আমি গেটএফ্রিলেন্সিং থেকে আজ একটি কাজের উপর বিড উইন করেছি। কিন্তু সম্পূর্ণ ইচ্ছার বাইরে এবং আমার ক্ষমতার বাইরে তাই কাজটি আমার একার ধারা সম্ভব হচ্ছে না। তাই এখানে যারা গেটএফ্রিলেস্নিং এ বিভিন্ন বিষয় এর উপর । Article লিখে ইনকাম করেছেন তাদের সাহায্য চাইতেছি অথবা কাজে শেয়ার করতে চাই।
আমার কাজের বায়ার এর কথা হচ্ছে যে উনি বিভিন্ন বিষয় এর উপর আমেকে article লিখার জন্য টপিক দিবেন এবং তার উপর ভিত্তি করে আমাকে প্রতিটি article সর্বনিম্ন ৫০০ শব্দের লিখতে হবে। আর article এর ৫০০ শব্দের জন্য 1$ দেয়া হবে।
বায়ার আমকে প্রথম যে বিষয় এর উপর article লিখার জন্য দিয়েছেন তাহল - "Online Money Making" এর উপর article লিখতে হবে। তাই এখানে যার এই বিষয় এর উপর বিভিন্ন article লিখেন তারা আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। ই-মেইল [email protected]
বিৎ দ্রৎ article অবশ্যই নিজ অভিজ্ঞতা থেকে লিখতে হবে। কোন প্রকার কপি পেস্ট চলবে না। আর কপি পেস্ট যদি তাদের কাছে দরা পড়ে তাহলে আমি টাকা পাবনা সেই সাথে আপনিয় পাবেন না। তাই যাই কাজ করবেন দয়া করে নিজ থেকে article লিখবেন তাতে আপনার লাভ সেই সাথে আমার লাভ হবে। আর আগামি কাল বিকাল এর মধ্যে উপরিক্ত বিষয় এর উপর article লিখতেই হবে। তাই এই বিষয় এর উপর article লিখার জন্য টেকটিউনস এর অভিজ্ঞদের সাহায্য চাই সেই আশায়....
আমি Mohi uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভােলা