কিছু কথা, কিছু জিজ্ঞাসা।

আশা করি আমি নিচের প্রশ্ন গুলোর উত্তর পাব।

মিনহাজুল হক শাওন আমার ধারণা হয়। যায় হোক, অল্প একটু লিখে লিঙ্ক শেয়ার এর পিছনে আমার যুক্তি :
১। একই বিষয় নিয়ে বারবার লেখা খুব ই বিরক্তিকর, আশা করি আপনি নিজেও তাই বুঝবেন। এই বিষয় নিয়ে আমি গত কাল আমার ব্লগ এ লিখেছি, তাই আবার নতুন করে লিখার মত স্পৃহা ছিল না।
২। সামনে আমার ভর্তি পরীক্ষা (এবার H.Sc দিয়েছি) তাই খুব একটা সময় পাই না। ইচ্ছা ছিল অর্ধেক টেকটিউনস এ লিখব। কিন্তু সকালে Coaching এ গিয়ে সেখান থেকে আসি ১:৩০ এ। হালকা একটু ঘুমুতে গিয়ে উঠে দেখি ৫:১৫। ৩০ মিনিট এ যতটুক পারি লিখেছি।
৩। BuySellAds আর Google Adsense এর জন্য DCMA+Copyright রেজিস্টার করা আমার ব্লগ (Contact+Screenshot)। Protected by VIP Blogger and DCMA. দেখুন এখানে। নিজের rule কি নিজে ভাঙতে পারি?
৪। সবচেয়ে বড় কথা, আমি এখানে নতুন। ভুল হতেই পারে। তা নিয়ে খোটা দেওয়া মনে হয় কোন (তথাকথিত) পাওয়ার ইউজার এর কাজ নয়!

পরিশেষ:  301 বার ভিউ হওয়ার পর আর্টিকেল টি "Pending List" এ চলে যায়। কিন্তু এর মাঝে ১০ জন তাদের Favorite list এ এই আর্টিকেল অ্যাড করেছেন। আপনার কি ধারণা এটি অহেতুক???????

উত্তরের আশাই থাকলাম। কষ্ট দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।

প্রসঙ্গ

যে প্রসঙ্গে কথা গুলো বলা। আর্টিকেল টি ছিল নিচের মত।

আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে উইন্ডোজ ৮ এর Bootable ইউএসবি ড্রাইভ/ডিভিডি ডিস্ক বানানো যায়। আর্টিকেল টি পড়ে না থাকলে দেখুন এখানে। উইন্ডোজ ৮ এর আই ডেভেলপার প্রিভিউ সত্যিকার অর্থে এক অসাধারণ সংযোজন। যদিও বাক্তিগত ভাবে ব্যবহার করার পর আমার খুব একটা ভাল লাগে নি, তবে এই ভাল না লাগার মূল কারন হল “Metro UI” যা মাইক্রোসফট এর নতুন ভিসুয়াল ইন্টারফেস। অনেকের কাছে এটা ফাটাফাটি মনে হলেও আমি তাদের দলে নই।

যায় হোক, এখন মূল কথাই আসি। উইন্ডোজ ৮ এর আই প্রিভিউ ভার্সন ব্যবহার না করলে আপনি কিছু অসাধারণ জিনিস মিস করবেন। তার মাঝে আছে ইন্টারনেট এক্সপ্লোরার ১০, Mosaic Menu, Fully Changed Home Screen (এটিই আমার কাছে সবচেয়ে ভাল লাগে) এবং আর অনেক কিছু।

আপনি যদি উইন্ডোজ ৮ ইন্সটল করার আগে একবার যাচায় করে দেখতে চান, তবে VitualBox আর VMWare ছাড়া কোন গতি নাই। এদের সাহায্যে আপনি উইন্ডোজ এক্সপি, ভিস্তা, ৭ এর লিনাক্স এর মধ্যেই উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারবেন। VirtualBox এ উইন্ডোজ ৮ ব্যবহার নিয়ে আমি একটি সম্পূর্ণ Tutorial লিখেছি।

Tutorial টি পরতে ক্লিক করুন এখানে। একটু সময় নিয়ে অপেক্ষা করুন। Tutorial টি বিশাল হওয়াই সময় লাগতে পারে।

এর আপনার Processor এ উইন্ডোজ ৮ virtually চালান সাপোর্ট করে কিনা তা জানতে এখানে ক্লিক করুন

Level New

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনসে কয়টা লাইন লিখে বাকিটা পড়তে নিজের ব্লগের ঠিকানা দেওয়া নীতিবিরুদ্ধ।

১.১০ নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করতে টেকটিউনসের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।
১.১১ অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।

আপনি সময় নিয়ে লিখুন, অল্প লিখুন কিন্তু তথ্যসমৃদ্ধ লিখুন, কিন্তু এভাবে “বিস্তারিত টিউটোরিয়াল” বলে বাকিটা নিজের ইংরেজী ব্লগে দেখার লিঙ্ক দেওয়া মানায় কি?

আর আপনার যদি মনে হয়ে থাকে যে আমার কথায় টিউনটি পেন্ডিং এ গেছে তাহলে বলি – আমি টেকটিউনসের কেও না। আর ভিজিট ৩০০+ হওয়ার কারণ আমার মত অনেকেই বিস্তারিত জানতে লেখায় প্রবেশ করেছিল্ল। ব্যতিক্রম হতে পারে। যাই হোক আপনি লিখুন, আমার কোন আপত্তি নেই। সিদ্ধান্ত যা নেওয়ার টেকটিউনসই নিবে। তবে একটা পুরনো কথা বলি – আমার প্রথম লেখা ২য় পোস্টে ৫৩ টা ডিসলাইক + টেকটিউনসের টিমের সবার অনেক কথাবার্তা ছিল। তারপর থেকে এসব মানিয়ে নিয়েছি।

আপনার প্রথম টিউনে আমার মন্তব্য ছিল “পোস্ট স্টিকি করা হউক” এবং আপনার উত্তর ছিল “ধন্যবাদ Supporting এর জন্য”।

এখন দেখি পুরাই বিপরীত অবস্থা 😀

আপনের ভর্তি পরীক্ষার জন্যে শুভ কামনা রইল।

    @মিনহাজুল হক শাওন: আপনি মনে হয় আমি কি বুঝাতে চেয়েছি তা ধরতে পারেন নি। বাদ দেন।
    আর আর্টিকেল টি Pending লিস্ট এ যাওয়ার পিছনে আপনার কোন ভুমিকা আছে তাও আমি বলিনি। শুধু অন্য সাইট এর লিঙ্ক পোস্ট এর পিছনে যুক্তি দেখালাম

    একটি প্রশ্ন, ওই আর্টিকেল টি কি এর Viewable হবে না?

    আর একটি অনুযোগ: LifeHacker, TheNextWeb, Mashable এর মত Leading ইন্টারন্যাশনাল টেকনোলজি সাইট গুলো নিজেরাই অন্য সাইট এর লেখা অল্প একটু Quote করে (এক প্যারাগ্রাফ) অতঃপর যে সাইট থেকে কপি করা হয়েছে সেই সাইট এর লিঙ্ক দিয়ে দেয়। কারণ টেকনোলজি এখন এতই বিস্তৃত ব্যাপার যে এক বিষয়ে সবাই সবজায়গাই লিখার সময় পায় না, লেখা উচিত ও নয়। সে ক্ষেত্রে আমি কি খুব ভুল করেছি? আমি কি আমার ব্লগ এর সব আর্টিকেল লিঙ্ক শেয়ার করেছি? না, শুধুমাত্র যেগুলো মনে হয়েছে অন্যের কাজে লাগতে পারে তাই শেয়ার করেছি।

    আশা করি আর্টিকেল তে পুনরায় পাবলিশ করা হবে।

    এবং আপনি যা হয়েছে তা মনে রাখবেন না। যতটুক দেখলাম আপনি লিনাক্স নিয়ে কাজ করেন। এই বিষয়ে অনেক কিছু শিখার আছে আমার।

    ধন্যবাদ, এবং টেকটিউনস করতিপক্ষ এর উত্তরের আশাই থাকলাম।