আমার ২টা হার্ডডিস্ক। একটা স্বাভাবিক ব্যবহারের জন্য , অন্যটা প্রথম হার্ডডিকস্কের ডাটা ব্যাক আপ রাখার জন্য । আমার কাজের স্বার্থেই আমাকে এটা করতে হয়। এজন্যে আমি Second BAckUp নামে একটা software ব্যবহার করি, সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে ব্যকআপের কাজটা করে রাখে। আমি শুধু Source Drive/ Folder এবং Target Drive/ Folder সিলেক্ট করে সিডিঊল করে রাখি। চাইলে যে কোন সময় manuallyও Run করা যায়। এই সফটওয়্যারটার মেইন সুবিধা হচ্ছে, সে ব্যাকআপ করার সময় সবগুলো ফাইল কপি কারে না, কেবল মাত্র Modified / New / Deleted ফাইলগুলো নিয়ে কাজ করে; ফলে সময় খূব কম লাগে।
কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে এটার Trial Version আছে, তাই কিছুদিন পর পর আমাকে বিপাকে পরতে হয়।
ভাই, এই সব সুবিধা সম্বলিত আর কোন ভাল সফট কারও জানা আছে? থাকলে বলেন। আমি Googling করে যেগুলো পেয়েছি, তা পছন্দ হয়নি। কোনটায় পুরো ড্রইভ করা যায় না, কেবল ফোলল্ডার ব্যাপআপ রাখা যায় ইত্যাদি নানা সমস্যা ... ... কারও কাছে ভাল কোন ব্যাকআপ সফট থাকলে নাম ও ডা.লিংক দিন প্লিজ ... Freeware না হলে serial key দিয়েন ভাই .... ..
আমি jibon-mrittu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Use RAID