ডিজিটাল ক্যামেরা কেনার ব্যাপারে সহযোগিতা আর পরামর্শ চাই ।

টেঁকি ভায়েরা, আশা করি ভালই আছেন, কিছু সাহায্যের জন্য এলাম । একটা ডিজিটাল ক্যামেরা কিনব ভাবছি । Google এ গত দুইদিন একটু ঢুঁ মারলাম, কিন্তু এত মডেলের ভিড়ে সাধ আর সাধ্যর মিলন ঘটানো একটু কঠিন । তাই আপনাদের দ্বারে এলাম । TechTunes এর কিছু পোস্টও পড়লাম । কিছু ধারণাও হল ।

কিছু চিন্তা করে ক্যামেরাটার specification এমন ভাবলাম । প্রোফেসনাল না, আবার প্রোফেসনাল এর মত কিছু অপশন থাকলে ভাল হয় । অল্প কিছু experiment করতে পারব । প্রোফেসনাল হওয়ার কোন ইচ্ছা নাই । বিভিন্ন প্রোগ্রাম আর ছোট্ট এই জীবনের কিছু মুহূর্তের স্মৃতি গুলো শুধু কয়েদ করে রাখার জন্যই মুলত কেনা ।

বলতে পারেন, compact আর professional বা SLR এর মাঝামাঝি ধরনের । সনির দামটা একটু বেশি মনে হল, তাই ক্যানন বা নাইকন খুঁজছি । Nikon P100 মডেল টাও ভাল লাগছে আর দামটাও budget এর মধ্যে। এরকম similar মডেল recently মার্কেটে এসেছে এমন হলেও ভালো ।

Specification:

১। Optical Zoom 15x+,

২। 10MP +

৩। convenient and available Battery, Memory card

৪। HD Video 1080p

৫। optical viewfinder and moveable LCD display.

৫। Launched in 2011.

আমার Budget ২৫,০০০ আপনারা ৩০,০০০ পর্যন্ত  কিছু মডেল recommend করুন ।

আমার খুব বেশি ধারনা নেই, তাই আপনাদের সব ধরনের পরামর্শই কাজে আসবে । উলটা পাল্টা কোন কথা বলে ফেললে অজ্ঞতার কারণে কিছু মনে করবেন না please .

আমার specification গুলো ছাড়াও আপনাদের কোন ধরনের পরামর্শ বা ক্যামেরা এর কোন দিকটা নিয়ে ভাবা উচিত, কোথা থেকে কেনা ভাল, মার্কেট মূল্য এগুলা জানাতে ভুলবেন  না ।

ধন্যবাদ ।

Level 0

আমি shanon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Blogger, web designer http://truewordsoflove.org/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kew ki achen je professional camera shomporke dharone dite parben?

Level 0

ভাইরে, আমার তো আর বাংলাদেশের মার্কেট বা দাম সম্পর্কে ধারনা নাই, তাই actually আপনাকে সাজেস্ট ও করতে পারছি না। তবে সনি নিকন বা ক্যানন এই ৩টার যে কনো একটা কিনেন। আর যে কোন একটা বাছাই করেন। হয় ভিডিও না হয় ফটো ক্যামরা। আমার নিজের অবশ্য দুটোই আছে। সনি NEX-5 আর সনি XR-155.আমার কাছে বেশ ভালোই লাগে। যে কোন ক্যামরার Review দেখতে পারেন এইখানে http://www.pricerunner.com
good photoghaphy….!!!

    Level 0

    @Zia dk: জিয়া ভাই, ধন্যবাদ, আসলে ফটোটাই main, এর সাথে একটু ভিডিও থাকলে মন্দ হয় না আর কি !

Level 0

go for nikon D5000 DSLR….i am a photographer so trust me ..u will love it.