আমার কম্পিউটার টা কিছুদিন ধরে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। চালু করার মোটামুটি ১ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায়। এর পর পাওয়ার বাটন দিলেও আর চালু হয় না। ১৫/২০ মিনিট পর চালু করতে হয়। তখন ১০ মিনিটের মধ্যে আবার বন্ধ হয়ে যায়। কম্পিউটার কিনেছি ২ মাস এর মত হল। কম্পিউটার সোর্স থেকে। ওদের কাছে নিয়ে গিয়েছিলাম। ওরা ১ সপ্তাহ রেখে বলল আপনার কোনো সমস্যা নেই, আমরা উইন্ডোজ সেট আপ করে দিয়েছি! বাসায় নিয়ে আসলাম। তারপর ও দেখি একই সমস্যা।
আমার কয়েকটি বন্ধুর কাছে বললাম। কেউ বলল হয়তো ভাইরাস এর কারণে হতে পারে। আমি অবশ্য ক্যাস্পারস্কি এর লাইসেন্সড এন্টিভাইরাস ব্যবহার করি।
আরেকজন বলল পাওয়ার সাপ্লাই এর সমস্যা। এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডের কারণে ঠিক মত পাওয়ার পাচ্ছে না । এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডের জন্য ভালো পাওয়ার সাপ্লাই লাগে। তাই সিপিউ বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটা কম্পিউটার সোর্স এর ওরা ধরতে পারলনা কেন কে জানে।
আমি core i3 2nd generation , motherboard intel dh67 cl প্রসেসর ব্যবহার করি এবং আমার এক্সটার্নাল ১ জিবি গ্রাফিক্স কার্ড (MSI ATI RADEON 5450) আছে, কিন্তু আলাদা পাওয়ার সাপ্লাই নেই , কেসিং ের সাথে যেটা থাকে সেটাই ।
সমস্যাটা কি কারণে হচ্ছে তা কি বলতে পারবেন? কোনো সমাধান বা কি করলে ঠিক হবে জানালে খুব উপকার হয়।
আমি nishachor_engineer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হয় সপ্লাই পাচ্ছে না, আর নাহয় সিপিউ খুব বেশি গরম হয়ে যাচ্ছে।