আমার এক বন্ধু দোকান দিছে। মোবাইল আর কম্পিউটার এর। গ্রামের বাড়িতে। তাই একটা প্রিন্টার কিনা দরকার। ছবি প্রিন্ট করার জন্য। বাজেট ৫০০০ টাকা। স্কেনার + প্রিন্টার দেখলাম ৪৮০০ এইচ পি এর। http://www.bdstall.com এ । কিন্তু প্রিন্টার এ বেসি কালি খরছ হলে সমস্যা। কারো প্রিন্টার সম্পরক্কে ধারনা থাকলে হেল্প করেন
১। কালি কম খরচ হবে
২. ছবি প্রিন্ট করা যাবে। মুটামুটি কয়ালিটি তে
৩. কালির দাম সস্তা হতে হবে।
৫। ভাল ব্রান্ড আর টেকসই হতে হবে।
আমি athalsten। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই পোস্টটা ভালোভাবে পড়ুন
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/85308/