্যেই ব্যবহার হবে বেশি। আর আমি তেমন প্রফেশনাল এর মত ব্যবহার করতে চাই না। আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের মতামত আমাক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

@মিনহাজুল হক শাওন: আমি কয়েকটা দেখেছি। স্পেকিফিকেশন
canon pixma mp276 http://www.canon.com.sg/business/products/all-in-ones/inkjet-all-in-ones/pixma-mp276?languageCode=EN#specificationAnchor
Canon Pixma IP 3680 http://www.canon.com.my/p/EN/122-PIXMA-Inkjet-Printers/283-Photo-Printer/282-PIXMA-iP3680/
HP 2050 http://h10010.www1.hp.com/wwpc/au/en/sm/WF06a/18972-18972-238444-410635-410635-4027463.html
Lexmark X2650 কিন্তু এটা এখন আর তৈরি করে না lexmark। অনেক ব্যস্ততার মাঝেও যদি দেখে suggest করেন খুশি হবো। ধন্যবাদ ভাই।

    @সামী: দেখলাম, পিক্সমাও ভালো। তয় খেয়াল রাইখেন যেন CISS লাগানো যায়, নাইলে কার্ট্রিজ কিনতেই শেষ হয়ে যাবেন। কার্ট্রিজের দাম প্রিন্টারের সমান। HP নিয়েন না, ওইটা রিফিল করা কষ্টকর, কালি ম্যাচ করেনা, ১৩০০টাকা দাম কার্ট্রিজের, শুকায়ে গেলে ঝামেলা হয়। বাজেট জানলে বুঝতাম কেমন দামের খুজছেন।

আচ্ছা তাহলে epson টাই নিলাম। ধন্যবাদ আপনাদের।

Level 0

@মিনহাজুল হক শাওন
VIe please helpme…
amr email:[email protected]
apner numbber ta pathey din…
i need help…