আস-সালামু-আলাইকুম।
অবশেষে সোনার হরিণ এডসেন্স থেকে আজ একটু আগে চেক পেলাম।৫৩৩ ডলার এর।এটা আমার প্রথম আয় গুগল থেকে।এ পর্যন্ত ৫টা অ্যাকাউন্ট ব্যান্ড খাইসি।
যাই হোক,যেহেতু এটা আমার প্রথম চেক তাই আপনাদের একটু সাহায্য লাগবে।এই চেক কোন ব্যাংক এ দিলে সব চেয়ে দ্রুত এবং কম খরচে টাকা জমা হবে?কেই কি জানাবেন?জানালে খুব উপকৃত হব।আমার DBBL এবং Islami Bank এ অ্যাকাউন্ট রয়েছে।শুনেছি Exim Bank এ সবচেয়ে দ্রুত এবং কম চার্জ এ টাকা জমা হয়।কিন্তু ওই ব্যাংক এ আমার Introducer নাই।তাই অ্যাকাউন্ট খুলতে পারছিনা।
সাহায্য করলে খুব উপকৃত হব।সবাই কে ধন্যবাদ।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
শুনে ভাল লাগ ল ্কিন্তু আগে বলেন কিভাবে পাইলেন আমাদের শিখান