ভুলে লিনাক্স মিন্ট ১০ এ পেনেটা ডিলেট করে ফেলেছি।

আজ (০৬.১০.১১) আমি প্রথম লিনাক্স পদার্পণ করলাম। এখনও ১২ ঘন্টাও পার হয়নি এরই মধ্যে অঘটন ঘটিয়ে ফেলেছি। ভুলবশত প্যানেলে ডিলেট করে ফেলেছি। এখন কী করব।

প্যানেলে এটলিষ্ট স্টার্ট মেনু এবং ইন্টারনেট কানেকশন এর লোগোটা (ঐযে যেটা ২টা কেবলের কানেকশন প্যানেলে দেখায়, যেটা দেখলে বোঝা যায় ইন্টারনেট কানেকশন আছে কিনা বা নেই, ঐটা) লাগবেই।

প্যানেলে মাউসের রাইট বাটনটা কিক্ল করে এড প্যানেলে গিয়ে যে মেনু দেখায়, সেখানে এই দুটা (প্যানেলে এটলিষ্ট স্টার্ট মেনু এবং ইন্টারনেট কানেকশন এর লোগোটা) পাচ্ছিনা।

পিল্জ হেল্প।

Level 0

আমি রউফ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টার্মিনালে লিখুন

gnome-panel –replace

এবার মুছে যাওয়া প্যানেল চলে আসবে।

স্টার্ট মেনু চালু করতে Add items > mint-menu

ইন্টারনেট আইকন, ভলিউম অ্যাড করতে Add items > Indicator Applet

🙂

মনে মনে আপনাকেই খুজছিলাম। আচ্ছা এখন ট্রাই করে দেখি। BACK IN 10 MNTS

১) মিন্ট মেনুতে গিয়ে টার্মিনালে যেভাবে লিখেছেন, ঠিক সেভাবেই লিখেছি। লেখার পর ১ মিনিট বসে থেকে এন্টার চাপ দিলাম। unknown বলে।
২) Add items > Indicator Applet গিয়ে সব কিছু চালু হয়েছে তবে ইন্টারনেট আইকনটা বাদ দিয়ে।

Please help

টার্মিনাল খুলে, gnome-panel –replace লিখার পর শো করে “No command ‘gnome-panal’ found, did you mean:
Command ‘gnome-panel’ from package ‘gnome-panel’ (main)
gnome-panal: command not found”

Indicator Applet এড করলে শুধু কী-র্বোড আর সাউন্ডের আইকনটা শো করে, ইন্টারনেটের প্লাগ আইকনটা শো করেনা। আর Indicator Applet মুছে Indicator Applet Complete যোগ করার পর শুধু একটা ক্রস আইকন, এর পাশে আমার নাম rouf আর সাটডাউন আইকনটা শো করে। কী-র্বোড, সাউন্ডের এবং ইন্টারনেটের প্লাগ আইকন কনোওটাই শো করে না।

ইন্টারনেটের প্লাগ আইকনটা খুব দরকার। ওটা ছাড়া আমি ইন্টারনেট কানেক্ট করতে পারছিনা। আমারটা হচ্ছে ব্রডব্যান্ড: PPPoE ইন্টারনেট কানেকশন কনফিগার, যেটা কিনা ব্রডব্যান্ড লাইন তবে ডায়াল-আপের মত কানেক্ট করা লাগে।
.
৬ তারিখ সকালে শামীম ভাই নিজে আমার বাসায় লিনাক্স মিন্ট ১০ ইনিষ্টল করে দেয় ইন্টারনেট কানেক্ট সহ। নিজের গাধামির জন্য এখন এটা ইউজ করতে পারছিনা।

শাওন@ অনেক অনেক ধন্যবাদ। ‘notification area’ তে কাজ হইছে। এখন আবার আগের মত ইন্টারনেটে কাজ করতে পারছি। আমারতো মনটা খুব খারাপ হয়ে গেছিল। এখন ঠিক হয়ে গেছে।
.
আরো একটা সমস্যা আছে, এটা একটু সমাধান করে দেও প্লিজ

লিনাক্স মিন্ট ১০টা ১৮ গিগা একটি স্পেসে পার্টিশন করে ইনিষ্টল করা হইছে। এই ১৮ গিগার মধ্যে ২ গিগা সোয়াপের জন্য রাখা হইছে, ৬ গিগা জায়গায় লিনাক্স মিন্ট ১০ ইনিষ্টল করা হইছে আর ১০ গিগা জায়গায় অন্যান্য কাজের জন্য রাখা হইছে।
সমস্যাটা হল ১০ গিগার যে ড্রাইভ সেটা শো করেনা, কিন্তু ৬ গিগার যে ড্রাইভটা সেটা শো করে। এ ক্ষেত্রে কি করণীয়?

    @রউফ আলম: আপনার পিসির র্যাম কত? 2 গিগার বেশি হলে সোয়াপ লাগেনা। ১০ গিগার জায়গা কি কাজে সেটা জানলে ভালো হয়। আপনি দয়া করে টার্মিনালে fdisk -l লিখে আউটপুট আমাকে জানান 🙂

fdisk: invalid option — ‘i’

Usage:
fdisk [options] change partition table
fdisk [options] -l list partition table(s)
fdisk -s give partition size(s) in blocks

Options:
-b sector size (512, 1024, 2048 or 4096)
-c switch off DOS-compatible mode
-h print help
-u give sizes in sectors instead of cylinders
-v print version
-C specify the number of cylinders
-H specify the number of heads
-S specify the number of sectors per track

কিছু দেখায় না।

rouf@rouf-desktop ~ $ fdisk -l
rouf@rouf-desktop ~ $
.
এছাড়া অার কিছু দেখায় না।

    @রউফ আলম: ভাই বললাম যে, sudo fdisk -l

      @মিনহাজুল হক শাওন:
      .
      Disk /dev/sda: 82.3 GB, 82348277760 bytes
      255 heads, 63 sectors/track, 10011 cylinders
      Units = cylinders of 16065 * 512 = 8225280 bytes
      Sector size (logical/physical): 512 bytes / 512 bytes
      I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes
      Disk identifier: 0xe339e339

      Device Boot Start End Blocks Id System
      /dev/sda1 * 1 1313 10546641 7 HPFS/NTFS
      /dev/sda2 1314 10012 69871089 f W95 Ext’d (LBA)
      /dev/sda5 1314 2573 10120918+ 7 HPFS/NTFS
      /dev/sda6 2574 3833 10120918+ 7 HPFS/NTFS
      /dev/sda7 3834 5093 10120918+ 7 HPFS/NTFS
      /dev/sda8 5094 7614 20249901 7 HPFS/NTFS
      /dev/sda9 7615 8830 9764864 83 Linux
      /dev/sda10 8830 9769 7537664 83 Linux
      /dev/sda11 9769 10012 1952768 82 Linux swap / Solaris

আপনার লিনাক্সের ড্রাইভ দুইটা হয়ে গেছে। লিনাক্স চালু করে Disk Utility তে যেয়ে যে লিনাক্স পার্টিশন মাউন্ট করা নেই মানে অব্যবহৃতটা মুছে ফেলুন। এবার টার্মিনাল খুলে sudo update-grub লিখুন।

তবে অভিজ্ঞ কারো সাহায্য নিয়েই কাজটা করা উচিত।

গত বৃহশপতিবার শামীম ভাই আমাকে লিনাক্স মিন্ট ১০ টা ইনিষ্টল করে দেয়। উনি ইচ্ছা করেই আমাকে দুটো ড্রাইভ করে দেন, একটিতে অপারপটিং সিষ্টেম থাকবে আর অপরটিতে আমি লিনাক্সের সফটগুলো রাখব। সমস্যা হল, লিনাক্সের মাই কম্পিউটারে ঢুকলে একটা ড্রাইভ শো হয়, অন্যটি হয়না।