আমি XP ব্যবহার করি। আগে কখনও লিনাক্স ব্যবহার করিনি। কিন্তু এখন আমি XPর পাশাপাশি লিনাক্স মিন্ট ১১ ব্যবহার করতে চাচ্ছি। আমার হার্ডডিস্কটি ৮০ গিগাবাইটের। এরমধ্যে ৬০ গিগাবাইট XPর রাখা আছে (ড্রাইভ সি, ডি, ই, এফ, জি – এগুলো মিলে ৬০ গিগাবাইট) এবং লিনাক্স মিন্ট ১১ এর জন্য ড্রাইভ এইচ্ছ (H) (১৯ গিগাবাইট) বরাদ্ধ করা আছে।
.
সমস্যা ও প্রশ্ন সমূহ:
১) লিনাক্স মিন্ট ১১ এই ১৯ গিগাবাইটে ইনিষ্টল হবে? যদি আমি ১৯ গিগাবাইটের বদলে ১০ গিগাবাইটে বরাদ্ধ রাখি তাতেও কী ইনিষ্টল হবে?
২) ইনিষ্টলের সময় ১৯ গিগাবাইটের যে পার্টিশন, এই ১টি পার্টিশন দিয়ে ইনিষ্টল হবে নাকি এই ১৯ গিগাবাইটকে ৩ অথবা ৪ টুকরো করতে হবে? (তবে আমার ইচ্ছা এই ১টি পার্টিশন দিয়ে ইনিষ্টল করতে)
৩) এরকম প্রক্রিয়া ইনিষ্টলের XPর কনোও সমস্যা হবেনাতো?
৪) লিনাক্স মিন্ট ১১ ইনিষ্টলে সম্ভব্য সকল রকম পরামর্শ অথবা লিঙ্ক।
আমি রউফ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ১০ গিগাবাইট দিয়েই দিব্যি চলে যাবে। তবে ১৯ গিগাবাইটই রাখা ভালো কারণ লিনাক্সের জন্য সকল সফটওয়্যার, ফাইল সব ওই পার্টশনেই থাকবে, আপনি ভিন্ন ভিন্ন জায়গায় লিনাক্সের ফাইল সিস্টেমের তথ্য রাখতে পারেন, তার চেয়ে একটা আলাদা পার্টিশনেই সব কাজ করে নেওয়া ভালো।
আর এতে অন্য ওএস’র কোন সমস্যা হবেনা। প্রচুর মানুষ একইসাথে লিনাক্স আর উইনডোজ ব্যবহার করে। আর কোন সমস্যা হলে জানাবেন। আর লিনাক্স ইন্সটল তথ্য পেতে এখানে ক্লিকান http://forum.projanmo.com/post350528.html#p350528