আজ (০৬.১০.১১) আমি প্রথম লিনাক্স পদার্পণ করলাম। এখনও ১২ ঘন্টাও পার হয়নি এরই মধ্যে অঘটন ঘটিয়ে ফেলেছি। ভুলবশত প্যানেলে ডিলেট করে ফেলেছি। এখন কী করব।
।
প্যানেলে এটলিষ্ট স্টার্ট মেনু এবং ইন্টারনেট কানেকশন এর লোগোটা (ঐযে যেটা ২টা কেবলের কানেকশন প্যানেলে দেখায়, যেটা দেখলে বোঝা যায় ইন্টারনেট কানেকশন আছে কিনা বা নেই, ঐটা) লাগবেই।
।
প্যানেলে মাউসের রাইট বাটনটা কিক্ল করে এড প্যানেলে গিয়ে যে মেনু দেখায়, সেখানে এই দুটা (প্যানেলে এটলিষ্ট স্টার্ট মেনু এবং ইন্টারনেট কানেকশন এর লোগোটা) পাচ্ছিনা।
।
পিল্জ হেল্প।
আমি রউফ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টার্মিনালে লিখুন
gnome-panel –replace
এবার মুছে যাওয়া প্যানেল চলে আসবে।
স্টার্ট মেনু চালু করতে Add items > mint-menu
ইন্টারনেট আইকন, ভলিউম অ্যাড করতে Add items > Indicator Applet
🙂