সরাসরই আসি আসল কথায়, আমার অনেক দিন ধরেই শখ ছিল নিজের নোটবুক এর কাজটা কম্পিউটার এর সাহায্যে করবো। কিন্তু এর জন্য কোন ভালো ট্যাবলেট পিসি পাচ্ছিনা। যেমন নিচের ডিভাইসটা।
Wacom Intuos4 Medium Pen Tablet
এর মাধ্যমে আমি আমার প্রয়োজনীয় সব কাজ করতে পারব। এমনকি আমার শখের আকাআকিও। কিন্তু বাংলাদেশে কথাই এই ধরনের জিনিস পাওয়া যাবে এইতাই খুজে পাচ্ছি না। আমি বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি খ্যাত) এও খুজেছি কিন্তু পাইনি। কেউ যদি এরকম কোন ঠিকানা দিতে পারেন তাহলে আমি চির কৃতজ্ঞ থাকব।
বি।দ্র। সাহায্য বিভাগের টিউন হলেও এইটাই আমার প্রথম টিউন। তাই কোন ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 😀
আমি উল্লাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।