অনেকদিন পর আবার কিছু লিখার সময় পেলাম। যদিও নিজের সাহায্যের জন্য লিখছি। পরীক্ষা আর ঈদ এর কারণে লিখা হয় না। সামনের মাসে আবার পরীক্ষা আছে। আশা করি তার আগ পর্যন্ত নিয়মিত হতে পারব। আমি ল্যাপটপ কিনতে চাচ্ছি। আমার কাছে যখন এই ধরনের সাজেশন চাইত তখন আমি নিজেও বলতাম ডেল বা আসুস কিনুন। যদিও আসুসের উপর আমার আলগা টান আছে!! 😛 😛 😛 এখন আমি নিজে এই ব্যাপারে কনফিউজড। আমার পরিচিত যারা ডেল বা আসুস কিনেছে তারা এখন পর্যন্ত সমস্যাতে পড়েনি। তাই আপনারাই বলুন কোনটা ভাল হবে?? আসুস বা ডেলের কোন প্রব্লেম আছে কিনা?? আপনাদের উত্তরের প্রত্যাশায়।
আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??
Ami blbo apple kinun.Bt asus er theke samsung better lage amar.Gd luck bro:)